ভ্যালেন্টাইন শের

জি.এম.তানিম এর ছবি
লিখেছেন জি.এম.তানিম (তারিখ: রবি, ১৪/০২/২০১০ - ১:৪২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

এই লেখাটা লেখার শুরু অনেকদিন আগে। ফান ম্যাগাজিন উন্মাদে কয়েকটা প্যারোডি ও শের লিখেছিলাম। তখনই ইচ্ছেটা আসে, উন্মাদের ভ্যালেন্টাইন ডে সংখ্যাতে একটা শেরগুচ্ছ উপহার দেব। কিন্তু বছরের পর বছর ঘুরেও লেখা শেষ হয় না, ভ্যালেন্টাইন ডে সংখ্যাতেও লেখা আসে না। গত বছরের শেষ দিকে প্রথম আলোর ফান সাপ্লিমেন্ট রস+আলোতে দু'টো প্যারোডি লিখি। জানুয়ারি মাসের শেষে আইডিয়াটা আসে লেখাটা সম্পূর্ণ করে রস+আলোতে দেওয়ার। যেই ভাবা সেই কাজ। ফলাফলে রস+আলোতে এই তালিকার প্রথম ও শেষ এই দুটি শের ছাপা হয়। বাকিগুলি পাঠকদের সাথে শেয়ার করার ইচ্ছেটা সংবরণ করতে পারলাম না। পৃথিবীর সেই সব মানুষদের জন্যে এই লেখা উৎসর্গ করি, যারা ভালো বাসতে জানেন, যাদের ভালোবাসা পৃথিবী, মানুষ, দেশ, পরিবার এবং আপনজনের উদ্দেশ্যে।

০০০

বাইরে যখন প্রেমের জোয়ার বইছে হাওয়া ফাল্গুনি,
আমি তখন ঘরের ভেতর একলা থাকার কাল গুনি।

০০০

গুণের আধার কন্যা তুমি, আমি ক্ষুদ্র শায়ের,
যোগ্য কি আর ধুলো হওয়ার তোমার অমন পায়ের?

০০০

ব্যর্থ আমি, তোমার স্তুতি
হয় না যে তাই লিখার যো,
তোমার তূল্য শুধুই তুমি,
এটাই মানি, স্বীকার্য।

০০০

তোমার সবাক চোখের মাঝে আমার তীর্থবাস,
তোমার অতলতায় আমার অবাক দীর্ঘশ্বাস।

০০০

ফুল ফুটলেই হয় না ফাগুন, বয় না হাওয়া বাসন্তী,
বাগান জুড়ে আগাছা খুব, মনের মাঝে অশান্তি।

০০০

তোমার চোখে আমার জন্যে মায়া, কিংবা চোখের ভুল,
আমার চোখে তোমার ঠোঁটের নীরবতাই হুলুস্থুল।

০০০

ভালোবাসার ভীষণ আকাল লোকেরা তাই বলে,
প্রেমের মরা আর পচা ডিম যায় না ডুবে জলে।

০০০

ভালোবাসা হীনতায় বাতাস দূষিত,
স্বপ্নকন্যা, তবু তুমি খুশি তো।

০০০

ভ্যালেন্টাইন দিবসের আজ দুঃখ-
ভালোবাসা নয়, পুঁজিবাদটাই মুখ্য।

০০০

আমার চোখে তোর ওই চোখের দৃষ্টিপাত,
মাঝদুপুরে ঠা ঠা রোদেও বৃষ্টিপাত,
চাতক মনের প্রতীক্ষা তাই অহর্নিশ
অবাধ অলস সময় থেকে একটু দিস।

০০০

আসবে তুমি অতর্কিতে মিষ্টি পায়,
জানলা পাশে পরগাছা মন বৃষ্টি পায়।

০০০

চাকরির ফায়দা হইল বস আমাকে ট্যাকা দিবে,
প্রেমের ফায়দা হইল মেয়ে আমাকে ছ্যাঁকা দিবে।

০০০

নীরবে যায় পেরিয়ে কত ভ্যালেন্টাইন ডে,
পুরোটা মন না দিস তবে আধখান টাই দে।


মন্তব্য

অনিকেত এর ছবি

আহা আহা
ক্যাবাৎ ক্যাবাৎ

ফাটিয়ে দিয়েছ বস--
লা জবাব শের---আসুক আবার ফের---

জি.এম.তানিম এর ছবি

শুকরিয়া শুকরিয়া! লইজ্জা লাগে
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

স্পর্শ এর ছবি

প্রথম ও শেষটা বস!


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

জি.এম.তানিম এর ছবি

ধন্যবাদ!
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

অতিথি লেখক এর ছবি

হে হে হে!!
এত সোন্দর একটা ক্যাম্রা লইয়া ঘুরেন.. আর, তার পরেও কন..

ব্যর্থ আমি, তোমার স্তুতি
হয় না যে তাই লিখার যো,
তোমার তূল্য শুধুই তুমি,
এটাই মানি, স্বীকার্য।

এখন তো লেখালেখি'র কাম নাই। ডিরেক্ট ফটুক!!! চোখ টিপি ;)

- মুক্ত বয়ান।

জি.এম.তানিম এর ছবি

ফটুক তুলতে তো মঢেলকে সামনে দরকার ভাই মুক্ত!
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

ধুসর গোধূলি এর ছবি

- হায়রে প্রেম, হায়রে শের
প্রেম নাই, নাই প্রেম, সবই কপালের ফের! মন খারাপ

আরে খাইছে, আমিও তো দেখি 'শের' লিখে ফেললাম। ক্ক্যাবাৎ, ক্ক্যাবাৎ...
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

জি.এম.তানিম এর ছবি

কইয়েন না মিয়া, ধুগো সাইজা কতক্ষণ মেলায় ঘুরলাম। কোন পাত্তাই দিল না ফ্যাসিবাদী পাঠিকারা।

শের ভালৈসে।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

ধুসর গোধূলি এর ছবি

- দিবো দিবো, মোড়ক উন্মোচনটা করতে পারলেই দিবো। তখন তো মিয়া খালি সুদিন আর সুদিন। তার আগেই অবশ্য লুল্নীতির ৭দফা দাবীর বাস্তবায়ন করে ফেলতে হবে। চোখ টিপি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

জি.এম.তানিম এর ছবি

জলদি করেন। আরেক বসন্ত শেষ হয়ে যাইতেসে এদিকে...
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

রেনেট এর ছবি

দুর্দান্ত! চলুক
---------------------------------------------------------------------------
একা একা লাগে

---------------------------------------------------------------------------
একা একা লাগে

জি.এম.তানিম এর ছবি

ধন্যবাদ রেনেট ভাই। কেমন আছেন?
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

অতিথি লেখক এর ছবি

মারহাবা মারহাবা!
#৩,#১০,#১১ বেশি জুশ ।

বোহেমিয়ান

জি.এম.তানিম এর ছবি

ধন্যবাদ বোহেমিয়ান। হাসি
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

মূলত পাঠক এর ছবি

খাসা হয়েছে শেরোশায়রি।

মিস্টি > মিষ্টি

জি.এম.তানিম এর ছবি

ধন্যবাদ পাঠকদা।

পালটে দিলাম ভুল বানান। হাসি
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

হিমু এর ছবি

মেয়েগুলিরে তেল দিয়া দিয়া তোমরাই নষ্ট করতেসো। জবরদস্ত মাচো পেমের কবিতা লিক্তে হবে।

যেমন ধরো,

ঐ বালিকা, রাখলি রে তোর প্যানপ্যানানি Amour ?
থাকলে সাহস আয় কাছে তোর গর্দানে দেই কামুড়!

যাই হোক। তোমার দেখানো বিন্দুর সিনামা দেখা অব্দি এক্টু উদাস আছি। মেয়েটার অনেক বড় ... ট্যালেন্ট। খুবি। এক্টা হিমেরিক লিখা ফেলসি।

পরানে বান্ধিয়া সুতা কাটে দিন দুখে
আসমানে উড়ে না ঘুড়ি, রহে সিন্দুকে
মনিটরে থরথর
কী যে কাঁপে বড় বড়
আনমনে দেখি হিরোইন বিন্দুকে।



বুকে BOOK রেখে বন্ধু চলো আজ যাবো বরাহশিকারে মোরা ধার ধার ধার দিও বল্লমে ♪♫

নাশতারান এর ছবি

মেয়েগুলিরে তেল দিয়া দিয়া তোমরাই নষ্ট করতেসো।

কই জানি একটা ছড়া পড়লামঃ
"আমার দেয়া ফুলের কলি
রাগের ঠ্যালায় পায়ে দলি
চললি কোথায়, সাদিয়া?
মন না দিলে না দিবি,
ফুলের দামটা যা দিয়া।"

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

জি.এম.তানিম এর ছবি

এটা যতদূর মনে পড়ে আলপিনের প্রথম দিকের একটা ভালোবাসা দিবস সংখ্যাতে ছাপা হয়েছিল। অনেক মনে ধরেছিল তখনই।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

জি.এম.তানিম এর ছবি

মেয়েটার অনেক বড় ... ট্যালেন্ট।
হাসতে হাসতে অজ্ঞান হয়ে যাচ্ছি।

ভয়ে ভয়ে একটা মাচো প্রেমের শের লিখলাম...

নাই দিলি প্রেম আজকে আমারে দিবস ভ্যালেন্টাইনে,
কোন ক্ষতি নেই, হাজার বালিকা দাঁড়িয়ে রয়েছে লাইনে। রেগে টং
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

উদ্ভ্রান্ত পথিক এর ছবি

নাই দিলি প্রেম আজকে আমারে দিবস ভ্যালেন্টাইনে,
কোন ক্ষতি নেই, হাজার বালিকা দাঁড়িয়ে রয়েছে লাইনে।

তানিম্ভাই এইটা খোমাখাতায় ইস্ট্যাটাস দিলাম দেঁতো হাসি

---------------------
আমার ফ্লিকার

---------------------
আমার ফ্লিকার

জি.এম.তানিম এর ছবি

দেঁতো হাসি
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

সাফি এর ছবি

আমার প্রথম আর শেষটা বেশী ভাল লেগেছে, বাকিগুলোও চমৎকার, তবে বিন্দু নিয়ে যে তেলেসমাতি করলা তাতে শের-এ তেমন মনোযোগ দিতে পারলাম না চোখ টিপি
মন চায়ে বিন্দুরে সোমালিয়া পাঠায় দেই ট্যালেন্ট হান্টে

জি.এম.তানিম এর ছবি

ধন্যবাদ।

বিন্দু একটা বিশাল ধারমা। চিন্তিত
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

অনিন্দ্য রহমান এর ছবি

মজার হইসে সবগুলা ...
: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: ::: :
'Cinema is over' - Master Godard


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

জি.এম.তানিম এর ছবি

অনেক অনেক ধন্যবাদ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

সুরঞ্জনা এর ছবি

বাহ্ বাহ্ । হাসি
.........................................................................................
জগতে সকলই মিথ্যা, সব মায়াময়,
স্বপ্ন শুধু সত্য আর সত্য কিছু নয় ।

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

জি.এম.তানিম এর ছবি

হাসি
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

তিথীডোর এর ছবি

কয়েকটা জোশ লেগেছে! দেঁতো হাসি

--------------------------------------------------
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

তিথীডোর এর ছবি

"পাখি যদি ডাকে তবে প্রতিদিনই ভ্যালেন্টাইন্স ডে" চোখ টিপি

--------------------------------------------------
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

জি.এম.তানিম এর ছবি

ধন্যবাদ।

পাখি,
করেনা ডাকাডাকি!
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

লীন এর ছবি

পাংখা
______________________________________
লীনলিপি

______________________________________
লীন

জি.এম.তানিম এর ছবি

হাসি
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

জুয়েইরিযাহ মউ এর ছবি

জোশ্ ... চ্রম ফাটাফাটি.... চলুক

------------------------------------------------------
জানতে হলে পথেই এসো, গৃহী হয়ে কে কবে কি পেয়েছে বলো....


-----------------------------------------------------------------------------------------------------

" ছেলেবেলা থেকেই আমি নিজেকে শুধু নষ্ট হতে দিয়েছি, ভেসে যেতে দিয়েছি, উড়িয়ে-পুড়িয়ে দিতে চেয়েছি নিজেকে। দ্বিধা আর শঙ্কা, এই নিয়েই আমি এক বিতিকিচ্ছিরি

জি.এম.তানিম এর ছবি

ধন্যবাদ মউ। হাসি
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

সুলতানা পারভীন শিমুল এর ছবি

শেষেরটা বেশি জোস... হাসি

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

জি.এম.তানিম এর ছবি

জনগণের ভোট দেখি সবচেয়ে বেশি এটার দিকেই। দেঁতো হাসি
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

গৌতম এর ছবি

১. জোশ।

২. ছড়া লেখার ব্যর্থ চেষ্টা করলাম।

১.
বেশ করেছো, কিস দিয়েছো
কাজটা দারুণ, ফাইন!
হ্যাপি ভ্যালেনটাইন!

২.
আমায় দেখে এমন করে দুললে চোখ টিপি কেন?
চোখ নাচিয়ে ঠোট বাঁকিয়ে হাসলে কেন?
মাথা ফর্টি নাইন
হ্যাপি ভ্যালেনটাইন!

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

জি.এম.তানিম এর ছবি

দারুণ দারুণ গৌতমদা। হাততালি
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

অনার্য সঙ্গীত এর ছবি

আসবে তুমি অতর্কিতে মিষ্টি পায়,
জানলা পাশে পরগাছা মন বৃষ্টি পায়।

এইটা সবচে ভাল লাগছে। বাকিগুলাও দারুণ।

আপনে তো শের-এ-শের হাসি
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

জি.এম.তানিম এর ছবি

ধন্যবাদ। এটা নিয়ে একটু দ্বিধায় ছিলাম। ভালো লেগেছে দেখে ভালো লাগল।
----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

রাহিন হায়দার এর ছবি

আমার চোখে তোর ওই চোখের দৃষ্টিপাত,
মাঝদুপুরে ঠা ঠা রোদেও বৃষ্টিপাত,
চাতক মনের প্রতীক্ষা তাই অহর্নিশ
অবাধ অলস সময় থেকে একটু দিস।
--
আসবে তুমি অতর্কিতে মিষ্টি পায়,
জানলা পাশে পরগাছা মন বৃষ্টি পায়।

এই দু'টো সবচে' দারুণ।
________________________________
তবু ধুলোর সাথে মিশে যাওয়া মানা

জি.এম.তানিম এর ছবি

এই দুইটার টোন আসলে অন্যগুলোর থেকে আলাদা।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

দুষ্ট বালিকা এর ছবি

কমেন্ট না করলে মাইন্ড খাবা, তাই কমেন্টাইলাম... দেঁতো হাসি

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

জি.এম.তানিম এর ছবি

সত্যি তুমি মহান উদার বাদশাহ আলমগীর... :-w
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

সুহান রিজওয়ান এর ছবি

ইয়ে, শের ঠিকাসে বস। কিন্তু বিন্দুর ঠিক কুন ছবিটা বলেন্তো ??
দ্যাক্তাম ছাই ... দেঁতো হাসি

_________________________________________

সেরিওজা

জি.এম.তানিম এর ছবি

থ্যাঙ্কু...

বাচ্চালোক এইসব ভিডিও দেখা তোমার উচিৎ হবে না।

... চোখ টিপি
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

পরিবর্তনশীল এর ছবি

আমি ইদানীং আনিকা কবির শখরে ভালা পাই। দেঁতো হাসি
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

জি.এম.তানিম এর ছবি

'শখ' কতো! চোখ টিপি
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

বর্ষা এর ছবি

৪, ১০, ১১ আমার পছন্দ হয়েছে। বাকীগুলোও চরম পুরাই জিয়েম তানিম টাইপ।
********************************************************
[=gree
n]আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন। [/]

********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।

জি.এম.তানিম এর ছবি

ধন্যবাদ বর্ষাপু।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

ধুসর গোধূলি এর ছবি

আমার নাম ধুগো, আমি একটি ভ্যালেন্টাইন শের বলবো-

করুম আইজকা গুলটি এলোপাতাড়ি- গুল্লি
ঠিক্কইরা ক, আমার ভ্যালেন্টাইন হবি কিনা তুই মাতারি!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

জি.এম.তানিম এর ছবি

শের ঠিকাছে। কিন্তু একটা কথা তো বললেন না, আপনি ঢাকার বন্ধু নাকি সিলটের!
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

ধুসর গোধূলি এর ছবি

- এইটা তো আঞ্চলিক নূতন কুঁড়ি শের-ই-শের কম্পিটিশন না, আন্তর্জাতিক শেরাশেরি কম্পিটিশন। আমি ঢাকার বন্ধুও না সিলটেরও না।
আমি হলাম গিয়ে বাংলাদেশের বন্ধু।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

জি.এম.তানিম এর ছবি

রেশারেশি অপেক্ষা শেরাশেরি উত্তম।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

অতন্দ্র প্রহরী এর ছবি

আররে, ভালো হইসে তো শেরগুলান! দেঁতো হাসি

জি.এম.তানিম এর ছবি

প্রহরী নাকি? এতদিন কোথায় ছিলেন?
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

অতিথি লেখক এর ছবি

মাইন্ডনালিলে একখান শের আমিউ কইবার চাই-

আমার দেয়া ভক্তিতে নিজেকে ভেবেছ দেবী,
করতে না আর দম্ভ এতো সত্য জানলে babe.

(মাচো হলো কী?)

---- মনজুর এলাহী ----

জি.এম.তানিম এর ছবি

মারহাবা মারহাবা!
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

বিলীন অরণ্য [অতিথি] এর ছবি

হা হা হা হা...
আমি হাসতে হাসতে শেষ...

জি.এম.তানিম এর ছবি

হাসি
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

অতিথি লেখক এর ছবি

দারুণ!

---------------
আলোর ছটা
---------------

অতিথি লেখক এর ছবি

আজ রস আলোতে দেখলাম শের এ তানিম

--------------------------
শান্ত নদী

জি.এম.তানিম এর ছবি

ধন্যবাদ আলোর ছটা, ধন্যবাদ শান্ত নদী।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

Kuhu Mannan এর ছবি

গুরু গুরু

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।