আষাঢ়ে

জি.এম.তানিম এর ছবি
লিখেছেন জি.এম.তানিম (তারিখ: সোম, ১৫/০৬/২০০৯ - ৯:২৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

(অনেক দিন পরে পদ্য লিখছি। কবিতা আর ছড়ার মাঝামাঝি কি একটা হতচ্ছাড়া দাঁড়ালো কে জানে? তবুও লিখে ফেললাম। হাজার হোক আষাঢ়স্য প্রথম দিবস...)

আষাঢ়ে
******

সকাল থেকেই আজ আকাশে মেঘ ছিল,
সূর্য তবু এক উঁকিতে দেখছিল।
মেঘের শুধু আসা যাওয়া চারপাশে,
বাদল দিনের প্রথম কদম ফুল হাসে।
বৃষ্টি তবু সুর তোলে না মুগ্ধতার,
আসি আসি করেও আসা হয় না তার।
অপেক্ষাতে সারাটা দিন যায় চলে,
অবাক এ মন অভিমানের পাল তোলে।
বৃষ্টি ছাড়া আষাঢ়ের এই প্রথম দিন,
ফুটুক কদম তার পরশে মন রঙ্গিন।
বাদল দিনের প্রথম কদম ফুল হাতে
আসলে পরে হয় কি বেশি ভুল তাতে?
কোন এক মনের আসা যাওয়া উন্মনে,
অনেক ভাষা লুকিয়ে থাকে এই মনে,
অনেক আষাঢ় পার হয়েছে প্রতীক্ষায়,
অনেক আশার ঢেউ জাগাতে বৃষ্টি আয়।

#১৫.০৬.০৯


মন্তব্য

স্পর্শ এর ছবি

অনেক আষাঢ় পার হয়েছে প্রতীক্ষায়,
অনেক আশার ঢেউ জাগাতে বৃষ্টি আয়।

অতি শিঘ্রই আসিতেছে। চোখ টিপি


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

দুষ্টু বালিকা এর ছবি

আমি লিখতে পারিনা দেখে মাঝে মাঝে অনেক মন খারাপ হয়...তাই দেখে ভাল্লাগে যে কেউ কেউ লিখে...এবং লিখতেও পারে...দেঁতো হাসি

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আষাঢ়স্য শুভেচ্ছা
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অতন্দ্র প্রহরী এর ছবি

আষাঢ়ের প্রথম দিনে লেখা আপনার এ আষাঢ়ে পদ্যের জন্য আপনাকে আষাঢ়ে শুভেচ্ছা খাইছে

বৃষ্টির অপেক্ষায় আছি...

স্বপ্নাহত এর ছবি

আহা!

---------------------------------

তবে যে ভারি ল্যাজ উঁচিয়ে পুটুস্‌ পাটুস্‌ চাও?!

---------------------------------

বাঁইচ্যা আছি

তানবীরা এর ছবি

বাদল দিনের প্রথম কদম ফুল হাতে
আসলে পরে হয় কি বেশি ভুল তাতে?

এই লাইন দুটোকে যদি এভাবে দাও

বাদল দিনের প্রথম কদম ফুল হাতে
আসলে কি হয় বেশি ভুল তাতে?

মনে হলো তাই বল্লাম। মাইন্ড খাইলে চড় ঃ)

নীল নবক্ষনে আষাঢ় গগনে, তিল ঠাই আর নাহিরে
ওরে তোরা আর যাসনে ঘরের বাহিরে

বাঙালীর কবিতা এখন দারুন মর্ডান হয়ে গেছে।

সুন্দর, গুড।

---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

অতন্দ্র প্রহরী এর ছবি

বাদল দিনের প্রথম কদম ফুল হাতে
আসলে কি হয় বেশি ভুল তাতে?
আমি ছন্দের ব্যাকরণ অতশত বুঝি না, তাও মনে হলো লাইন দুইটাতে ছন্দ আর মাত্রার গণ্ডগোল আছে। মাইন্ড খাওয়া চলবে না কিন্তু দেঁতো হাসি

বরং জিএমটি'র লাইন দুইটা ঠিকই আছে মনে হইল। খাইছে

মূলত পাঠক এর ছবি

রবীন্দ্রনাথের লাইনেও একটু গণ্ডগোল চোখে পড়লো:

নীল নবঘনে আষাঢ় গগনে তিল ঠাঁই আর নাহি রে
ওগো আজ তোরা যাস নে ঘরের বাহিরে।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

বাহ্ বাহ্ ভালো হয়েছে। ছোটবেলার একটা কবিতার কথা মনে পড়ল--

চুড়ুইভাতির পাশই নদীর কুল ছিল
.
.
ফুর্তিতে খোশ গল্পেতে মশগুল ছিল
আনন্দে তাই সবার গলা খুলছিল
.
.
ডালিম গাছের মগডালে বুলবুল ছিল
সেখানটাতে দলের নেতা দুলছিল

খানিক দূরে খালের উপর পুল ছিল
..
-------

আছে নাকি কারো মনে?

মূলত পাঠক এর ছবি

বাঃ বাঃ তানিমভাই। খাসা কবিতা, তবে নামখানা সবচাইতে ভালো লাগলো।

রানা মেহের এর ছবি

বৃষ্টি তবু সুর তোলে না মুগ্ধতার,
আসি আসি করেও আসা হয় না তার।
অপেক্ষাতে সারাটা দিন যায় চলে,
অবাক এ মন অভিমানের পাল তোলে।

এই লাইনগুলো সবচেয়ে ভালো লাগলো
আর পুরো পদ্যটাও
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

অনিকেত এর ছবি

তোফা হয়েছে, তানিম

আষাঢ়ের শুভেচ্ছা---

লীন এর ছবি

সব সময়ের মতই ভালোইছে।
"কবিতা আর ছড়ার মাঝামাঝি" কথাটা আসলেই মানাইছে।

______________________________________
আমার গরল বন্ধুরা সব কই রে !!!

______________________________________
লীন

ভূঁতের বাচ্চা এর ছবি

ভাল লাগল তানিম ভাই। তবে বৃষ্টিকে আর ডাকাডাকি কইরেন না। এমনিতেই ঠাণ্ডায় আমাগো অবস্থা খারাপ এইখানে। কবিতা ভালা হইসে।
-------------------------------------------------

--------------------------------------------------------

পান্থ রহমান রেজা এর ছবি

আসি আসি করেও আষাঢ়ের বৃষ্টি ক্যানো আসছে না!

মুশফিকা মুমু এর ছবি

আরেহ আষাঢ়ের প্রথম দিনে ছিল নাকি? হাসি
খুব খুব খুব খুব ভাল লাগল তোমার কবিতা, ইসসস কত কত বছর কদম ফুল দেখিনা, ধরিনা, গন্ধ পাইনা মন খারাপ

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

অতন্দ্র প্রহরী এর ছবি

নিজে লিখতে পারি না তো, তাই হিংসাপরায়ন হয়ে আমিও একটু মাতব্বরি ফলাই:

সকাল থেকেই আজ আকাশে মেঘ ছিল,
সূর্য তবু এক উঁকিতে দেখছিল।
এইটা এইভাবে লিখলে কেমন হয়-
"সকাল থেকেই আজ আকাশে মেঘ ছিল,
সূর্যটা তা এক উঁকিতে দেখছিল।"

হাসি

সুলতানা পারভীন শিমুল এর ছবি

আয় বৃষ্টি ঝেঁপে....
ভালো লাগলো।

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

সাইফুল আকবর খান এর ছবি

বেশ তো!
কবিতা আর ছড়ার মাঝামাঝি (বা সম্মিলনে) 'কড়া'ই হয়েছে।
হাসি
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।