ডিসক্লেইমার: কোনো অনলাইন অফলাইনে থাকা যুবক-প্রৌঢ়-বৃদ্ধের সাথে মিল অনভিপ্রেত কাকতাল মাত্র।
কাগুর মুখে আজ সকালে হঠাৎ নতুন বুলি,
সব শুনে সব পাবলিকে কয়, "আসেন চাঁদা তুলি,
দুই চারটা ফস্কে গেলে,
তবুও যেন ব্যাকাপ মেলে,
যতই লাগুক কাগুরে সব দিবেন কিনে গুলি।"
মন্তব্য
___________________
রাতের বাসা হয় নি বাঁধা দিনের কাজে ত্রুটি
বিনা কাজের সেবার মাঝে পাই নে আমি ছুটি
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
বয়সতো 'বেহায়া'র কম হয়নি।
গুলি'র ভয় দেখানো কেন? এমনেইতো পগার পার হওয়ার কথা।
কত ভালো মানুষ অকালে মরে যায়!
বে্ঁচে থাকে বেহায়ারা।
ভালো লিখেছেন তামিম।
শুভেচ্ছা জানবেন।
------------------------------
কামরুজ্জামান পলাশ
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
গুল্লি!
- শ্রাবস্তী
সচলের এই ইমোটার বিড়ালটা বদলে অন্য ছবি দেয়া যাবে মন হয় শিগগীরই
_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই
মাসুদ সজীব
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
নতুন মন্তব্য করুন