(গান লেখার ইচ্ছা থেকে লেখা...কিন্তু কি যে হল কে জানে? লিরিক লেখার গ্রামারটা কোথা থেকে শেখা যায়?)
আজকে আমি ব্যস্ত ভীষণ, আজকে সময় নেই তো থামার,
আজকে আমি আর কারো নই, আজকে আমি শুধুই আমার।
আজকে আমি কারোর দুঃখে দুঃখ পেয়ে আর কাঁদিনা,
আজকে আমি রোদ বিকেলে পাগলা হাওয়া পাত্তা দি'না।
আজকে আমি বড়ই অবুঝ, আজকে কেবল নিজকে বুঝি,
আজকে আমি আত্মমগন, নিজের মাঝে নিজকে খুঁজি।
আজকে আমি স্বপ্ন বেচি, স্বপ্ন কিনি ইচ্ছে দামে,
কিংবা আজকে স্বপ্ন বাতিল- দু'চোখ কেবল ঘুমের নামে।
আজকে আমি খুশির মাতাল, আজকে আমি না মেটা ক্রোধ,
নিজের কাছে যেটুকু ঋণ আজকে সেটা করব যে শোধ।
আজ তারারা আড়াল থাকুক, আজকে আমার চাঁদডোবা মন,
আজকে বোধহয় আঁধার ভালো, আজ জোছনার নেই প্রয়োজন।
আজকে মেঘের বাজুক সানাই, আজ কথারা হারাক না খেই,
আজকে আমি ব্যস্ত ভীষণ, বৃষ্টি দেখার সময় তো নেই।
#১৩.০৯.০৮
মন্তব্য
চমৎকার
ধন্যবাদ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
খুব সুন্দর।
--------------------------------------------------------
ধন্যবাদ!
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
কথা গুলো দারুন লিখেছেন, এখন সুর দিয়ে, গেয়ে আপলোড করে ফেলেন
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
সুর করা তো অনেক পরের কথা...আমি গান গেলে লোকে সচল ছেড়ে পালাবে...
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
কি বলিস এইসব!!
সকাল বিকাল হারমোনিয়াম নিয়ে গলা সেধে লাভ হল কি তাইলে??
ইয়ে মানে...সেগুলো তো কত যুগ আগের কথা...আর তার ফলাফল হিসেবে তো আশেপাশের বাড়ি থেকে কম ভাড়াটিয়া উঠে যায় নাই...
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
বলুনতো শামসুর রাহমানের 'কখনো আমার মাকে' জীবনানন্দ দাশের 'আবার আসিব ফিরে' কিংবা মাইকেল মধুসূদন দত্তের 'হে বঙ্গ, ভাণ্ডারে তব বিবিধ রতন' আগে গান হিসেবে লেখা হয়েছে না কবিতা? এগুলো তো উত্ কৃষ্ট গান হয়েছে তাই না!
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
তবে তাই হউক...এইটাকে গান বলে ঘোষণা দিলাম, বাংলা গানের ধারক বাহক রা উদ্বাহু হয়ে তেড়ে আসলে আমাকে বাঁচানোর দায়িত্ব সকল সচলের
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
প্রথম লাইনটা পড়েই বলতে যাচ্ছিলাম যে জলিল ভাইয়ের সাথে যোগাযোগ করেন
খুলে দেখি জলিল ভাই অলরেডি কমেন্ট করে বসে আছেন
এইতো
হয়ে গেলো গানের গ্রামার শেখার ব্যবস্থা
০২
সুর কী হবে জানি না
কিন্তু মনে হচ্ছে গান হলে চমৎকার কিছু একটা হবে
ধন্যবাদ...সুরকার খুঁজতেসি প্রাণপণে...
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
"আজকে আমি বড়ই অবুঝ, আজকে কেবল নিজকে বুঝি,
আজকে আমি আত্মমগন, নিজের মাঝে নিজকে খুঁজি।"
এই রকম গানের লিরিকস লিখে ফেলার পর কেউ যদি গ্রামার শিখতে চায়, তাহলে তো মুশকিল।
দারুণ হয়েছে, তানিম ! পুরোটাই চমৎকার।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
অনেক অনেক ধন্যবাদ প্রশংসার জন্য
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
জীবনে সব কিছু গ্রামার শিখে করা যায় না।
সব সময় দরকার ও নেই।
দারুণ লিরিক!
এখন চমৎকার সুর দিলেই ল্যাঠা চুকে যায়।
কথ খুবই সত্য...তবে কে যেন বলেছিল, সৃষ্টিশীল কাজে নিয়ম হচ্ছে প্রথমে শিখে তারপর ভুলে যেতে। এরপর নিজের মত করে চেষ্টা করতে। অনেক ধন্যবাদ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
তানিম ভাই দারুণ হয়েছে।
আপনি রম্য লেখা ছেড়ে দিলেন নাকি!
কপাটে আতেঁলের বিভাজন কিন্তু বেশ হয়েছিল; সেরকম কিছু চাই।
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
রম্য রচনা ছাড়ি নাই ভাই...তবে রম্য রচনা মনে হয় আমাকে ছাড়তেসে... , আসল কথা হল রম্য লেখাটা অনেক কঠিন এবং সময় সাপেক্ষ। আর এইটা হুট করে লিখে ফেলেছি। কিছুদিন একটু ব্যস্ততায় আছি তো। আমার অবশ্য রম্য লেখার চেষ্টা করতেই বেশি ভাল লাগে।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
গান হিসেবে ভালো।
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
ধন্যবাদ
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
ভালাইছে।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
থ্যাঙ্কু!
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
দারুন! মাঝে মাঝে খুব ইচ্ছা করে এরকম কোন "আজ" পেতে! পাওয়া হয়ে ওঠে না। তবে আপনার এই গানটা পেলে ভালই হবে। সেই না পাওয়ার দুঃখ অন্তত গানটা শুনে কিছুটা ভুলতে পারব।
_______________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?
এমন আজ আসলেই চাই কিনা বলতে পারছিনা...তবে এমন অনেক আজ হয়ত চলে আসে না চাইতেই...
সবার উস্কানিতে গানটা নিয়ে আসলেই ভাবছি...সুরকার খুঁজছি...না পেলে নিজেই গানের বারোটা বাজানো শুরু করব হয়ত...
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
অনিকেতদা'র সাথে যোগাযোগ করে দেখতে পারেন। আর যাই হোক না কেন, গানটা কিন্তু অবশ্যই শোনাবেন আমাদের। গুড লাক ম্যান।
_______________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?
সুন্দর হইসে। ক্যারি অন ব্রো ।
---------------------------------
বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?
---------------------------------
বাঁইচ্যা আছি
থ্যাঙ্কস ব্রো!
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
আগেকার বাংলা গানের লিরিকসের গ্রামারে "অন্তরা" বা "সঞ্চারী" টাইপের কিছু ব্যাপার ছিলো বলেই জানি। কিন্তু গ্রামার মানতেই হবে, কে দিয়েছে এমন দিব্যি?
পড়তে তো চমত্কার লাগলো।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
পাকিস্তানিদের আমি অবিশ্বাস করি, যখন তারা গোলাপ নিয়ে আসে, তখনও। - হুমায়ুন আজাদ
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
হুমম...স্থায়ী নামেও কি একটা জানি ছিল...অবশ্য গীতিকার কাওসার আহমেদ চৌধুরী বলসিলেন এইটা নাকি আসলে আস্থায়ী...
যাউক গা...আধুনিক অনেক গানে অবশ্য এগুলার কিসুই বুঝি না...
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
গান মানেই তো গীতিকবিতা। সো কোন বিরোধ নেই দাদা, ভালো লাগাটাই তো আসল। ভালো লাগলো খুব।
যে রাতে গুঁজেছো চুলে বেগুনি রিবন বাঁধা ভাট,
সে রাতে নরকও ছিলো প্রেমের তল্লাট।
. . . . . . . . . . . . . . . . . . (আবু হাসান শাহরিয়ার)
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
নতুন মন্তব্য করুন