জরুরি অবস্থা কি বিগত? আমাদের সমাজ ও রাষ্ট্রে তার দাগ কীভাবে রয়ে গেল। কোন পরিবর্তন তা ঘটিয়ে গেল? কী এর দেশিয় ও বৈশ্বিক অভিঘাত? এটা কি শেষ না শুরু? এসব প্রশ্ন নিয়েই আগামিকাল এই সেমিনারটি অনুষ্ঠিত হবে। যারা ঢাকায় আছেন, তাদের আমন্ত্রণ।
স্থান: আরসি মজুমদার মিলনায়তন, কলা ভবনের পেছনে লেকচার থিয়েটারের নিচতলা
সময়: ১৫ জানুয়ারি, বৃহষ্পতিবার, বিকেল ৪টা
প্রবন্ধ উত্থাপক: ফারুক ওয়াসিফ
আলোচক: অধ্যাপক আনু মুহাম্মদ ও অধ্যাপক পিয়াস করিম
সভাপতি: অধ্যাপক আহমেদ কামাল
আয়োজক: প্রতিরোধপর্ব
মন্তব্য
আরসি মজুমদারে , ভালই হল আমার পাশের জায়গা ।
*********************************************************
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
জরুরি অবস্থা বিগত না।
যাই হোক আমার কথা পরে কমু। সেমিনার রিপোর্টসহ একটা পোস্ট দিয়েন।
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
পর সমাচার পোষ্ট কইরেন।
ধন্যবাদ। পরসমাচার লিখিত ভাবে জানাব। পুরো প্রবন্ধ তো আর দেয়া যাবে না। সারাংশটা দেব আশা করি।
হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।
চেষ্টা করেন পুরো প্রবন্ধটা দেওয়ার জন্য। কাজে আসবে।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
জিনিসপাতি যত বেশি ইউনিকোডিত করা যাবে তত বেশি লাভ । অন্যথা নতুন জেনারেশনের কাছে এগুলো পৌছানো যাবে না সহজে ।
নীড়পাতা.কম ব্লগকুঠি
চলুক। দুর্নীতি দমনের মধ্যেও 'নর্দান এলায়েন্সে'র প্রশ্রয়ে যে দুর্নীতি চলেছে তা নিয়েও কি আলোচনা হবে?
___________________
সহজ কথা যায়না বলা সহজে
- হ
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
এইটারেই বলে বাপের কুপুত্তুর। ঘরের খাইয়া বনের মোষ তাড়ানো
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
দেন না ভাই, পুরো প্রবন্ধটাই দিয়ে দেন না ... আমরাও একটু পড়ে দেখি ...
একমাত্র জাতিয়তাবাদী শক্তিই পারে এদেশটাকে দূর্নীতি মূক্ত করতে । জাতি এটা জানে ।
- তারেকে রহমান প্রিন্স
সিংগাপূর ।
প্রিন্স সাহেব কি সিঙ্গাপুরে থাকেন নাকি?
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
সভা আশানুরূপ ভাল হয়েছে। কিন্তু আয়োজনের দৌড়ে সময় যাওয়ায় আমার লেখাটা আমার নিজেরই মনঃপূত হয়নি (যদিও শ্রোতারা গ্রহণ করেছে বলে মনে হয়েছে)। এখন দুয়েকদিনে সেটাকে কিঞ্চিত সম্পাদনা করে তারপর দেব।
হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।
কই, প্রবন্ধটা কবে পোস্ট করবেন? অপেক্ষায় আছি ...
গ্যাঞ্জামে আছি। শিগগরিই।
হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।
তাইলে ঐ কথা থাকল
গ্যাঞ্জাম কমলেই পোস্ট দিবেন ।
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
নতুন মন্তব্য করুন