অভিসার

গান্ধর্বী এর ছবি
লিখেছেন গান্ধর্বী [অতিথি] (তারিখ: বুধ, ২৫/০৯/২০১৩ - ২:৩৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

কোনো এক অরোরায়,
আলোল-বিলোল উর্মিল সায়রের কাছে
যখন অবাঙমুখ এক অন্তরীপের মতন
ক্রমশ নিমগ্ন হতে থাকি,
কিংবা নিতল ঘুমের রাজ্য ছেড়ে
শ্রবণা আর কৃত্তিকাদের ভিড়ে
আকাশগাঙ্গের ফিসফাসে কান পাতি,
নয়তো জলজ মেঘফুল ছুঁইতে
কোনো গহন শাঁওল শাওনি রাতে,
তপ্ত করতল মেলে রাখি,
ঠিক তখন অফুরান এক ফল্গুধারার মতন
কবিতা, শাশ্বত প্রণয়ী আমার
নিরল অভিসারে আসে কাছে!
সে এলেই দখিনপানের সুরবাহারে
হংসধ্বনি বাজে,
বাজে, অবিরাম ঝংকারে।
সঙ্গতে তার অযুত-নিযুত
রংমশালের আলো, ময়ূরীর মত
জলে স্থলে অন্তরীক্ষে নাচে!

-------------------------------------
গান্ধর্বী


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

চলুক

মাসুদ সজীব

গান্ধর্বী এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

অতিথি লেখক এর ছবি

বাহ !
আপনার কবিতাও তো চমৎকার। চলুক

-ছায়াবৃত্ত

অতিথি লেখক এর ছবি

অসংখ্য ধন্যবাদ হাসি

গান্ধর্বী

এস এম নিয়াজ মাওলা  এর ছবি

আপনার গল্পের মতো কবিতাতেও দেখি চমৎকার হাত!

-নিয়াজ

অতিথি লেখক এর ছবি

কবিতা দিয়েই হাতে খড়ি হয়েছিল কিনা! তবে আমার কাছে তো অকবিতাই মনে হয়।
ধন্যবাদ পড়ার জন্য। হাসি

গান্ধর্বী

তানিম এহসান এর ছবি

চমৎকার লাগলো পড়তে, দুইবার পড়লাম এরই মধ্যে। লিখতে থাকুন, আপনার আরও কবিতা পড়তে চাই।

অতিথি লেখক এর ছবি

পড়ার জন্য অনেক অনেক আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

গান্ধর্বী

ব্রুনো এর ছবি

আপনি তো দেখি গল্পের থেকে কবিতাই ভালো লেখেন হাসি

সে এলেই দখিনপানের সুরবাহারে
হংসধ্বনি বাজে,
বাজে, অবিরাম ঝংকারে।
সঙ্গতে তার অযুত-নিযুত
রংমশালের আলো, ময়ূরীর মত
জলে স্থলে অন্তরীক্ষে নাচে!

চমৎকার!

____________________________________________________________________________________
তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর,
এখনি, অন্ধ, বন্ধ কোরো না পাখা।

অতিথি লেখক এর ছবি

গল্পগুলোও পড়েছেন দেখছি হাসি

অনেক ধন্যবাদ

গান্ধর্বী

মৃষৎ এর ছবি

দুতিনটে শব্দে বোধটুকু জমতে জমতে ধপ করে নেমে যেতে হয় নিচে....ভাঙনগুলো একসাথে করে আরো কিছু নব পর্বে পঙ্ক্তি সাজালে আরো ভালো হতো- আমার তাই মনে হলো। লিখুন আরো.....

অতিথি লেখক এর ছবি

মন্তব্যের জন্য ধন্যবাদ হাসি
একটু দায়সারা গোছের হয়ে গেছে বলে মনে হয়েছে আমার নিজের কাছেই!

গান্ধর্বী

শাহীন হাসান এর ছবি

সে এলেই দখিনপানের সুরবাহারে
হংসধ্বনি বাজে,

....................................
বোধহয় কারও জন্ম হয় না, জন্ম হয় মৃত্যুর !

গান্ধর্বী এর ছবি

পড়ার জন্য অনেক ধন্যবাদ শাহীন ভাই হাসি

অতিথি লেখক এর ছবি

সঙ্গতে তার অযুত-নিযুত
রংমশালের আলো, ময়ূরীর মত
জলে স্থলে অন্তরীক্ষে নাচে!
---- অসাধারণ ভাল লেগেছে।।

গান্ধর্বী এর ছবি

অসংখ্য ধন্যবাদ!

অতিথি লেখক এর ছবি

ঠিক তখন অফুরান এক ফল্গুধারার মতন
কবিতা, শাশ্বত প্রণয়ী আমার
নিরল অভিসারে আসে কাছে! চলুক পপকর্ন লইয়া গ্যালারীতে বইলাম

গান্ধর্বী এর ছবি

আপনারে অসংখ্য -ধইন্যাপাতা- হাসি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।