মূল - আইজাক আজিমভ
গ্রেগরি পাওয়েল ভ্রু কুঁচকে নিজের গোঁফে চাড়া দিতে দিতে গম্ভীরভাবে বললো, “এক সপ্তাহ আগে আমি আর ডনোভান তোমাকে জোড়া দিয়ে তৈরি করেছি।”
মাটির অনেক নিচে শক্তিশালী বীম নিয়ন্ত্রকের মৃদু গর্জন ছাড়া পাঁচ নম্বর সোলার স্টেশনের অফিসারদের ঘরটা পুরোপুরি চুপচাপ।
পাওয়েলের কথা রোবট কিউ টি এক-এর উপর কোন প্রভাব ফেললো বলে মনে হলো না। সে আগের মতই স্থির বসে। লাক্সাইটের উজ্জ্বল আলোয় তার মসৃণ ধাতব শরীর চকচক করছে। লাল ফটোইলেক্ট্রিক সেলের চোখ স্থিরনিবদ্ধ টেবিলের উল্টোদিকে বসা মানুষটার উপরে।
পাওয়েল অনেক কষ্টে মাথায় উঠে যাওয়া রাগটা নিয়ন্ত্রণ করলো। এই রোবটগুলো একেকটা চিজ বটে। সত্যি কথা, সব রোবটই রোবটিক্সের মূল তিনটা সূত্র মেনে চলে। সুতরাং কিউ টি এক পুরোপুরিই নিরাপদ। কিন্তু এটাও সত্যি যে এই জাতের প্রথম রোবট এটা। সুতরাং গাণিতিক সমীকরণগুলো কাগজে যাই বলুক, বাস্তবে শতভাগ নিরাপত্তবোধ এনে দিতে পারে না।
অবশেষে কিউ টি এক মুখ খুললো। ধাতব কণ্ঠে বললো, “আশা করি আপনি আপনার কথার গুরুত্ব অনুধাবন করতে পারছেন, পাওয়েল?”
পাওয়েল নাছোড়বান্দার মত বললো, “কেউ তো তোমাকে তৈরি করেছে, তাই না? তুমি নিজেই বলছো এক সপ্তাহ আগের কোন স্মৃতিই তোমার নেই, অথচ তার পর থেকে তোমার সব মনে আছে। আমরা তোমাকে ব্যাখ্যাটা দিচ্ছি। এক সপ্তাহ আগে স্পেসশিপে আসা পার্টগুলো জোড়া লাগিয়ে আমি আর ডনোভান তোমাকে তৈরি করেছি।”
কিউ টি নিজের ধাতব আঙ্গুলগুলোর দিকে তাকিয়ে অদ্ভুত রহস্যময় গলায় বললো, “এর চেয়ে ভালো কোন ব্যাখ্যা থাকা উচিত। আপনার এই ব্যাখ্যা আমার কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে না।”
পাওয়েল নিজেকে সামলাতে না পেরে হেসে ফেললো, “জানতে পারি কি, কেন?”
“এখনো ঠিক বুঝতে পারছি না। তবে যাই হোক, যুক্তি দিয়ে আমি ঠিকই বের করে ফেলবো।যুক্তির শৃংখলই কেবল আমাদের সত্যের কাছে নিয়ে যেতে পারে।”
পাওয়েলের হঠাৎ এই অদ্ভুত রোবটটার জন্য সমবেদনা হলো। এটা অন্য রোবটগুলোর মত একটা বিশেষ কাজে তো পারদর্শী না। উঠে দাঁড়িয়ে সে রোবটটার ঠান্ডা ধাতব কাঁধে হাত রেখে বললো, “কিউ টি, তুমিই প্রথম রোবট যে নিজের অস্তিত্ব সম্পর্কে প্রশ্ন করতে সক্ষম। তোমাকে তাই আমি বুঝিয়ে বলছি। আমার সাথে এস।”
পাওয়েল রোবটটাকে নিয়ে গেলো দেয়ালের কাছে। একটা বোতাম টিপতেই দেয়ালের একটা অংশের গায়ে ফুটে উঠলো বাইরের তারাখচিত মহাকাশের ছবি।
কিউ টি বললো, “ইঞ্জিনরুমের অবজার্ভেশন পোর্ট দিয়ে আমি এসব দেখেছি।”
“তোমার কাছে কি মনে হয়, এটা কি?”
“দেখে যা মনে হয়। কাচের বাইরে একটা কালো পর্দা, যাতে ঝলমলে কিছু বিন্দু বসানো আছে। আমি জানি আমাদের বীম নিয়ন্ত্রক এগুলোর মাঝে কতগুলো বিন্দুর দিকে বীম তাক করে রাখে, সবসময় একই বিন্দুর দিকে, আর বিন্দুগুলো সরে গেলে বীমও সরে যায়। আর কি?”
“খুব ভালো। এবার শোনো, এই কালো পর্দা আসলে মহাশূন্য, অসীম পর্যন্ত বিস্তৃত। ছোট বিন্দুগুলো আসলে বিশাল বিশাল তারা, বিশাল শক্তিসমৃদ্ধ গোলক। একেকটার ব্যাস কয়েক মিলিয়ন মেইল পর্যন্ত হতে পারে। তুলনায় আমাদের এই স্টেশনের ব্যাস মাত্র এক মাইল। তারাগুলো অনেক দূরে বলে এত ছোট দেখায়।
যে বিন্দুগুলোর দিকে আমাদের এনার্জি বীম তাক করা, সেগুলো তুলনায় অনেক ছোট। সেগুলোর পৃষ্ঠদেশ ঠান্ডা আর শক্ত, যেখানে আমাদের মত আরো মানুষ বাস করে। এগুলোর মধ্যে একটা বিন্দু থেকে আমি আর ডনোভান এসেছি। আমাদের বীমগুলো বড় জ্বলন্ত বিন্দুগুলো থেকে শক্তি সংগ্রহ করে ছোট বিন্দুগুলোয় সরবরাহ করে। এই স্টেশনটা বড় বিন্দুগুলোর একটার কাছে অবস্থিত, যেটাকে আমরা সূর্য বলি। সূর্য এই স্টেশনের উল্টোদিকে বলে তুমি সেটা দেখতে পাচ্ছো না।”
“এগুলোর মাঝে কোন বিন্দু থেকে আপনারা এসেছেন আপনি বলতে চান?”
“এই তো, নিচের কোনায় এই উজ্জ্বল বিন্দুটা। এটাকে আমরা বলি পৃথিবী।” পাওয়েল দাঁত বের করে হাসলো। “আরো তিন বিলিয়ন মানুষ আছে সেখানে, আর দুই সপ্তাহ পরে আমরা সেখানে ফিরে যাবো।”
কিউ টি গুনগুন করার মত অদ্ভুত একটা শব্দ করে আবার থেমে গেল, “কিন্তু এটা তো আমার অস্তিত্বের ব্যাখ্যা হলো না।”
মন্তব্য
ইন্টারেস্টিং! বাকিটুকু শিঘ্রী চাই।
গল্পের প্রায় অর্ধেকটা লেখা হয়ে আছে, আজকে আপনার ঝাড় খেয়ে তার এক-তৃতীয়াংশ তুলে দিলাম। এটা প্রথম পাতা থেকে সরলেই দেব।
___________________
রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি
আগ্রহ জাগলো। বাকিটা তাড়াতাড়ি দেন।
---
মানুষ তার স্বপ্নের সমান বড়
গুরুর গল্প আগ্রহ জাগাবে না?
___________________
রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি
মুশকিল, রোবোটসুদ্ধ অস্তিত্ব নিয়ে প্রশ্ন করতে শুরু করলে আমাদের মহাজ্ঞানী নায়েক সাহেব এবং তার জ্ঞানবৃদ্ধ ভক্তকুল, তার উপর এই ভদ্রলোকের কি হবে?
পড়তে থাকুন, আপনার এই প্রশ্নের জবাব শেষ পর্বেই পাবেন, প্রমিজ
___________________
রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি
- আয়নামতি
___________________
রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি
এতো ছোট্ট করে লিখলে হয়?
তাড়াতাড়ি পরের পর্ব দিন
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
কি করবো আপু, এটা যত বড় গল্প, পুরোটা একবারে দিলে দিংমূঢ় হয়ে যেত যে!
___________________
রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি
শেষ হইলে একবারে পড়ুম... তাড়াতাড়ি পরের পর্ব দেন
______________________________________
পথই আমার পথের আড়াল
আসিতেছে...
___________________
রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি
তাড়াতাড়ি পরের পর্ব চাই।
------------------------
[ওয়েবসাইট] [ফেইসবুক] [ফ্লিকার ]
আসিতেছে...
___________________
রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি
মনে হলেআ, জাফর ইকবালের কোন গল্পের ছায়া অবলম্বনে লেখা
_______________________________
খাঁ খাঁ দুপুরে, গোধূলিতে আর রাতে বুড়ি পৃথিবী
কেবলই বলছে : খা, খা, হারামজাদা, ছাই খা!
(ছাই: মণীন্দ্র গুপ্ত)
না রে ভাই, এইটা গুরুর লেখা, অনেক আগের।
___________________
রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি
ফাউন্ডেশন সিরিজের সবগুলি এখনও কেমনে জানি পড়া হয় নাই, এই দুঃখে আমার...। পরের পর্ব দিয়ে দেন তাড়াতাড়ি।
আমি গত সেমেস্টারে রোবট সিরিজ শেষ করলাম, তখন এইটা মনে ধরেছিল। ফাউন্ডেশন সিরিজ শেষ অনেক আগেই। এরপর এম্পায়ার সিরিজ... ইয়ামি।
পরের পর্ব দিয়ে দিয়েছি।
___________________
রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি
ভালো লাগল অস্তিবাদী রোবটের গল্প।
------------------------------------------------------------------------------------------------------------------------
আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে
নক্ষত্রের নিচে।
___________________
রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি
নতুন মন্তব্য করুন