পুরনো সে ভুল
আজ যেন ফুল
হয়ে থাকে স্মৃতি জুড়ে,
যে দীর্ঘশ্বাস
মাঝে বসবাস-
তাই নিয়ে যায় দূরে।
চারপাশে সব
মৃত অনুভব
এর মাঝে হৃদিহারা,
মেঘের বালিকা
যেন মরীচিকা-
মরু বুকে জলধারা।
স্রোতেলা সময়
কারো দাস নয়
কখন যে চলে যায়,
মুগ্ধ বালক
চোখ অপলক
সংশয়ে নিরুপায়।
ভীরু ভালোবাসা
প্রকাশের আশা,
অতঃপর ফলাফল
প্রত্যাখ্যান;
শোক আখ্যান
হৃদয়ে অনর্গল।
অবশেষে তার
সবই কি আঁধার
মিছে মনে জাল বোনা?
জীবনে কোণে
তবু ক্ষণে ক্ষণে
স্বপ্নের আনাগোনা।
কিছু ম্লান হয়ে
তবু যায় রয়ে
সহসা যে যায় দেখা,
হৃদয় আকাশে
কালো মেঘ পাশে
আশার রজত রেখা।
#১৪.০২.০৮
মন্তব্য
সবই বুঝলাম, কিন্তু ব্রন কেন?
হাঁটুপানির জলদস্যু
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
ব্রনবালক শব্দটি চমত্কার। তবে তা ব্যবহারের শানে-নযুল আমিও বুঝলাম না।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
শানে নুযুল আমি জানতেও চাই না। 'ব্রনবালক' বলে একটা বস্তু আমাকে জীবনের অর্ধেক সময় ধরে দেখে আসতে হচ্ছে!
বালিকার বিশেষত্ব তার মেঘের মত চুল কিংবা চোখে, তার মেঘের মত স্পর্শের বাইরে থেকে যাওয়ায়...
বালকের বিশেষত্ব এক মুখ ব্রনে
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
ব্রণ বালকের (ভাগ্যিস বন-বালক না) অনুভূতি ভালো হয়েছে।
বালকের এখন বয়সন্ধিকাল তাই অ্যাতো ব্রণ !!!
কি মাঝি? ডরাইলা?
হা হা .........
ব্রন বালককে তো আমি সামনা সামনি ই চিনি। কিন্তু মেঘ বালিকাকে জানার বিষম আগ্রহ হচ্ছে।
জি এম টি ভাই, জানার অপেক্ষায় থাকলাম !
----------------------------------------------
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
নতুন মন্তব্য করুন