: দ্যাখো, কবিতা লেখা দোষের কিছু নয়; কারণ-
বার্ড ফ্লুতে ঢাকা-চট্টগ্রামে কাক মারা গেলেও কোনো কবিকে আক্রান্ত হতে হয়নি পাখিজ্বরে, আজতক।
সো, তোমার ওজন যদি কাকের চাইতে একটুখানিও বেশি হয়, তুমি কবিতা লিখো।
: কিন্তু, তোমাকে নিয়ে কাকের খেদ থাকতেই পারে, যেহেতু সে মনে করে তুমি আর কাকের সংখ্যা সমান।
আর এ জন্যই বলি, কাকের ঘিলু নেই। না হলে কি কাক আর কবির সাংখ্যতুলনার গর্বে কাক গর্ববতী হয়!
কাকের তো অ্যাপ্রন নেই যে বার্ড ফ্লু ঠেকাবে! ডালে বসে স্পন্সর খুঁজলেই তো আর ফ্রি সিম পাওয়া যায় না! ময়ূরপুচ্ছ পড়লে যে জয় গণতন্ত্র রক্ষায় সাম্রাজ্যবাদের স্পন্সর চলে আসে, সেই অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন কাকের থাকলে তো তোমার দেশের রেমিটেন্স বেড়ে যেতো।
ভাগ্যিস, কেউ কেউ কবিরা ছিলো সেখানে...
: আহা, তোমার লেখা যে কাকের কবিতা লেখার চাইতে উৎকৃষ্ট হতেই হবে তা কি আমি বলেছি?
তুমি স্পন্সর যোগাড় করতে পারো, কাক পারে না- এই পার্থক্যটা ভুলে গেলেই বা কি ক্ষতি?
: একটি কাক মারা গেলে শোককবিতা পড়তে সমবেত হয় হাজার হাজার কাক।
: একটি বহুজাতিক স্পন্সর পেলে মন্ত্র-দিয়ে-গণতন্ত্র-রক্ষার জন্য সমবেত হন শত শত কবি।
মন্তব্য
সমসাময়িক কবিতা!
আবার লিখবো হয়তো কোন দিন
শিমুল ও সৌরভ, আপনাদের ধন্যবাদ।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
কাকের সাথে কবিতার যোগ কাকতালিয় হতে পারে। পরীদের বেদনাও হতে পারে তাই উহা তালিযোগ্য, স্রেফ জোড়াতালির ব্যপার নয়।
---------
অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা। (সুইস প্রবাদ)
------------
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...
ভালো লাগল...কবি
---------------------------------
মহিব
ভাবসাব দেখে মনে হইল "উনি একজন মানুষ"
- মামু ফেটাইছে রে! অই কে আছোস মামুরে এট্টা লেমেনচুশ দে।
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
লেখাটা সুন্দর, তবে পুরোটা বুঝতে হলে আরও তিন চারবার পড়ে দেখতে হবে
লেখাটা আসলেই চমৎকার
পরী আর পাপনের কী খবর?????????
আপনার মন্তব্য আমাকে উৎসাহিত করে।
পরীর খবর ভালো, পাপনের ভালো না, ওর মন খারাপ। পাপন জেনে গেছে বিশুদ্ধ ভালোবাসা বলে কিছু নেই। কমিটমেন্টের জায়গাতে পাপন চিরদিনই স্ট্রং থাকতে চায়, একই প্রত্যাশা করে অপরপক্ষের কাছ থেকেও।
সবকিছুর পরও পাপন পরীকে অসম্ভব ভালোবাসে। একদিন হয়তো এটা পুরোপুরিই একতরফা হয়ে যাবে।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
বক্তব্য কেন যেন পছন্দ হলো না।
-----------------------------------
যা দেখি তা-ই বলি...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
না-ই হতে পারে। তবে সেটা যে জানিয়েছেন, সেজন্য ধন্যবাদ। কেন পছন্দ হলো না সেটা জানতে পারলে আরো ভালো লাগত।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
শ্যাজা, পরিবর্তনশীল, ধূসর গোধূলি, আপনাদের ধন্যবাদ।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
নতুন মন্তব্য করুন