চলে গেলেন সেলিম আল দীন

গৌতম এর ছবি
লিখেছেন গৌতম (তারিখ: সোম, ১৪/০১/২০০৮ - ২:২৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

নাট্যকার, শিক্ষক সেলিম আল দীন মারা গেছেন একটু আগে। লেখাটা এটুকুই। তাঁকে নিয়ে বোধহয় আর কিছু নতুন করে বলার দরকার নেই।


মন্তব্য

ফারুক হাসান এর ছবি

বাংলা নাটকের আকাশ থেকে হঠাত্ই নিভে গেল এই সময়ের সবচেয়ে দীপ্যমান নক্ষত্রটি।
কেন যে ইদানীং নক্ষত্রগুলো আকাশ ছেড়ে চলে যাচ্ছে দূরে বহুদুরে!
----------------------------------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।

শেখ জলিল এর ছবি

নাট্যকার সেলিম আল দীনকে নিয়ে সৈয়দ হকের আর্তিটা আজকেই পড়ছিলাম কাগজে। তাঁকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর চেষ্টা চলছিলো। কিন্তু সবাইকে কাঁদিয়ে চলে গেলেন তিনি ধরাছোঁয়ার বাইরে। উনার চলে যাওয়া নাট্যজগতের অপূরণীয় ক্ষতি।
...আল্লাহ্ কাছে উনার রুহের মাগফিরাত কামনা করছি।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

মাহবুব লীলেন এর ছবি

আমিও মাত্র একটা লাইন লিখতে সচলায়তনে ঢুকেছিলাম
সেলিম আল দীন চলে গেলেন...

পরশু দিন তাকে দেখতে গিয়েছিলাম
ডাক্তাররা দেখতে দেয়নি
দেখার জন্য বেশি জেদ করিনি
ভেবেছিলাম দেখাতো হবেই

আর হবে না সেলিম আল দীনের সাথে দেখা..............

গৌতম এর ছবি

আমরা কেন সবসময় দেরি করি? উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার উদ্যোগটি একটু আগে হলে কী হতো?

..................................................
ছিদ্র খুঁজে বেড়াই, বন্ধ করার আশায়

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

সুবিনয় মুস্তফী এর ছবি

শিল্পীর প্রয়াণে শ্রদ্ধা। সেলিম আল দীনের জীবন আর সাহিত্য নিয়ে কেউ যদি একটা বিস্তারিত লেখা দেন, তাহলে উপকৃত হবো। উনি নামকরা নাট্যকার ছিলেন জানি, কিন্তু যারা দেশের নাট্যধারা সম্পর্কে বিশেষ অবহিত নই, তাদের স্বার্থেই এই অনুরোধ।
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর

অনিন্দিতা এর ছবি

সেলিম আর দীনের কেন যে এত তাড়াহুড়ো ছিল? কতকাজ পড়ে ছিল। সব ফেলে সবাইকে অসহায় করে চলে গেলেন।

নজমুল আলবাব এর ছবি

এভাবে
সবগুলো বাতি নিভে গেলে
বাতিঘর পাব কোথায়?

ভুল সময়ের মর্মাহত বাউল

সুমন চৌধুরী এর ছবি

স্যার বড় তাড়াতাড়ি চলে গেলেন....



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

মাহবুব লীলেন এর ছবি

মাত্র গতকাল দেখলাম শুদ্ধস্বরের জন্য আহমেদুর রশীদ সেলিম আল দীনের একটা সাক্ষাতকার এর প্রুফ দেখছে
সম্ভবত এটা তার শেষ সাক্ষাতকার

কনফুসিয়াস এর ছবি

খুব মন খারাপ হলো খবরটা পড়ে...।

সুবিনয় মুস্তফীর জন্যে এই লিংক, আমার অনেক পুরনো একটা পোস্ট, সেলিম আলদীনের গল্প পড়ার পরে।
-----------------------------------
যা দেখি তা-ই বলি...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

অতিথি লেখক এর ছবি

আপনি থেকে যাবেন চিরদিন, মানুষের মাঝে ,
প্রিয় সেলিম আল দীন । শেষ শ্রদ্ধা ।
---- ফকির ইলিয়াস

ধ্রুব হাসান এর ছবি

শিল্পীর প্রয়াণে শ্রদ্ধা।শিল্পীর প্রয়াণে শ্রদ্ধা।

সবজান্তা এর ছবি

সে দিন আমি একটা পোস্ট করেছিলাম, উনার আশু আরোগ্য কামনা করে।

সবই বৃথা গেল। উনিও চলে গেলেন অনেক লোকের ভীড়ে।

পৃথিবী আরো মেধাশুন্য হয়ে পড়লো তার প্রয়ানে।
--------------------------------------------------------
অলমিতি বিস্তারেণ

তীরন্দাজ এর ছবি

সেলিম আল দীনের মহাপ্রয়ান বাংলাদেশের ব্যতিক্রমধর্মী নাট্য আন্দোলনের এক অপুরণীয় ক্ষতি।
তার বিদেহী আত্মার শান্তি কামনা করি।

**********************************
যাহা বলিব সত্য বলিব

**********************************
যাহা বলিব, সত্য বলিব

রেজওয়ান এর ছবি

একে একে নিভিছে দেউটি। তারপরে থাকবে শুধু অন্ধকার।

পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?

থার্ড আই এর ছবি

জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সেই থিয়েটার রুমে ১৯৯৭ সনে প্রথম দেখা এই নাট্যগুরুর সাথে। আমি তখন ঢাকা সড়কে নাটক দলে যোগ দিয়েছি, প্রফেশনাল নাটকের ঢং বলি আর একজন নাট্যশিল্পী কলা কুশল, সব কিছু যেন তার যাদুর ছোঁয়ায় প্রানবন্ত হতো। মহান মানুষটিকে আমি পেয়েছিলাম একজন শিক্ষক হিসাবে।
তার প্রয়ানে জানাই শ্রদ্ধা।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে

মুজিব মেহদী এর ছবি

বাংলা নাটকের খোলনলচে পালটে দিয়েছেন তিনি। খুবই সফল তাঁর কর্মক্রম। আমাদের নাট্যাঙ্গনকে আরো বহুকাল উজ্জ্বল করে রাখবে তাঁর অসাধারণ সব টেক্সট।
..................................................................................
শোনো, বীণা আমি বাজাইনি প্রতিবারই নিজে, এমনও হয়েছে
বীণায় রেখেছি হাত, নিজেই উঠেছে বীণা বেজে!

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

আড্ডাবাজ এর ছবি

আমরা কেন যে শ্রেষ্ঠ সন্তানদের খুব দ্রুত হারাই? তার আত্মার মাগফেরাত কামনা করি। এই ক্ষতি অপূরণীয়।

গৌতম এর ছবি

চলে যাওয়ার মিছিল দেখতে পাচ্ছি এখন। যাদের ধরে রাখতে চাই, তারা সবাই এক এক করে চলে যাচ্ছেন।

সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষক আফসোস করে বলছিলেন, স্বাধীন হওয়ার পর মনে করেছিলাম কত কী যে করব! কিন্তু কিছুই করতে পারি নি। যারা করছেন, তাদেরকেও ভালো কিছু করতে না দেওয়ার ব্যাপারে একটি পক্ষ খুব তৎপর। মনে আছে, নাট্যজগতে যারা বিপ্লব এনেছেন, তাদের কথা বলতে গিয়ে বয়সী এই শিক্ষক সেলিম আল দীনের নামটি বলেছিলেন শ্রদ্ধাভরে।

..................................................
ছিদ্র খুঁজে বেড়াই, বন্ধ করার আশায়

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।