১. টুইন টাওয়ার, লন্ডন, ম্যারিয়ট-করাচি, মুম্বাই-তাজ, পিলখানা-বিডিআর...তারপরে কী?
ইরাক, আফগানিস্তান, সোমালিয়া...তারপরে কে?
২. মুম্বাই হোটেল, ঢাকার বিডিআর-সেনা, লাহোরে শ্রিলঙ্কার ক্রিকেটার...তারপরে কী?
৩. ইরাক থেকে তুলে আনা সেনা আফগানিস্তানে মোতায়েন, ওয়ার অন টেররের সাউথ এশিয়ায় আনা নিয়ে ওবামার ঘোষণা...তারপরে কী?
৪. ট্রানজিট-টিফা-সোফা-গভীর সমুদ্রের গ্যাস-ফুলবাড়ীর কয়লা-সন্ত্রাসবিরোধী টাস্কফোর্স...তারপরে কী?
৫. র-সিআইএ-মোসাদ-আইএসআই-ডিজিএফআই...মার্কিন এফবিআই, ভারতীয় বিমানসেনা...আর আর কী?
৬. এমার্জিং টাইগার থেকে ব্যর্থ রাষ্ট্র-দুর্নীতির শীর্ষস্থান-গৃহযুদ্ধ ১-১১-নির্বাচন...এরপরে কী?
৭. ৯-১১ = ইন্টিলিজেন্স ফেইলিউর
লন্ডন বোমা = ইন্টিলিজেন্স ফেইলিউর
ম্যারিয়ট হামলা = ইন্টিলিজেন্স ফেইলিউর
মুম্বাই হামলা = ইন্টিলিজেন্স ফেইলিউর
পিলখানা হামলা = ইন্টিলিজেন্স ফেইলিউর
মন্তব্য
ফেইলিওর ইজ দ্যা পিলার অব সাকসেস। এরা মনে হয় পিলার বানাচ্ছে।
ফেইলিওর হয়েছে তাই গুলি ফুটেছে, বোমা হামলা হয়েছে....
যদি ইন্টেলিজেন্স সাকসেসফুল হতো তাহলেও গুলি ফুটতো...ফায়ারিং স্কোয়াড হতো....
বিদ্রোহ শুরু হলে বিদ্রোহীরা আকাশের দিকে ফাঁকা গুলি ছুঁড়ে
বিদ্রোহ শেষ হলে বিজয়ীরা আকাশে কামানের গোলা ছুঁড়ে বিজয়োৎসব করে...
গুলিতে মৃত সেনাসদস্যদের বিদায় জানাতে এরা কামানের গোলা দিয়ে তোপধ্বনি করে...
সবই হচ্ছে গুলির মহোৎসব...
সুমেরু চ্যাটার্জির পিঠ চাপড়ে দিতে চাই...
বন্দুকের নল আর গুলির বাক্সই সবার লক্ষ...
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
আসলেই কি ওইসব ফেইলিওর ঘটেছে? নাকি আমাদে তেমন ইম্প্রেশসন দিতে চাইছে।
হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।
সাথে আরো একটা হিসেবও করতে হবে, লাশের হিসেব। লাশগুলোর সাথে জড়িত পরিবারগুলোর হিসেব। সেগুলো করা খুবই কঠিন, কারণ নথিতে শুধুই কাগুজে ভুল-ভ্রান্তি লেখা থাকে। স্বজন-হারানো অশ্রুগুলো লেখা থাকে না!
===
অনীক আন্দালিব
প্রিয় অনীক,
সবার চোখের পানিই নোনা, কারোটা মিষ্টি আর কারোটা তিতা নয়। তাই শোক আর উত্তেজনা মনের গহীনে রেখে এখানে বুঝে দেখতে চেয়েছি ঘটনার গতিসূত্র। সেটা তো আর আমাদের আবেগ দিয়ে চলে না, সেটা চায় আমাদের আবেগকে চালাতে।
হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।
ভাইরাস... ভাইরাস.... আর কিছু না। আক্রান্ত হয় বিশ্বাসী মন, র, আইএসআই, ডিজিএফআই আরো কতো ইনটেলিজেন্স, সব।
পোষকের ভুমিকায় তৎকালীন প্রশাসন, নীরবে সমর্থন আম-বিশ্বাসীর। হাতে কালাশনিকভ, মগজে সাঁটা জেহাদী পুস্তিকা, দিলে লোভ মাংসের।
আমার পৃথিবী আজ আর নিরাপদ নয়, সবদিকে দেখি জোয়ার উঠেছে, কুয়েতী দিনারের তেজে আমার স্বস্তি উবে যায়।
এছাড়া এটাও তো দেখার আছে।
সঙ্গে এফবিআই-সিআইএ, মগজে সাঁটা মার্কিন তরিকা, হাতে ডলার, লোভ মুনাফার। পশ্চিমা যুদ্ধবেনিয়ারা আমাদের স্বস্তি কেড়ে খায়।
হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।
সবই পুজিঁর নস্ট সঙ্গম আর তার প্রতিক্রিয়া ।
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
হক কথা।
হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।
নতুন মন্তব্য করুন