আপনারা অনেকেই হয়তো মাসিক পড়শীর কথা জানেন। পড়শী হল ক্যালিফোর্নিয়া থেকে প্রকাশিত মাসিক বাংলা পত্রিকা। www.porshi.com. পড়শী ২০০১ সাল থেকে নিয়মিত প্রকাশিত হয়ে আসছে। প্রতিটি সংখ্যায় থাকে কোন একটি সমসাময়িক বিষয়ের উপর প্রচ্ছদ কাহিনী। আগামী এপ্রিল ১৪ (পহেলা বৈশাখ) সংখ্যা থেকে পড়শী সম্পূ্র্ণ অনলাইন পত্রিকা হিসেবে প্রকাশিত হতে যাচ্ছে। এবং এই সংখ্যাটির প্রচ্ছদ কাহিনী হিসেবে নির্বাচন করা হয়েছে সাম্প্রতিক বহুল আলোচিত "যুদ্ধাপরাধীদের বিচার" বিষয়টি। এই বিষয়ের উপর পড়শীর পক্ষ থেকে আমরা সাধারণের মতামত সংগ্রহ করছি। যুদ্ধাপরাধীদের বিচার বিষয়ে আপনার সুচিন্তিত মতামত অনধিক ১৫০ শব্দে বাংলায় লিখে আমাকে ব্যক্তিগত মেসেজে পাঠান। আপনার মতামত গুরুত্ব সহকারে পড়শীর বৈশাখ সংখ্যায় প্রকাশ করা হবে। অনুগ্রহ করে আপনার মতামত আগামী দুই দিনের মধ্যে পাঠালে তা পড়শীর আগামী সংখ্যায় ছাপানো সম্ভব হবে। ধন্যবাদ।
____________________________
শেখ ফেরদৌস শামস ভাস্কর
"আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি।"
মন্তব্য
অনলাইন পত্রিকা হিসেবে প্রকাশিত হবার এই ট্রেন্ডটা নতুন নয়। সিয়াটল টাইমস নামের একটা বড় পত্রিকা ছাপা সংস্করণ বন্ধ করে পুরোপুরি অনলাইন ভিত্তিক প্রকাশনা হয়ে গেছে।
দেখি কিছু লেখা যায় কিনা আজ রাতে।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
নতুন মন্তব্য করুন