(আজকে দিনের শুরুতে লেখা...কিন্তু দিতে দিতে একটু দেরি হয়ে গেল...পাঠক ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। পৃথিবীর সব কোণে থাকা বন্ধুদের আবারো...শুভ বন্ধু দিবস...)
বন্ধু আমার
স্বপ্ন দেখার বিশাল আকাশ,
হিমভেজা ঘাস
যায় জুগিয়ে চলার গতি।
তুচ্ছ অতি
ইচ্ছেগুলোও আঁকড়ে থাকে।
বন্ধু আমার
মাঝবর্ষার উতাল নদী।
হঠাৎ যদি
নেয় ভাসিয়ে পাগলা হাওয়া,
অমনি পাওয়া
সে পাগলামির সঙ্গী তাকে।
বন্ধু আমার
শীতসকালে এক ফোঁটা রোদ,
জাগ্রত বোধ।
খুঁজে পাওয়া সকাল সাঁঝে,
কাজের মাঝে
মরুদ্যানের শীতল হাওয়া।
বন্ধু আমার
দুখ-হতাশার একলা শ্রোতা,
কিংবা ভোঁতা
স্বপ্নগুলো দেয় ধারিয়ে,
হাত বাড়িয়ে
আবার ফেরায় আপন পথে।
বন্ধু আমার
চায়ের কাপে খুশির তুফান,
ভিনসুরে গান,
বুকের মাঝে ভালোবাসার
যৌথখামার,
বন্ধু... শুধু বন্ধু আমার।
#০৩.০৮.০৮
মন্তব্য
একটু এদিক-ওদিক করে প্রেমের কবিতা হিসেবে চালিয়ে দেওয়া যায়।
রাজাকার রাজা কার?
এক ভাগ তুমি আর তিন ভাগ আমার!
ইশতি ঠিকই বলেছে।
বন্ধুদিনে সবাইকে শুভেচ্ছা !
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
একমত
এই দিবসগুলো কেন যেন আমি ঠিকমতো মেনে নিতে পারি না
হাসিও পায় আবার কামড়ায়ও
বছরে একদিন ঘোষণা দিয়ে বন্ধুত্ব কিংবা ভালোবাসা ...
কিংবা বাবা দিবস। মা দিবস
কেমন যেন বেখাপ্পা আর দরিদ্র মন হয় নিজেকে
মনে হয় তাহলে কি আমরা স্বার্থপর হতে হতে এতো দূর চলে গেছি যে বছরে একদিনের বেশি ভালোবাসতে পারি না কিংবা বন্ধুত্ব করতে পারি না?
কে জানে আমিই হয়তো খাপ খাওয়াতে পারিনি এইসব নতুন নতুন দিবসগুলোর সাথে....
আপনার কথা অবশ্যই একদিক দিয়ে ঠিক।
তবে এটার তো অন্য দিক ও চিন্তা করা যায়।
বন্ধুত্ব ভালবাসা বছরের সব সময়ের হলেও বিশেষ দিনে হয়ত আমরা এ সম্পর্কগুলোকে একটু নাড়া চাড়া করে আরেকটু ঝালাই করে নিতে পারি। পুরনো ক্ষতগুলো এ সুযোগে সারিয়ে নিতে পারি।
সম্পর্কগুলোকে আরও সুস্থ, সুন্দর রাখতে পারি।
সবার জন্য শুভেচ্ছা।।।
এমন মোলায়েম কবিতা পড়ে আমার মতো ঘোর কবিতা-উদাসীনের মনেও ভালো লাগার রেশ থেকে যায়।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
জীবনের প্রতিটি উৎসব আমাকে কেন জানিনা অসম্ভব রকম প্লাবিত করে--- তাই নতুন হোক, পুরনো হোক একটি ভিন্ন রকম দিনের জন্য আমার মন সবসময়ই উৎসুক থাকে। গতকাল হাজার চেষ্টা করেও বন্ধু দিবসের শুভেচ্ছা আমার পরম আত্মার বন্ধুদের দিতে পারিনি তাই তাদের জন্য
ঘোড়দৌড়ের এই জীবনে অকেশনাল শুভেচ্ছা জানালেও বন্ধু আমরা আসলে সবদিনেরই--------- সচলায়তনের সবাইকে বন্ধু দিবসের শুভেচ্ছা!
তানিম, আপনার কবিতা অসম্ভব সুন্দর। বন্ধু সম্পর্কে প্রতিটি সত্য আপনি অনেক বেশি সুন্দর করে তুলে এনেছেন।
.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........
.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........
@ইশতি, সুলতানা, অতন্দ্রঃ প্রেমিকাও কি বন্ধু হতে পারে না? সেটাই তো কাম্য। তবে ভালবুদ্ধি পাওয়া গেসে...আগামী ভ্যা.ডে তে এইটাই একটু এদিক ওদিক করে চালিয়ে দেব
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
এই একটা জীবনকে আমরা একটু এদিক ওদিক করেই তো চালিয়ে দিচ্ছি !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
ওসব হবে না, ভ্যা ডে তে নতুন করে লিখতে হবে! তা নাহলে নতুন নতুন কবিতা আমরা পাবো কিভাবে?
দিলেন তো চিন্তায় ফেলে...কই ভাবছিলাম এই ঝুম বর্ষায় একটা শীতনিদ্রা দিব তা না...এখন কবিতার ম্যাটেরিয়াল খুঁজে বেড়াই
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
এবারে দিবস প্রসঙ্গ...শহুরে বাঙ্গালী হিসেবে আমার ধারণা, মানুষ তাদের প্রতিদিনের একঘেঁয়ে জীবন থেকে মুক্তি চায় তাই কেবল একটা উপলক্ষ্য খুঁজে। যান্ত্রিক জীবনে সে পরিশ্রান্ত তাই হোক ভ্যা দিবস কি বাবা, মা অথবা বন্ধু দিবস...প্রাত্যহিক গতবাঁধা জীবন থেকে তাই সে এদিন কে অন্য ভাবে দেখে। একটু আনন্দ, একটু ভালবাসার প্রকাশ তাই তাকে পৌছে দেয় হয়ত তার মনের সেই শান্তির জায়গাটার কাছে। অথবা হয়ত নিজেকে প্রশ্ন করারই একটা দিন এটা, আসলেই কি ভুলে গেছি? তবুও আশা রাখতে চাই। বছরের প্রতিটা দিন হোক বাবা মা বন্ধু এবং ভালবাসা দিবস। একটা দিন বড় জোর একটু বেশি করে হোক।
অনেক অনেক লীলেন, অনিন্দিতা,সন্ন্যাসী এবং লাস্ট বাট নট দ্যা লীস্ট ক্যামেলিয়াকে। করেছেন। আপনাদের দেয়া উৎসাহের মান রাখা এই ক্ষুদ্র লেখকের জন্যে অনেক অনেক কঠিন। দোয়া করবেন।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
দারুণ !! খুব ভাল লাগলো !
অনেক ধন্যবাদ, লেখা নেই কেন অনেক দিন?
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
---------------------------------------------------
মিথ্যা ধুয়ে যাক মুখে, গান হোক বৃষ্টি হোক খুব।
নতুন মন্তব্য করুন