... লিকস

জি.এম.তানিম এর ছবি
লিখেছেন জি.এম.তানিম (তারিখ: মঙ্গল, ০৭/১২/২০১০ - ১০:৫২অপরাহ্ন)
ক্যাটেগরি:

... লিকস

"জুলিয়ান বাছাধন, নয় মোটে লুলই সে,

কণ্ডম ফাটা তাই পিছু নেয় পুলিশে"

 

যদিও এই ছবির সাথে এই খবরের কোন সম্পর্কই নেই।

 

ছড়া কৃতজ্ঞতা: সচল হিমু।


মন্তব্য

তাসনীম এর ছবি

আবারো প্রমানিত হলো -- সেইফেস্ট সেক্স ইজ নো সেক্স।

আরেকটা জিনিস - যেকোনো প্রকার "লিক"-ই বিপদজ্জনক।

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

দিগন্ত বাহার [অতিথি] এর ছবি

কামডা ভালা অয় নাই...আরো কিছু খেইল-টেইল দেখতাম। মন খারাপ

সুরঞ্জনা এর ছবি

একদম !
হাততালি
............................................................................................
স্বপ্ন আমার জোনাকি
দীপ্ত প্রাণের মণিকা,
স্তব্ধ আঁধার নিশীথে
উড়িছে আলোর কণিকা।।

............................................................................................
এক পথে যারা চলিবে তাহারা
সকলেরে নিক্‌ চিনে।

স্পর্শ এর ছবি

ওরে!!
গুরু গুরু গুরু গুরু গুরু গুরু

কনডম ফাইটা ওয়ার্ল্ড ম্যাপের মত হইসে!


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

দুষ্ট বালিকা এর ছবি

[হাততালি]

হাহাহাহাহা!

-----------------------------------------------------------------------------------
...সময়ের ধাওয়া করা ফেরারীর হাত থিকা যেহেতু রক্ষা পামুনা, তাইলে চলো ধাওয়া কইরা উল্টা তারেই দৌড়ের উপরে রাখি...

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

পাগল কবি এর ছবি

হা হা হা হা...

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

চলুক
___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

নাশতারান এর ছবি

Smiley

_____________________

আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।

তারানা_শব্দ এর ছবি

বাহ! তুই নাবালক থেকে ধীরে ধীরে হ্যাঁবালক হচ্ছিস! দেঁতো হাসি

"মান্ধাতারই আমল থেকে চলে আসছে এমনি রকম-
তোমারি কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম!
মনেরে আজ কহ যে,
ভালো মন্দ যাহাই আসুক-
সত্যেরে লও সহজে।"

সাইফ তাহসিন এর ছবি

ওরে ওরে গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি
লিংকের সাথে কুনু মিল নাই গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি
কেনু কেনু কেনু???

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

ওসিরিস এর ছবি

"...সুইডেনে রাজতন্ত্র আছে, 'রাজা' নাই..."
_______________________________________________
সিগনেচার কই??? আমি ভাই শিক্ষিৎ নই। চলবে টিপসই???

নিবিড় এর ছবি
রাহিন হায়দার এর ছবি

দুর্ধর্ষ!!! গুরু গুরু

________________________________
মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো...

অনিন্দ্য রহমান এর ছবি

হাততালি


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক


রাষ্ট্রায়াত্ত শিল্পের পূর্ণ বিকাশ ঘটুক

শাহেনশাহ সিমন এর ছবি

হো হো হো
_________________
ঝাউবনে লুকোনো যায় না

_________________
ঝাউবনে লুকোনো যায় না

দুর্দান্ত এর ছবি

এমনিতে সুইডিশরা ঠিকই ছিল। কাউন্ট মুন্ক আল ফুলকিয়ার ঘটনার পর থেকেই সুইডেনের মানুষ জন এসব লিক-ফিক বিষয়গুলো এখন একটু মাপ-দিয়ে খায়। বান্দর আর কতবেলের ঘটনা তো জানেন।

অতিথি লেখক এর ছবি

জটিল ঘটনা দেখা যায়। মজা পাইলাম।

পাগল মন

অতিথি লেখক এর ছবি

হাসি হাসি হাসি হাসি চোখ টিপি

--শাহেদ সেলিম

সুহান রিজওয়ান এর ছবি

জুলু লোক ভালু... লাগবা বাজি ??

_________________________________________

সেরিওজা

অতিথি লেখক এর ছবি

ইন্টারপোলের তো তেমন কোনো কাজ নেই, তাই এখন লিক খুঁজে বেড়াতে হচ্ছে।
চরম মজার ঘটনা। দেঁতো হাসি
তবে এটা লাখ টাকার প্রশ্ন যে লিক কী ইচ্ছাকৃত না নিছক দূর্ঘটনা? খাইছে

পাগল মন

কৌস্তুভ এর ছবি

হে হে হে...

হিমু এর ছবি

একটি রাতের ফূর্তি নিয়ে জীবন হলো পণ্ডম
কারোর ফাটে কপাল আবার কারোর ফাটে কণ্ডম



বুকে BOOK রেখে বন্ধু চলো আজ যাবো বরাহশিকারে মোরা ধার ধার ধার দিও বল্লমে ♪♫

প্রকৃতিপ্রেমিক এর ছবি

এখন ইন্টারপোলের দায়িত্ব ওটা কেন ফাটলো সেটা খুঁজে বের করা। কাজ নাই তো আর কী করা?

তাসনীম এর ছবি

ইন্টারপোলের সাধ্য নেই, এইটা গোয়েন্দা ঝাকানাকা কেইস।

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

প্রকৃতিপ্রেমিক এর ছবি

আমিও গুঁতা দিলাম, যদি একটা লেখা বের হয় চোখ টিপি

আশরাফ [অতিথি] এর ছবি

খাবেই যদি গন্ধম
পড়ে নাও কন্ডম
যদি যায় ছিলে
আছে মুক্তি পিল'এ
খেলারাম খেলে যা
খেলে যা খেলে যা...

অদ্রোহ এর ছবি

নিরোধ কহিয়া ওঠে উচ্চ করি ধড়,
ফুটো থাকিলে তব ঠাঁই হইবে শ্রীঘর।

--------------------------------------------

আজি দুঃখের রাতে সুখের স্রোতে ভাসাও ধরণী
তোমার অভয় বাজে হৃদয় মাঝে হৃদয় হরণী।

--------------------------------------------
যদ্যপি আমার গুরু শুঁড়ি-বাড়ি যায়
তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়।

অদ্রোহ এর ছবি

নিরোধ কহিয়া ওঠে উচ্চ করি ধড়-
ফুটো থাকিলে তব ঠাঁই হইবে শ্রীঘর।

--------------------------------------------

আজি দুঃখের রাতে সুখের স্রোতে ভাসাও ধরণী
তোমার অভয় বাজে হৃদয় মাঝে হৃদয় হরণী।

--------------------------------------------
যদ্যপি আমার গুরু শুঁড়ি-বাড়ি যায়
তথাপি আমার গুরু নিত্যানন্দ রায়।

অতিথি লেখক এর ছবি

অনেক দিন হইলো সুইডেনে থাকি কিন্তু এই ফুটা-কন্ডমের আইনটা জানা ছিলো না। এখন থেকে ব্যাপারটা মাথায় রাখলাম। চোখ টিপি

কমল

তাসনীম এর ছবি

শিবঠাকুরের আপন দেশে,
আইন কানুন সর্বনেশে!
কারো যদি যায় কন্ডোম ছিড়ে,
প্যায়দা এসে পাক্‌‌ড়ে ধরে ,
কাজির কাছে হয় বিচার-
একুশ বছর দন্ড তার।।

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

________________________________________
অন্ধকার শেষ হ'লে যেই স্তর জেগে ওঠে আলোর আবেগে...

আশরাফ [অতিথি] এর ছবি

পরাজয়ে কভু কি ডরেছে বীর
নাকি ডরেছে কন্ডম হলে চৌচির?

আরেকটা বলি,

আজব দেশের ধন্যি 'রাজা'
দেশ জোড়া তার নাম
ফাটা'র কথা শুনলে বলে
হায়রে বিধি বাম

তারাপ কোয়াস এর ছবি

হো হো হো


love the life you live. live the life you love.

বোহেমিয়ান এর ছবি

হেহে!!! বিয়াপক!
_________________________________________
ব্যক্তিগত ব্লগ

_________________________________________
ওরে! কত কথা বলে রে!

শামীম এর ছবি

লিক দিয়ে কোনো ইসরাইলি তথ্য কি বের হয়েছে এই পর্যন্ত?
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

চলুক
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

কিংবা ধরুন তারা এতো ডকুমেন্ট পায় কোথা থেকে? সেই ডকুমেন্ট জোগানোর জন্য যে পয়সা ব্যয় করতে হয় সেটা কোন ভুতে জোগায়? ডকুমেন্টগুলো জোগানোর সময় কোনো অনৈতিক পথ অবলম্বন করা হয় কিনা? উইকিলিক্সের কর্মী সংখ্যা কত, এত কাজ করার জন্য যে বিশাল কর্মীবাহিনী ও সহযোগিবাহিনী দরকার সেটা কোথায়? উইকিলিক্স কারো কাছে তথ্য বেচে কিনা? ইত্যাদি ইত্যাদি।

এগুলো কিন্তু জিজ্ঞেস করতে পারবেন না। জিজ্ঞেস করলেও পাশ কাটিয়ে যাওয়া হবে বা ধামাচাপা দেয়া হবে।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

দুর্দান্ত এর ছবি

সেই ডকুমেন্ট জোগানোর জন্য যে পয়সা ব্যয় করতে হয় সেটা কোন ভুতে জোগায়?

উইকিলিক্সের কর্মী সংখ্যা কত, এত কাজ করার জন্য যে বিশাল কর্মীবাহিনী ও সহযোগিবাহিনী দরকার সেটা কোথায়? উইকিলিক্স কারো কাছে তথ্য বেচে কিনা? ইত্যাদি ইত্যাদি।

এখানে কিছু 'তথ্য' আছে।

স্পর্শ এর ছবি

অনেক ধন্যবাদ এই চমৎকার লিঙ্কটার জন্য।


ইচ্ছার আগুনে জ্বলছি...


ইচ্ছার আগুনে জ্বলছি...

পান্থ রহমান রেজা এর ছবি

খাইছে!

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

কাট্টুনে জাঝা
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

নীড় সন্ধানী এর ছবি

খুব খ্রাপ! চোখ টিপি

-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
এ ভ্রমণ, কেবলই একটা ভ্রমণ- এ ভ্রমণের কোন গন্তব্য নেই,
এ ভ্রমণ মানে কোথাও যাওয়া নয়।

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

বাউলিয়ানা এর ছবি

গুরু গুরু গুরু গুরু

অতিথি লেখক এর ছবি

বেশ বেশ

আব্দুল্লাহ এ এম এর ছবি

এ সংক্রান্ত বাংলাদেশের আইন কি বলে? (শোনা কথা) এরশাদ কাগুও একবার ফাটাইয়া ফেলছিল!

সাইফ তাহসিন এর ছবি

হে হে হে, কী বলবে? একটায় না হইলে ২খানা পড়েন খাইছে
আর সরকারী স্লোগান, ছেলে হোক বা মেয়ে, ২টি সন্তানই যথেষ্ট। তয় এরশাদ কিন্তু কাগু না, দাদু। যদিনা আপনে নিজেই কাগু হন গড়াগড়ি দিয়া হাসি । তয় ভাবতে আছি, দাদুর যা জোর মাত্র একবার হইছে এই ঘটনা এইটা বিশ্বাস করা শক্ত, যদিনা কন প্রতি মাসে চোখ টিপি । আর তথ্য সুত্র আছে কোন নাকি আপনেই পয়দা করলেন?
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

আব্দুল্লাহ এ এম এর ছবি

সে এক ব্যাপক কাহানী, তবে সূত্রটি অতিশয় জটিল এবং দীর্ঘ। আমি শুনেছি এক তালেবর আদমীর কাছ থেকে, তিনি শুনেছেন তার ভায়রার কাছে, সেই ভায়রা শুনেছেন ত্রিকালদর্শী এক সাংঘাতিকের কাছে, সাংঘাতিক সাহেব জেনেছেন.................. এই রকম আর কি। তবে পাত্রীর পরিচয় শুনে এবং কাগুর, থুক্কু দাদুর এ সংক্রান্ত গুজবের রমরমা দেখে এমত ধারনায় উপনীত হয়েছি যে, ঘটিলেও ঘটিতে পারে ঘটনাখানি। সর্বমহলের আগ্রহ এবং অভয়দান স্বাপেক্ষে ভবিষ্যতে ঘটনাটির পরোক্ষ বর্ননা প্রকাশের ইচ্ছা রহিল।

সাইফ তাহসিন এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি কুনু সন্দো নাইকা! দাদু এরাম বেলুন সকাল বিকাল ফুলাইতে আর ফাটাইতো এক আমলে চোখ টিপি । আমি তো মনে করছিলাম ৯০ এর দশকে দাদুর সিগ্নেচার সিরিজ নিয়া ক্যালেন্ডার বাইর হইবো। আম্রিকায় জিরাম হুটার্সের ক্যালেন্ডার বাইর হয় খাইছে

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

দ্রোহী এর ছবি

নাড়ুজুবিল্লাহ!








কাকস্য পরিবেদনা

রাতঃস্মরণীয় এর ছবি

অনেকেই বলেন যে আজকাল কন্ডমের মান খারাপ হয়ে গেছে। কখন যে ফেটে যায় টের পাওয়া যায় না। আর মিলনের উত্তেজনার কন্ডম ফেটে বা লিক হয়ে গেলে তা আসলে টেরও পাওয়া যায় না। যখন কাম শেষ, তখন হায় হায়। এজন্যেই জুলিয়ানসহ অন্যদের প্রতি উপদেশ (কোথা থেকে যে মারলাম মনে করতে পারছিনা)-

সর্বদা দু'টি কন্ডম পরিধান করিতে হইবে। ইহাতে প্রবল উত্তেজনা সত্ত্বেও বার্ষ্ট বা লিকের নোটিফিকেশন পাওয়া যাইবে। নর প্রথম কন্ডম পরিধান করিয়া তাহার উপর কিঞ্চিত শুকনা মরিচের গুড়ার প্রলেপ দিবেন। অতঃপর দ্বিতীয় কন্ডমটি পরিধান করিয়া মিলনে লিপ্ত হইবেন। মিলন চলাকালে নর যদি তাহার অঙ্গে কোনওরূপ জ্বালা-পোড়া অনুভব করেন, তবে বুঝিতে হইবে যে প্রথম বা নিম্নের কন্ডমটি ফাটিয়াছে। আর যদি নারী জ্বালা-পোড়া অনুভব করেন, তবে বুঝিতে হইবে যে দ্বিতীয়টি বা উপরস্থ কন্ডমটি ফাটিয়াছে। আর নো জ্বালা-পোড়া, ইহার মানে নো টেনশন।

======================================
অন্ধকারের উৎস থেকে উৎসারিত আলো, সেইতো তোমার আলো।
সকল দ্বন্ধ বিরোধ মাঝে জাগ্রত যে ভালো, সেইতো তোমার ভালো।।

------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।

আব্দুল্লাহ এ এম এর ছবি

পদ্ধতিটি এ্যানালগ হইলেও ডিজিটালের বাপ! যদি ধাইন্যা মরিচের গুড়া ব্যাবহার করা হয় আর কোন একটি বেলুন ফাটিয়া যায়.....! এট্টা পেটেন্ট অ্যাপ্লাই কইরা রাখতে পারতেন।

মহাস্থবির জাতক এর ছবি

কন্ডমটা কী? খায় না গায়ে দেয়?
_______________________________
খাঁ খাঁ দুপুরে, গোধূলিতে আর রাতে বুড়ি পৃথিবী
কেবলই বলছে : খা, খা, হারামজাদা, ছাই খা!

(ছাই: মণীন্দ্র গুপ্ত)

_______________________________
খাঁ খাঁ দুপুরে, গোধূলিতে আর রাতে বুড়ি পৃথিবী
কেবলই বলছে : খা, খা, হারামজাদা, ছাই খা!

(ছাই: মণীন্দ্র গুপ্ত)

আশরাফ [অতিথি] এর ছবি

প্রথমে গায়ে পরে, তারপর খায় !

সাইফ তাহসিন এর ছবি

নারে ভাই, মাথায় দিয়ে বমি করে চোখ টিপি
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

আশরাফ [অতিথি] এর ছবি

কনডম-কাব্য চোখ টিপি

সাইফ তাহসিন এর ছবি

নির্ভর করে আপনে কি করতে চান। লন একটু পড়াশোনা করেন চোখ টিপি
সব রকম ব্যবস্থাই আছে, খাইতে চান নাকি আলো দেখাইতে চান নাকি শীতের দিনে কাউরে একটু ওম দিতে চান গড়াগড়ি দিয়া হাসি
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

জি.এম.তানিম এর ছবি

ধন্যবাদ সবাইকে।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

অতিথি লেখক এর ছবি

বুশ ওবামা খেলেই গেলো
বুঝলোনা তো ঠিক
কোন অজানা রতির মাশুল
শিশু উইকিলিক।

পিতারা আজ দুষছে কেবল
তাদেরই শিশুকে
দায় এড়াতে চাইপা ধরছে
উইকির টুটিকে!!

--বোধকম্প

সজল এর ছবি

বড়দের পোস্ট দেখা যায় চোখ টিপি
---
মানুষ তার স্বপ্নের সমান বড়

---
মানুষ তার স্বপ্নের সমান বড়

অতিথি লেখক এর ছবি

হো হো হো

(কোনো মন্তব্য না করি। আমি এখনও থোতো তো! খাইছে)

-কুটুমবাড়ি

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।