'করিমনা কাম ছাড়ে না...'

গৌতম এর ছবি
লিখেছেন গৌতম (তারিখ: মঙ্গল, ১১/০৩/২০০৮ - ৬:৩৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

অনেক যত্ন করে মোলায়েমভাবে গাছ থেকে ছিঁড়েছিলাম ফুলটিকে; কোনো কষ্ট হয়নি তার, আমারও-
যত্নেই ছিলো সেটি, আমার বেডরুমে।

কোন রাগে পাপড়িগুলো ফেলে দিলো শরীর থেকে?- এ প্রশ্নের উত্তর এখন আমি কোথায় পাব!


মন্তব্য

কনফুসিয়াস এর ছবি

প্রশ্নগুলো সহজ, উত্তরও তো জানা।
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

গৌতম এর ছবি

সত্যিই সহজ! কি জানি, হতেও পারে। কিন্তু দিন পরিবর্তনের সাথে সাথে প্রশ্নগুলো হচ্ছে জটিল, উত্তর হচ্ছে দুর্বোধ্য।

উত্তরগুলো বলে দেবেন প্লিজ?
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

অতিথি লেখক এর ছবি

ভাই উত্তরটা পাইলে একটু জানাবেন কিন্তু.....

রাকিব হাসনাত সুমন

গৌতম এর ছবি

অবশ্যই। কিন্তু যতো সমস্যা এই পাওয়াতেই...
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

শেখ জলিল এর ছবি

উত্তর সরল তবে বেশি ভাবলে গরল।
( অফটপিক: বাগমারা রেলগেটের রাস্তা সারাজীবন এবড়োথেবড়ো দেখেছি, ইদানিং ঠিক হয়েছে কিনা জানি না!)

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

গৌতম এর ছবি

সরল বোধহয় গরলের বাহ্যিক প্রতিনিধি।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।