মঙ্গলাচরণ

গৌতম এর ছবি
লিখেছেন গৌতম (তারিখ: রবি, ০৩/০৮/২০০৮ - ৪:৪৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

অসম্ভব জ্বরে কাতরাচ্ছে পূর্ণিমার চাঁদ। প্রলাপবকা, সংজ্ঞাহীন-
জড়বস্তুর মতো খুঁজে বেড়াচ্ছে একটুকরো পানি।
চাঁদের বুড়ি ‘বুঝি গেছে বেনোজলে ভেসে’!
সুতোহীন দিগম্বর শরীরে চরকা কাঁটার খটাখট শব্দ খটোমটো;
নাকি প্রলাপের- কোনোটিকে আলাদা করা যাচ্ছে না।
বুঝা যাচ্ছে না- এই জ্বর চাঁদের শরীরের, নাকি সাদামনের?

সূর্যগ্রহণ এবার আলোড়ন তুলে নি চাঁদের সাদা রক্তে
চাঁদ জেনেছে- মঙ্গলে পাওয়া গেছে পানি।

অসম্ভব জ্বরে কাতরাচ্ছে পূর্ণিমার চাঁদ। শঙ্কা- মানুষের ভাবালুতা
বুঝি চাঁদকে ছেড়ে মিশে গেছে ওই লাল গ্রহপানে!

বন্ধুদিবসের আগেই চন্দ্রোপাখ্যান মিশলো মঙ্গলাচরণে।


মন্তব্য

অতন্দ্র প্রহরী এর ছবি

হুমম, খবরটা পড়ে আমারও বেশ আগ্রহ জন্মেছিল। মঙ্গলের বুকে পানি পাওয়া গেছে, তাহলে অদূর ভবিষ্যতে হয়ত পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব-ও পাওয়া যাবে। ভাবতেই এক্সাইটেড লাগছে হাসি

আমার একটা বিষয় জানা নেই, মানুষ যদি আসলেই চাঁদে গিয়েই থাকে সেই '৬৯ এ, তাহলে এরপর থেকে আর যায়নি কেন? চাঁদ নিয়ে যতটা মাতামাতি/গবেষণা হওয়া উচিৎ ছিল, তা কেন হয়নি আর?

আর এখন তো সেটা হবার সম্ভাবনা আরো কম। সবার নজর এখন মঙ্গলে ...

গৌতম এর ছবি

চাঁদ থেকে বোধহয় প্রফিট আসার সম্ভাবনা কম!

চাঁদ নিয়ে অবশ্য গবেষণা হয়েছে বেশ। কিন্তু কী কারণে যেনো পরাশক্তিগুলো সেখানে যাওয়ার আগ্রহ দেখায় নি। তবে নাসা সম্প্রতি চিন্তা করছে আগামী কয়েক বছরের মধ্যে আবার চাঁদে মানুষ পাঠানোর।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

মুজিব মেহদী এর ছবি

খানিকটা তথ্যভার সয়েও কল্পনা বেশ খেলেছে মনে হলো।
এই দৃঢ়তা :
অসম্ভব জ্বরে কাতরাচ্ছে পূর্ণিমার চাঁদ।
এই সংশয় :
বুঝা যাচ্ছে না- এই জ্বর চাঁদের শরীরের, নাকি সাদামনের?
কবিতায় মজাই তৈরি করে।

শঙ্কা- মানুষের ভাবালুতা
বুঝি চাঁদকে ছেড়ে মিশে
গিয়ে ওই লাল গ্রহপানে!
'গিয়ে' কি 'গেছে'নাকি!
................................................................
জেতা মৎস্য গিলে বকে মনুষ্য খায় বাঘ-ভালুকে
রহস্য বোঝে না লোকে কেবল বলে জয়।
(দীন দ্বিজদাস)

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

গৌতম এর ছবি

ধন্যবাদ মুজিব ভাই। সংশোধন করা হলো।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।