তারেক অণুকে ভোট দিন

জি.এম.তানিম এর ছবি
লিখেছেন জি.এম.তানিম (তারিখ: সোম, ১৭/০৬/২০১৩ - ১০:২৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

ন্যাশনাল জিওগ্রাফিকের সাথে আমার প্রথম পরিচয় যখন প্রথম কেবল টিভি বাংলাদেশে আসে। নিজেদের বাসায় ডিশ কেবলের সংযোগ ছিল না, তবু এর ওর বাসায় চ্যানেল পালটানো কম করা হয় নি। সেই বয়সে গুঁতাগুঁতি করে যা বুঝলাম তাতে ন্যাটজিও আর ডিসকভারি ছাড়া কোনো কাজের চ্যানেল পাই নাই। সব হিন্দি নাচা-গানায় ভরপুর চ্যানেলের ভিড়ে কিছুটা অন্য ধরনের মেজাজের এই চ্যানেলগুলো তখন ভালো লাগে। ডিসকভারিতে মানুষের দারুণ সব আবিষ্কার আর ন্যাটজিওতে প্রকৃতির অদ্ভুত সৌন্দর্য তখনই মন কাড়ে। সেই সময় ইচ্ছে হয়েছিল একবার সব নিয়ে বেড়িয়ে পড়ার। কিন্তু আজ নয় কাল করে কখনই সেটা হয় নি।

এবারে সহসচল তারেক অণুর ব্যাপারে কিছু বলি। তারেক অণুকে নিয়ে বলছি কারণ অনেক বছর পরে তারেক অণুই আমাদের জীবনে আবার আসে ন্যাটজিও বেশে। সচলের প্রায় পৌনে তিনশ পোস্টে তিনি আমাদের নিয়ে যান পৃথিবীর নানা প্রান্তে- গ্রিস, আফ্রিকা, উত্তর মেরু, হ্যামিলন, আল্পস, হিমালয়, ফ্রাঙ্কফুর্ট, পিসা, ব্রাসেলস, হাভানা, রিও এরকম দুনিয়ার এপ্রান্ত ওপ্রান্ত ঘুরে বেরিয়েছেন আর তার বর্ণনায় মুগ্ধ করেছেন আমাদের। (প্রসঙ্গত এই নামগুলো তারেক অণুর সচলের মাত্র দুই পাতা থেকে নেওয়া, বাকি ২৬ পাতা জুড়ে আরো কত কত জায়গা আছে সেটা বুঝতেই পারছেন) দুই বছরের কম সময়ে বহু পাঠকের ঈর্ষা(!) পেয়েছেন আর বহু পাঠিকার মন কেড়ে নিয়েছেন আমাদের তারেক অণু। এই সময়ের ইবনে বতুতার সাথে আমাদের দেখা হয়ে যায় সারা বিশ্ব।

যাই হোক, শিবের গীত গাওয়া শেষ, এবার একটু ধান ভানি। প্রিয় প্রতিষ্ঠান ন্যাটজিও ঠিক করেছে বছরের সেরা ১০ ভ্রমণকারীকে বাছাই করে সম্মাননা দেবে। পৃথিবী চষে বেড়ানো নানা ভ্রমণকারীর কাহিনী তারা শুনতে চায়, ছড়িয়ে দিতে চায় তাদের চমকপ্রদ ভ্রমণের উপাখ্যান আর সুন্দর এ পৃথিবী দেখার অসীম উৎসাহ। আপনার পরিচিত এমন কোনো ভ্রমণকারী আছে? আমার পরিচিত এমন আছে কেবল তারেক অণু। তাই আমি তাকেই মনোনীত করলাম ১০ জনের একজন হওয়ার জন্যে। আপনিও আসুন, কেবল কয়েকটি সহজ ধাপে প্রিয় এই ভ্রমণপিয়াসুকে নির্বাচিত করে ফেলুন। সোজা বাংলায়... তারেক অণুকে ভোট দিন।

যেভাবে ভোট দিবেন:
১। প্রথমে এই লিঙ্কে যান

২। দেখতে পাবেন ট্রাভেলার্স অব দ্য ইয়ার পাতায় এসেছেন। পাতার নিচ দিকে চলে যান যেখানে লেখা Nominate a Traveler of the Year. এখানে একটি অনলাইন ফর্ম দেখতে পারার কথা। সেটি না দেখলে Fill up my online form লেখা জায়গাতে ক্লিক করুন। এবার তারকাচিহ্নিত ঘরগুলো পূরণ করুন এভাবে-
৩। নমিনির ফার্স্ট নেমের জায়গায় লিখুন TAREQ
লাস্ট নেমের জায়গায় লিখুন ONU
৪। নমিনির ইমেইল ঠিকানার জায়গায় লিখুন

(onu এর পরে একটি আন্ডারস্কোর আছে মনে রাখবেন)
৫। নমিনির ওয়েবসাইট ঠিকানা বা ফোন নম্বর দেওয়ার দরকার নেই। ঠিকানার জায়গায় (স্ট্রিট অ্যাড্রেস) লিখুন MANNERHEIMINTE 85 C 75
৬। শহরের ঘরে লিখুন (সিটি লেখা যেখানে তার ঠিক উপরে) HELSINKI
৭। জিপ কোডের জায়গায় লিখুন 00270
৮। দেশের নাম লিখুন FINLAND
৯। পরবর্তী ঘরগুলোতে (Nominator) যথাক্রমে আপনার নিজের নাম, নিজের ইমেইল ঠিকানা লিখুন। ফোন নম্বর দেওয়ার দরকার নেই।
১০। এবার আপনার প্রিয় ভ্রমণকারী তারেক অণুকে নিয়ে কয়েক ছত্র লিখে ফেলুন। বিশেষ করে তাকে কেন মনোনয়ন করছেন বা তার ভ্রমণের ব্যাপারে যেটুকু জানেন সেটা লিখে ফেলুন এই পরের জায়গাটাতে।
১১। সবশেষে The trip was featured online and/or in print. এই লেখাটির পাশে একটা টিক চিহ্ন দিয়ে দিতে পারেন।
১২। এবার Submit লেখা বাটনে ক্লিক করুন। আপনার ভোট দেওয়া হয়ে গেল।

মার্কা নিয়ে চিন্তা করবেন না, সেটা আনারসই হোক, কিংবা পিনাকোলাডা... ভোটটা দিন তারেকাণুর বাক্সেই। সময় কিন্তু বেশি নেই... ডেডলাইন ৩০শে জুন।


মন্তব্য

স্যাম এর ছবি

চলুক চলুক
জরুরী ছিল, লেখা খুব ভাল হয়েছে তানিম ভাই, ধন্যবাদ।

মইনুল রাজু এর ছবি

কয়েকদিন আগেই সম্পন্ন করেছি। কিন্তু, এই পোস্টটার দরকার ছিলো। চলুক

ফেইসবুক
---------------------------------------------
এক আকাশের নীচেই যখন এই আমাদের ঘর,
কেমন ক'রে আমরা বলো হতে পারি পর. . .

সত্যপীর এর ছবি

ভোট দেবার সময় তারেক অণুর ব্লগের লিঙ্ক এবং ফ্লিকার লিঙ্ক দিতে ভুলবেন নাঃ
http://www.sachalayatan.com/blog/8311
http://www.flickr.com/photos/28836329@N08/

..................................................................
#Banshibir.

স্যাম এর ছবি

এটা খুব জরুরী, ধন্যবাদ সত্যপীর।
একটা কাজ কি করা যায় - ঐ ফর্মে একটা কমেন্ট এর ঘর আছে - আমরা এখানে কিছু স্যাম্পল কমেন্ট রেখে দিতে পারি কিনা, তাতে অনেকে যারা একটু লেখার আলসেমি তে ভুগে তারা কপি করে নিতে পারল (আমিও একজন) বা ধারণাও পেল কেউ কেউ?!!

সত্যপীর এর ছবি

এন্ট্রিগুলা স্প্রেডশিটে নিয়ে চোখ বুলাবে কেউ একসময়, পাতার পর পাতা একই বা একইরকম কমেন্ট থাকলে মনে করতে পারে তারেক অণুই নাম ভাঁড়িয়ে করেছে হয়তো। তাই স্যাম্পল কমেন্ট রাখার রিস্ক নেবার পক্ষপাতি আমি নই, বরং যে যার মত লেখাই ভাল। তবে এটা একান্তই আমার ব্যক্তিগত মত।

..................................................................
#Banshibir.

উজানগাঁ এর ছবি

সহমত।

অতিথি লেখক এর ছবি

সহমত।

---- মনজুর এলাহী ----

তারেক অণু এর ছবি
ক্লোন৯৯ এর ছবি

চলুক

তানিম এহসান এর ছবি

চলুক চলুক

ঈয়াসীন এর ছবি

ভোট দেয়া সারা। এবার আপনার এই জরুরী পোস্টটি ফেসবুকে শেয়ার করছি।
আপনারে অসংখ্য -ধইন্যাপাতা-

------------------------------------------------------------------
মাভৈ, রাতের আঁধার গভীর যত ভোর ততই সন্নিকটে জেনো।

এপোলোনিয়া এর ছবি

চলুক

অতিথি লেখক এর ছবি

ভোট দিয়ে আসলাম , তারেকাণু ভাই জিন্দাবাদ হাসি

[ইভান]

lincoln এর ছবি

Spelling of Name in flickr account is "Tarek" whereas name stated by the author of this article is "Tareq". Please notify Onu da about this.

চরম উদাস এর ছবি

তারেক অণু এর ছবি

ভোট দেন, উদাস হউন!

শাফায়েত এর ছবি

এ ধরণের ভোট ভিত্তিক প্রতিযোগীতা ব্যক্তিগত ভাবে আমার পছন্দ নয়, যে যত পপুলার, যত বেশি বন্ধুবান্ধব আছে তার জেতার সম্ভাবনা তত বেশি থাকে তাই শেষ পর্যন্ত এগুলো হয়ে যায় পপুলারিটি কনটেস্ট। তবে আমি অবশ্যই চাই তারেক অণুকে দেখা যাক জিওগ্রাফীর পর্দায় তাই ভোট দিয়ে দিলাম, উনি অবশ্যই এই মর্যাদা পাবার যোগ্য।

সত্যপীর এর ছবি

এইটা ঠিক ভোট ভিত্তিক প্রতিযোগিতা নয় কিন্তু, এখানে কে কয় হাজার ভোট পেল তার উপর ভিত্তি করে সিদ্ধান্ত হবেনা। ওরা খালি নাম চাচ্ছে, তারপরে নিজেরা রিসার্চ করে সিদ্ধান্ত নেবে। সেইজন্য কেন আপনি নমিনেট করছেন সেইটা সময় নিয়ে লেখা গুরুত্বপূর্ণ।

..................................................................
#Banshibir.

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

যেভাবে ভোট দিবেন:
১। প্রথমে এই লিঙ্কে যান

২। দেখতে পাবেন ট্রাভেলার্স অব দ্য ইয়ার পাতায় এসেছেন। পাতার নিচ দিকে চলে যান যেখানে লেখা Nominate a Traveler of the Year. এখানে একটি অনলাইন ফর্ম দেখতে পারার কথা। সেটি না দেখলে Fill up my online form লেখা জায়গাতে ক্লিক করুন। এবার তারকাচিহ্নিত ঘরগুলো পূরণ করুন এভাবে-
৩। নমিনির ফার্স্ট নেমের জায়গায় লিখুন TAREQ
লাস্ট নেমের জায়গায় লিখুন ONU
৪। নমিনির ইমেইল ঠিকানার জায়গায় লিখুন

(onu এর পরে একটি আন্ডারস্কোর আছে মনে রাখবেন)
৫। নমিনির ওয়েবসাইট ঠিকানা বা ফোন নম্বর দেওয়ার দরকার নেই। ঠিকানার জায়গায় (স্ট্রিট অ্যাড্রেস) লিখুন MANNERHEIMINTE 85 C 75
৬। শহরের ঘরে লিখুন (সিটি লেখা যেখানে তার ঠিক উপরে) HELSINKI
৭। জিপ কোডের জায়গায় লিখুন 00270
৮। দেশের নাম লিখুন FINLAND
৯। পরবর্তী ঘরগুলোতে (Nominator) যথাক্রমে আপনার নিজের নাম, নিজের ইমেইল ঠিকানা লিখুন। ফোন নম্বর দেওয়ার দরকার নেই।
১০। এবার আপনার প্রিয় ভ্রমণকারী তারেক অণুকে নিয়ে কয়েক ছত্র লিখে ফেলুন। বিশেষ করে তাকে কেন মনোনয়ন করছেন বা তার ভ্রমণের ব্যাপারে যেটুকু জানেন সেটা লিখে ফেলুন এই পরের জায়গাটাতে।
১১। সবশেষে The trip was featured online and/or in print. এই লেখাটির পাশে একটা টিক চিহ্ন দিয়ে দিতে পারেন।
১২। এবার Submit লেখা বাটনে ক্লিক করুন। আপনার ভোট দেওয়া হয়ে গেল।

কাজি মামুন এর ছবি

ধন্যবাদ মুর্শেদ ভাই। আপনার এই বিস্তারিত জলবৎ বিবরণটুকু না থাকলে আমার মত আনাড়িরা হয়ত ভোটই দিতে পারত না। বা, ভোট দিলেও ভুলভাল হয়ে বাতিল হত।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ডান।

লুব্ধক এর ছবি

এই পোস্ট অনুযায়ী আমি 'TAREQ ONU' এই বানান লিখেই ভোট এর কাজ সম্পন্ন করেছি এবং পরে এই পোস্টের ১২ নং মন্তব্যে lincoln এর অবজারভেশনটা আমারও চোখে পড়েছে। এই ব্যাপারে সবার দৃষ্টি আকর্ষণ করছি।

সুমাদ্রী এর ছবি

দিয়ে দিলুম হাসি

অন্ধকার এসে বিশ্বচরাচর ঢেকে দেওয়ার পরেই
আমি দেখতে পাই একটি দুটি তিনটি তারা জ্বলছে আকাশে।।

নাফিসা  এর ছবি

আলসেমী লাগছিলো, কপি পেষ্ট করতে! কিন্তু নো চুদুরবুদুর! ইটস ডান! দেঁতো হাসি

অমিত এর ছবি

ফ্লিকার-এ ছবিগুলা ভিন্ন ভিন্ন সেট হলে ভাল হত।

তারেক অণু এর ছবি

আসলেই, কিন্তু সত্য কথা হচ্ছে ফ্লিকার আমি ব্যবহার করি একমাত্র সচলায়তনের পোস্টের জন্য, মানে আগামী পোস্টে যে ছবিগুলো আসবে, সেগুলো আপলোড করি, যে কারণে বেশ কিছু ছবি আলোচ্য বইয়ের বা শিল্পকলার। ফ্লিকার নিয়ে তারা বেশী গুরুত্ব না দিলেই ভাল।

অমিত এর ছবি

কিন্তু যদি ন্যাট জিওতে ফ্লিকারের লিন্ক দেই, সম্ভাবনা আছে ফ্লিকারের সাইটে বেশ হিট পড়বে। সেক্ষেত্রে সবাই প্রথমে দেখতে চাইবে আপনি কোন কোন দেশে গিয়েছেন। দেশ অনুযায়ী যদি ভাগ করা থাকে, তাহলে অনেক তাড়াতাড়ি তারা তথ্যগুলা পাবে। চাইলে আপনার ফেসবুকের লিন্কও দেয়া যায়। সেখানকার ছবিগুলা মনে হয় পাবলিক।

তারেক অণু এর ছবি

হ্যাঁ, ফেসবুক দেওয়াই মনে হয় ভাল হবে

মাসুম এর ছবি

ভোট দিলাম

shafiq asad  এর ছবি

ভোট দিয়েছি।

অতিথি লেখক এর ছবি

দিয়ে আসলুম হাসি

খাঁন আসাদ

স্পর্শ এর ছবি

দিলাম। হাসি


ইচ্ছার আগুনে জ্বলছি...

Chhanda Mahbub এর ছবি

দিলাম ভোট। যদিও তারেক অনু কে ঈর্ষা করি হাসি

মেঘলা আকাশ  এর ছবি

ভাগ্যিস পোস্টটা দিয়েছিলেন !!! নইলে মিস হয়ে যেত আমার ভোটাধিকার।

মন্তব্যগুলো না পড়েই দৌড়েছিলাম ভোট দিতে, ফলাফল- পীরবাবার উপদেশ মানা হয়নি।

'তারেক অনু-কে বাংলাদেশ মার্কায় ভোট দিন। আপনি দিন, আপনার পরিবারকে দিতে উৎসাহিত করুন।'

আব্দুল্লাহ এ.এম. এর ছবি

আমি ভাবছিলাম তারেক রাজশাহীতে মেয়র ইলেকশনে খাড়াইছে। দেঁতো হাসি

আব্দুল্লাহ এ.এম.

তারেক অণু এর ছবি
Iffat এর ছবি

তারেক অনুর পোস্ট দেখেই সচলায়তন এর সাথে পরিচয়। একটা ভোট দিয়ে এলাম দেঁতো হাসি

তারেক অনুকে শুভেচ্ছা

প্রোফেসর হিজিবিজবিজ এর ছবি

চলুক

অতিথি লেখক এর ছবি

আচ্ছা, এক আইপি থেকে বেশি ভোট দিলে মাইন্ড করবে নাতো?
তাইলে, বাসার সবার ই-মেইল আইডি ব্যবহার করে ব্যালটে ছাপ্পা মরতাম।

---- মনজুর এলাহী ----

সাক্ষী সত্যানন্দ এর ছবি

আচ্ছা, এক আইপি থেকে বেশি ভোট দিলে মাইন্ড করবে নাতো?
তাইলে, বাসার সবার ই-মেইল আইডি ব্যবহার করে ব্যালটে ছাপ্পা মরতাম।

আমিও জানতে চাই

guest_writer এর ছবি

গতকাল এক বসায় ১০ টা মেরেছিলাম। কাল আবার শুরু করবো।
তারেক অনু'র জন্য শুভকামনা।

zayyyy এর ছবি

দিলাম।

কাজি মামুন এর ছবি

ভোট দেয়ার মধ্যে একটা অহং কাজ করে, অনেকটা 'আমি কি হনু' গোছের। ভাবখানা এমন, ভোটপ্রার্থীকে যেন দয়া করছি! কিন্ত অণু ভাইকে ভোট দিতে গিয়ে মনে হল তার প্রাপ্য জিনিসটুকুই তাকে দিয়েছি (আসলে উনি অনেক বেশি ডিসার্ভ করেন)। এখানে দানের কোন ভূমিকা নেই, আছে কর্তব্য পালনের।
অণু ভাই যদি শেষ পর্যন্ত নাও জিতেন, তবু ভাল লাগবে যে এই ভেবে যে, কিছু তো করতে পেরেছি, যদিও আমরা যা পেয়েছি তার কাছ থেকে, তার তুলনায় এই ভোট আসলে কিছুই নয়।

তারেক অণু এর ছবি

ধন্যবাদ

মামুন হিমু এর ছবি

অনু ভাই জিন্দাবাদ হাসি

Eka manush এর ছবি

"৫। নমিনির ওয়েবসাইট ঠিকানা বা ফোন নম্বর দেওয়ার দরকার নেই। ঠিকানার জায়গায় (স্ট্রিট অ্যাড্রেস) লিখুন MANNERHEIMINTE 85 C 75"

"I" is missing in the address above।
The right stress name is: Mannerheimintie 85 C 75

মাহবুব ময়ূখ রিশাদ এর ছবি

যোগ্য মানুষকে ভোট দেয়ার মজাই আলাদা হাসি

------------
'আমার হবে না, আমি বুঝে গেছি, আমি সত্যি মূর্খ, আকাঠ !

Rabeya এর ছবি

"ফিনল্যান্ড" কে কেন উনার দেশ হিসাবে সিলেক্ট করতে হবে?

তারেক অণু এর ছবি

চিঠি আসলে তো বর্তমান ঠিকানায় আসবে, তাই না ! সেই কারণেই

যাযাবর মুরাদ এর ছবি

blog/flicker লিঙ্ক দিতে তো ভুলে গেছি। আমার ভোট কি হিসাব হবে না?

তারেক অণু এর ছবি

হবে, কোন সমস্যা নেই, ধন্যবাদ

Zahir Raihan এর ছবি

দিলাম ভোট। Ghore bosa free'te dunia deikha tare vote na deya onnay.. হাসি

সুমিমা ইয়াসমিন এর ছবি

ভোট দিলাম। হাসি
তারেক অণু এগিয়ে চলো...

ছাইপাঁশ  এর ছবি

ভোট দিয়া শান্তি শান্তি লাগতাছে। মনে হইতাছে একটা ভালো কাজ করলাম! দেঁতো হাসি

জোহরা ফেরদৌসী এর ছবি

অণুকে ভোট দেয়ার আনন্দই আলাদা। বিরাট এক জ্ঞানী অনুচ্ছেদ লিখে দিয়েছি কেন অণুকে ট্রাভেলার অফ দ্য ইয়ার নির্বাচিত করা উচিত দেঁতো হাসি

__________________________________________
জয় হোক মানবতার ।। জয় হোক জাগ্রত জনতার

M SADEK এর ছবি

দিলাম........এবং প্রার্থনা রইলো ভোটটা যেনো কাজে লাগে.........................

guest writer এর ছবি

ডান!

ক্রেসিডা এর ছবি

দিয়ে এলাম। ভাগ্যিস অনেকদিন পর লগ-ইন করেছিলাম, তাই চোখে পড়লো।

শুভকামনা রইলো।

__________________________
বুক পকেটে খুচরো পয়সার মতো কিছু গোলাপের পাঁপড়ি;

মাহমুদুল কবীর এর ছবি

বহুবার ভোট দেওয়ার চেষ্টা করলাম।
There was a problem with your submission.

Errors have been highlighted below.
এই মেসেজ দেখাচ্ছে। আমি স্টার মারা সব ঘর পূরণ করছি। বুঝলাম না ঘটনা কি??

মাহমুদুল কবীর এর ছবি

I'm sorry an error has occurred.

This field is required. Please enter a value.
শেষে এই মেসেজ দেখায়

rubaiat এর ছবি

I'm sorry an error has occurred.

This field is required. Please enter a value.
শেষে এই মেসেজ দেখায়

আশা এর ছবি

এগিয়ে যান অণু ভাই হাসি

জীবন এর ছবি

এরর দেখায় ক্যান? অনেকবার ট্রাই করলাম।হইলনা। মন খারাপ

সৃষ্টিছাড়া  এর ছবি

ইটস ডান চলুক

অতিথি লেখক এর ছবি

ক্যাপচা কাজ করছে না। ক্রমাগত এরর মেসেজ তুলে যাচ্ছে। বার ২০ চেষ্টার পর আর পারা গেল না। ছেড়ে দিতে হল।
ভোট-টা দেওয়া গেল না। বিচ্ছিরি লাগছে।
- একলহমা

নিলয় নন্দী এর ছবি

তিন বার ট্রাই করে ফেল মারলাম ওঁয়া ওঁয়া
ঘটনা দেখায় এমন:

There was a problem with your submission.
Errors have been highlighted below.

I'm sorry an error has occurred.
This field is required. Please enter a value.

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।