ভিন্ন চাঁদের কবি

জি.এম.তানিম এর ছবি
লিখেছেন জি.এম.তানিম (তারিখ: মঙ্গল, ০৭/০২/২০১২ - ১০:৪৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

(দেখতে দেখতে নতুন বছরের একটা মাসও শেষ হয়ে গেল, ফেব্রুয়ারি চলে আসলো। ফেব্রুয়ারি মানেই বই মেলা, ফেব্রুয়ারি মানেই একুশে... তবে এই বছর হাজার মাইল দূরে থাকার কারণে দেখা হবে না তার অনেক কিছুই। যাই হোক, পুরনো অসমাপ্ত লেখা ঘাঁটতে গিয়ে একটা কবিতা পেলাম। অনেক অনেক পছন্দের শহর ঢাকার এক শীতের রাতে এই কবিতার শুরু হয়েছিল। কবিতাটি নিয়ে বেশ কিছুদিন নাড়াচাড়া করে অবশেষে এই রূপে দাঁড়ালো সেটা...

সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। বইমেলার আড্ডাগুলো মিস করছি অনেক বেশি। সবাই ভালো থাকুন... )

শীতের আকাশ তারার আবাস একলা বাউন্ডুলে
যাচ্ছি হারিয়ে কুয়াশা ছাড়িয়ে স্বপ্ন দুচোখে তুলে।
পিছে পড়ে রয় ব্যর্থ সময় অচেনা অনিশ্চিতে,
জীবনখেলায় তবে কি হেলায় পরিণতি হারজিতে?

স্বপ্নেরা যত হয়েছে নিহত, জন্মায় তারা আরো।
আঁধারেরা এসে জিজ্ঞাসে হেসে মেলাতে কি তবে পারো
সহজ না ভুল, প্রতি/অনুকূল হিসেবের লাভ ক্ষতি?
বাঁধনের দড়ি, অনুগত ঘড়ি ধরে জীবনের গতি।

তাই কোলাহল মাঝে চলাচল অথবা বিজন পথে,
বেছে নেয়া কোনো সময় এখনো অচল পুরনো রথে।
যেতে যেতে থামি, তারপরে আমি আবার চলেছি হেঁটে,
পথ যার বল, তৃষ্ণার জল, পিয়াসা কি তার মেটে?

ছুঁয়ে যায় কেউ, উপচায় ঢেউ হৃদয় সাগর তীরে,
পলাতক মনে, অলখে গোপনে স্বপ্নেরা আসে ফিরে।
পাতাজাল গলে চাঁদ আসে কোলে দেখি স্বর্গের ছবি,
তাই দেখে থামি, যদিও এ আমি ভিন্ন চাঁদের কবি।

#০৬.০২.২০১২


মন্তব্য

ত্রিমাত্রিক কবি এর ছবি

বাহ বেশ লাগল, একেবারে ক্লাসিক্যাল ঢংএ লেখা কবিতা হাসি

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

তাপস শর্মা এর ছবি

ভালো লাগলো। চলুক

দুষ্ট বালিকা এর ছবি

হুম। এখন তোমার আকাশ আলাদা! চাঁদও!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

প্রৌঢ় ভাবনা এর ছবি

শুভেচ্ছা আপনাকেও। ভাল লাগলো।

তারেক অণু এর ছবি

ভালো লাগল। সেই ক্ল্যাসিকাল ধাঁচ, ফ্রস্টও এই ধাঁচে অনেক কবিতা লিখেছেন।

উচ্ছলা এর ছবি

স্বপ্নেরা যত হয়েছে নিহত, জন্মায় তারা আরো।

চমৎকার চলুক

আশালতা এর ছবি

তোফা কবিতা। চলুক

----------------
স্বপ্ন হোক শক্তি

চরম উদাস এর ছবি

মারহাবা মারহাবা হাততালি

ধূসর জলছবি এর ছবি

চলুক চমৎকার হাততালি

নীড় সন্ধানী এর ছবি

আজকাল সব ছন্দ অমিল কবিতা দেখি। ছন্দমিল কবিতা লিখলেন কেমনে? হাসি

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

জি.এম.তানিম এর ছবি

ধন্যবাদ সবাইকে...

ছন্দ অমিলের কবিতা লিখতে অনেক সাহস লাগে, সেই সাহস সব সময় হয় না হাসি

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।