রাতগুজরান

গৌতম এর ছবি
লিখেছেন গৌতম (তারিখ: বুধ, ০৯/০৭/২০০৮ - ১২:০৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

খুব শক্ত কিছু নয়; কিন্তু করবেটা কে-
গরীব-গুর্বোদের ধরে ধরে মেরুর উত্তর-দক্ষিণে পাঠিয়ে দিতে?

পেটে ভাত নেই, না থাকুক; দিন তো পার হয়ে যায় ঠিক
পরিশ্রমের ঘামে যে শরীর চমকিত চিকচিক
বিভীষিকা যদিও নয়, কিন্তু অন্ধকার পাড়ে যাদের অনীহা প্রবল
একটু দিনের আশায় যারা বউয়ের সাথে না শুয়ে শরীরটা রাখে সবল-
জীবনের অভাব যারা মানে অন্ধকারের ভাই-বেরাদর
শুধু একটুকু দিনের আলো তাদের জন্য অনেক আদর, সোনা, অনেক আদর!

রাত পোহাবার আশায় আশাহীন দিন যাদের খড়কুটো
দুই মেরুতে তাদের কেউ পাঠিয়ে দাও না ধরে মুঠোমুঠো;
অন্তত ছ’টি মাস একটানা দিন পাবে তারা
করবে না বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ- গরীব বানিয়েছে যারা।

সূর্যের আলো-বাতাস খেয়ে দিন কাটানো যায়
রাতগুজরান প্রবল ভীষণ, চায় অন্ধকারের সাথে সহবাসের দায়।


মন্তব্য

তীরন্দাজ এর ছবি

সূর্যের আলো-বাতাস খেয়ে দিন কাটানো যায়
রাতগুজরান প্রবল ভীষণ, চায় অন্ধকারের সাথে সহবাসের দায়।

সুন্দর! জীবনের কাছাকাছি কিছু কঠিন কথা!

**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

গৌতম এর ছবি

ধন্যবাদ, তীরন্দাজ।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

কীর্তিনাশা এর ছবি

কঠিন কিন্তু সত্য কথা।
---------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

গৌতম এর ছবি

সত্য সবসময় কঠিন হয়।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

শেখ জলিল এর ছবি

সূর্যের আলো-বাতাস খেয়ে দিন কাটানো যায়
রাতগুজরান প্রবল ভীষণ, চায় অন্ধকারের সাথে সহবাসের দায়।
..দারুণ শব্দমালা।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

গৌতম এর ছবি

ধন্যবাদ, আপনার পুরো ছবিটি দেখে ভালো লাগছে।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

উদ্ধৃতি
(শেখ জলিল ভাইয়ের মন্তব্য)

____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

গৌতম এর ছবি

জলিল ভাইকে দেওয়া ধন্যবাদটা আপনার জন্যও।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।