খাওয়া

জি.এম.তানিম এর ছবি
লিখেছেন জি.এম.তানিম (তারিখ: মঙ্গল, ১০/১১/২০১৫ - ১:২০অপরাহ্ন)
ক্যাটেগরি:

কিছুদিন আগে গেল আমার ছড়া ও ননসেন্সগুরু সুকুমার রায়ের জন্মদিন। আমার অন্ধকার সময়ে যে মানুষগুলো শক্তি যোগান, তাদের একজন তিনি; নিজের মৃত্যুশয্যায় যিনি তোড়ায় বাঁধা ঘোড়ার ডিমের আবোল তাবোল গল্প বলে গিয়েছিলেন। তার প্রতি শ্রদ্ধা জানানোর ক্ষমতা আমার নেই, আছে কেবল অনুকরণের ক্ষুদ্র প্রয়াস, আর এই সামান্য উপহার।

কত ভাবে কত খাওয়া খাদক বাঙালি খায়
গুরু সুকুমার সব লিখেছেন তালিকায়।
গুরুর দেখানো পথে অভাজন শিষ্য,
এঁকে যাই বাঙালির খাবারের দৃশ্য।
খাবার ছাড়াও কতো কিছু হয় খাওয়া যে,
বলব সেটাও জেনো গমগম আওয়াজে।
হাজার রকম খাওয়া বাঙালির লিস্টে,
খাচ্ছে দাওয়াতে, আর মেজবানে, ফিস্টে।

একা একা খায় কেউ, কেউ কেউ দিয়ে খায়,
কাচ্চি, বোরহানি, রোস্ট দিয়ে কেউ বিয়ে খায়।
কেউ খায় শুয়ে বসে, কেউ খায় দাঁড়িয়ে,
কেউ খায় এক গ্রাসে কেউ খায় তাড়িয়ে।
চেটে চেটে খায় কেউ, কেউ কেউ চুষে খায়,
পেট ভরে গেলে পরে তারা দেখো ঠুসে খায়।
চিবিয়ে খাচ্ছে কেউ, কেউ খায় কামড়ে,
খাবি আর কত তোরা এই বেলা থাম রে।

মাথাটাকে খেয়ে ফেলে কেউ কেউ গালি খায়,
তেতোমিঠা খায় কেউ, কেউ টক ঝালই খায়।
কেউ কেউ কোনো স্বাদ পায় না যে খাবারে,
ঐদিকে শক খেয়ে ডাকে কেউ, "বাবারে!"
না জেনেই ঘোলা করে খেয়ে ফেলে গাধা জল,
বড় ঝামেলা ঠেকাতে নামে খেয়ে আদাজল।
বিপদের দিনে কেউ ডুবে, ভাসে, খাবি খায়,
কিছু করে খায় কেউ, কাজ করে কাবিখায়।

বোকার মতন কেউ মার খেয়ে কাতরায়,
হাবুডূবু খায় কেউ, বাকি সব সাঁতরায়।
চোখ বুজে হেঁটে হেঁটে কেউ খায় উষ্ঠা,
ধরা খেয়ে যায় কেউ খেতে গিয়ে ঘুষটা।
প্রেমিকাকে চুমু খায় কেউ, কেউ ছ্যাক খায়,
আঁধারেতে হাইজ্যাকারের হাতে ঠ্যাক খায়।
গড়াগড়ি, লুটোপুটি তাও আছে খাদ্যে,
ডিগবাজি? তাও খাবি? আর কতো? বাদ দে।

#১০.১১.১৫


মন্তব্য

অতিথি লেখক এর ছবি

চলুক বহুদিন পর এমন ঝরঝরে একখান ছড়া পড়া গেল!

দেবদ্যুতি

খেকশিয়াল এর ছবি

বেড়ে বেড়ে হাততালি

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

তাহসিন রেজা এর ছবি

বাহ! চমৎকার। হাসি

------------------------------------------------------------------------------------------------------------
“We sit in the mud, my friend, and reach for the stars.”

অলীক জানালা _________

স্পর্শ এর ছবি

দারুণ হইসে!! উত্তম জাঝা!


ইচ্ছার আগুনে জ্বলছি...

অতিথি লেখক এর ছবি

ভালো লিখেছেন তানিম। কারো ছন্দ থাকে তো মাত্রা থাকেনা, কারো মাত্রা ছন্দ কিছুই পাইনা। আপনি দুইই ঠিক রেখেছেন, সেই সাথে ছড়ার কুড়কুড়ে মুড়মুড়ে মেজাজটাও দারুণ ভাবে উপস্থিত।

শিশিরকণা এর ছবি

মজারু। পড়তে গিয়ে কয়েক জায়গায় খাবি খেয়েছি, আবার নতুন ছন্দে এসে পড়লে মিলেছে। হয়ত আমারি পড়ার দোষ।

~!~ আমি তাকদুম তাকদুম বাজাই বাংলাদেশের ঢোল ~!~

ত্রিমাত্রিক কবি এর ছবি

দারুণ

_ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _ _
একজীবনের অপূর্ণ সাধ মেটাতে চাই
আরেক জীবন, চতুর্দিকের সর্বব্যাপী জীবন্ত সুখ
সবকিছুতে আমার একটা হিস্যা তো চাই

অতিথি লেখক এর ছবি

চমৎকার।
চমৎকার।

ফাহমিদুল হান্নান রূপক

তারেক অণু এর ছবি
শাব্দিক এর ছবি

চলুক

---------------------------------------------------------
ভাঙে কতক হারায় কতক যা আছে মোর দামী
এমনি করে একে একে সর্বস্বান্ত আমি।

অতন্দ্র প্রহরী এর ছবি

অনেকদিন পর! চলুক
তো অনেক খাইদাই হচ্ছে মনে হয় আজকাল? চোখ টিপি

অতিথি লেখক এর ছবি

চলুক

রাসিক রেজা নাহিয়েন

সাক্ষী সত্যানন্দ এর ছবি

চলুক

____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?

জি.এম.তানিম এর ছবি

ধন্যবাদ দেবদ্যুতি, খেকুদা, তাহসিন রেজা, স্পর্শ, অতিথি লেখক, ত্রিমাত্রিক কবি, রূপক, তারেকাণু, শাব্দিক, নাহিয়েন, সাক্ষী সত্যানন্দ।

শিশিরকণা, ধন্যবাদ। কাউকে দিয়ে আগে পড়িয়ে নিলে পারতাম, তাহলে সেই অসঙ্গতিগুলো দূর হতো।

প্রহরী, পরের বার দেখা হইলে কোন রেস্টুরেন্টে খাওয়াবা? দেঁতো হাসি

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।