সংসারে আরেক সন্ন্যাসী

গৌতম এর ছবি
লিখেছেন গৌতম (তারিখ: মঙ্গল, ০৩/০৬/২০০৮ - ৯:২৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

কিছুটা ঝিমিয়ে পড়েছিলাম। গাড়িতে বসে বসে ঢুলছি। পেছনে আরো দুই সহকর্মী কী নিয়ে যেন হাসাহাসি করছেন। ঘুমের মধ্যেই বুঝার চেষ্টা করছি কারণটা। কিন্তু তাদের অব্যাহত হাসি, আমার হাসির কারণ বের করার চেষ্টা- সমস্তই নিরর্থক হলো পৃথিবীর সবচাইতে বড় সুখদায়ক উপাদান ঘুমের কাছে।

এরই মধ্যে গর্তে পড়ে গাড়ি লাফিয়ে উঠেছে। তাতেও ঘুমে ব্যাঘাত ঘটেনি। চোখটা খুলেই আবার পরম শান্তিতে মুদে দিলাম।

কিন্তু ততক্ষণে মুখ দিয়ে বেরিয়ে গেছে বিকট এক চিৎকার- সন্ন্যাসী!!

আমার দুই সহকর্মী হতভম্ব। গাড়ির ড্রাইভার ঘ্যাচ করে ব্রেক কষলেন। আমার চিৎকার, সহকর্মীদের হতভম্ব মনোভাব আর ড্রাইভারের অবাক দৃষ্টি সব মিলিয়ে গাড়ির পাশে জমা হলেন আরো কিছু দর্শক। কেউ কিছু বুঝার আগেই আমার পরবর্তী উচ্চারণ একটি শব্দগুচ্ছ- সংসারে আরেক সন্ন্যাসী!

*

যাচ্ছিলাম বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার একটি প্রত্যন্ত গ্রামের স্কুলে। ঘুমাতে ঘুমাতে। হঠাৎ ঘুমের মধ্যেই দেখি পাশের বাজারটির নাম- সন্ন্যাসী বাজার। আর তাইতেই আমার এমন চিৎকার, এবং বাকি সবকিছু।

সচলায়তনের দেখাদেখি পুরো পৃথিবীটা ভরে যাচ্ছে সন্ন্যাসীতে।


মন্তব্য

রায়হান আবীর এর ছবি

হুম।

---------------------------------

এনকিদু এর ছবি

পৃথিবীটা ভরুক আর নাই ভরুক, আপনার মাথাটা সচলায়তনের উপাদান দিয়ে ভরে যাচ্ছে - এই ব্যাপারে সন্দেহ নাই হাসি


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

গৌতম এর ছবি

হুম..কী? হুমকি? @ রায়হান আবীর

আসলেই তাই। আমার নিজেরও সন্দেহ নেই এ ব্যাপারে। @ এনকিদু
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ...ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

রণদীপম বসু এর ছবি

গুরুজীকে নিয়ে মশকরা !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

গৌতম এর ছবি

মশকরা করলাম কই!
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ...ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

মাহবুব লীলেন এর ছবি

ওইটা সংসারের সন্ন্যাসী না
রাস্তার সন্ন্যাসী

সন্ন্যাসী রাস্তাঘাটে বনে বাদাড়ে থাকবে এইটাই জানতাম
সচলায়তনে এসেই না দেখলাম সন্ন্যাসী ড্রয়িং রুমে বসে বসে বনবাসের ভাব নেয়

গৌতম এর ছবি

এই গোটা দুনিয়াটাই তো একটা বিরাট সংসার, লীলেন ভাই
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ...ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

আসাদুজ্জামান এর ছবি

দিবাসপ্ন দেখছেন আজকাল, যাহোক কলমের তুলিতে উঠে এসেছে লেখার উপাদান............

গৌতম এর ছবি

দিবাস্বপ্ন না, সত্যি।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ...ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

দ্রোহী এর ছবি

সব্বোনাশ!! সন্নাদা কী কন?


কি মাঝি? ডরাইলা?

গৌতম এর ছবি

আপনার হাতের বন্দুক দেইখ্যা উনি আর কিছু কন নাই
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ...ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

তীরন্দাজ এর ছবি

বেশ মজা করেই লিখেছেন আপনার সন্ন্যাসী সমাচার!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

গৌতম এর ছবি

সন্ন্যাসীর সাথে মজার সম্পর্ক ব্যস্তানুপাতিক হওয়ার কথা থাকলেও একালে তাহা সমানুপাতিক।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ...ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

কিন্তু সন্ন্যাসীদা কই? তারে ছাড়া আমরা বেশি মন্তব্যাইলে তো ব্যাপারটা যার বিয়া তার খবর নাই পাড়া পড়শীর ঘুম নাই টাইপ হইবো...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍হেডিং দেইখ্যাই টাষ্কি খাইসি!
পরে দৃশ্যটা কল্পনা করে হেসেছি খুব হো হো হো

সচলায়তনের দেখাদেখি পুরো পৃথিবীটা ভরে যাচ্ছে সন্ন্যাসীতে।

সচলায়তন তো সন্ন্যাসীতে ভরে যায়নি। আমি তো এখানে একা! হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর? চিন্তিত

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

গৌতম এর ছবি

সন্ন্যাসীর নামে যখন বাজার আছে, তখন আর পৃথিবী ভরতে কতক্ষণ?

আমরা মানুষগুলোও তো মাঝে মাঝে সন্ন্যাসী হয়ে যাই! বৈরাগ্যভাব আমাদের জন্মগত।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ...ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

হো হো হো... গড়াগড়ি দিয়া হাসি

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

স্পর্শ এর ছবি

হা হা হা!!
[][][][][][][][][][][][][][][][][][]
ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর,
এখনি, অন্ধ, বন্ধ, কোরো না পাখা।


ইচ্ছার আগুনে জ্বলছি...

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

হা হা হা। এরকম হয়।

অতিথি লেখক এর ছবি

ভাল হয়েছে।

অতিথি লেখক এর ছবি

ভাল হয়েছে।

দেবাশীষ কাকন

সুলতানা পারভীন শিমুল এর ছবি

আমারো সন্ন্যাসী হইতে ইচ্ছা করে, ভালো সন্ন্যাসী...

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

গৌতম এর ছবি

সন্ন্যাসীর কি আবার ভালো-মন্দ আছে নাকি?
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ...ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।