হিসাব মেলে না

টিউলিপ এর ছবি
লিখেছেন টিউলিপ [অতিথি] (তারিখ: মঙ্গল, ১৬/০৭/২০১৩ - ৪:১০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

বেয়োনেটের খোঁচায় রক্তাক্ত শরীর- পড়ে আছে উঠানে, বনে জঙ্গলে।

চোখ বাঁধা লোকেদের লাইন, নদীর ধারে - গুলির পরে সহজে ভেসে যায়।

ক্যাম্পে আটক নারী - স্বামীর সামনে, সন্তানের সামনে ধর্ষিতা নারী।

ধর্ষণের পরেও বেয়োনেট দিয়ে ক্ষতবিক্ষত করে মেরে ফেলা নারী।

দুপা ধরে টান দিয়ে দুই ভাগে চিরে ফেলা শিশু।

সবুজ ভূখন্ড জুড়ে রক্তের ছোপ, টকটকে তাজা লাল রক্ত, শুকিয়ে যাওয়া কালো রক্ত।

আর আগুন, ঘরে বাইরে।

আর প্রাণের আশায় পলায়নরত মানুষ। শিশু, বৃদ্ধ।

শরনার্থী শিবিরে না খেয়ে, কলেরায় মরে যাওয়া মানুষ।

না, হিসাব করা হয় নি কার বয়স কত।

শুধু এসবের পেছনে যে মাস্টারমাইন্ড, তার বেলাতেই বয়সের বিবেচনা।

আমার তাই হিসাব মেলে না, কথা এলোমেলো হয়ে যায়।

মুখে খালি একটাই শব্দ উঠে আসে-

থুঃ


মন্তব্য

সাগর রহমান এর ছবি

থু্ঃ থুঃ থুঃ

টিউলিপ এর ছবি

এছাড়া আর কী করার আছে সেইটাই ভাবছি।

___________________

রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি

সাক্ষী সত্যানন্দ এর ছবি

রেগে টং

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

টিউলিপ এর ছবি

রেগে টং

___________________

রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি

মেঘা এর ছবি

রেগে টং

--------------------------------------------------------
আমি আকাশ থেকে টুপটাপ ঝরে পরা
আলোর আধুলি কুড়াচ্ছি,
নুড়ি-পাথরের স্বপ্নে বিভোর নদীতে
পা-ডোবানো কিশোরের বিকেলকে সাক্ষী রেখে
একগুচ্ছ লাল কলাবতী ফুল নিয়ে দৌড়ে যাচ্ছি

টিউলিপ এর ছবি

রেগে টং

___________________

রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি

চরম উদাস এর ছবি

হিসাব মেলে না

টিউলিপ এর ছবি

কিছুতেই এই রায় মানি না।

___________________

রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি

অতিথি লেখক এর ছবি

হিসাব মেলে না
- একলহমা

টিউলিপ এর ছবি

মানুষ হলে মেলানো তো সম্ভব না।

___________________

রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি

তারেক অণু এর ছবি

রেগে টং মানি না , এই রায় মানি না

টিউলিপ এর ছবি

মানি না, মানবো না।

রাক্ষসের এই আরামদন্ড মানি না।

___________________

রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি

অতন্দ্র প্রহরী এর ছবি

কী যে তীব্র একটা কষ্ট হচ্ছে, অসহায় লাগছে, বলে বোঝানো যাবে না আসলে। বোঝানোর দরকারই বা কী। আপনিও যে ঠিক একইভাবে অনুভব করছেন, সেটা নিশ্চিত, লেখা থেকেই বোঝা যায়।

টিউলিপ এর ছবি

সেটাই, কিছুতেই মন বসছে না। একেকবার মনে হচ্ছে দেশ চুলায় যাক, এইটা আমার দেশ না, আমার কোন দেশ নেই।

আবার বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে

___________________

রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি

আয়নামতি এর ছবি

কোনদিন মিলবে, এমন আশাবাদী হতে পারছি না মন খারাপ

টিউলিপ এর ছবি

আমি আশাবাদী মানুষ এমনিতে, কিন্তু এত বড় চড়টা গালে হজম হচ্ছে না। কোনদিন হজম হবে সেই কথাও মনে হচ্ছে না।

বরং কিভাবে বদলা নেওয়া যায় সেইটাই খুঁজতে চাই।

___________________

রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আপিল করতে হবে, চূড়ান্ত বিচারে ফাঁসি হতে হবে... হতেই হবে

______________________________________
পথই আমার পথের আড়াল

টিউলিপ এর ছবি

আমি যদ্দুর জানি, মানবতাবিরোধী বিচারের ক্ষেত্রে বয়সের দোহাই দেওয়া যায় না, মূল রায়েও নাকি সে কথা বলা আছে। তাহলে শাস্তিপ্রদানের ক্ষেত্রে কেন বয়সের বিবেচনা?

___________________

রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।