সচল প্রকাশনা আড্ডায় আমার রেকর্ড

গৌতম এর ছবি
লিখেছেন গৌতম (তারিখ: রবি, ১০/০৮/২০০৮ - ১:৪৭অপরাহ্ন)
ক্যাটেগরি:

আড্ডা শুরু হওয়ার কথা ৫.৩০-এ। আমি পৌঁছলাম পাঁচ মিনিট কম নয়টায়। বোধহয় আমার জন্যই সবাই বসে ছিলেন (মিচকা হাসির ইমোটিকন), তাই আমি যাওয়ার পাঁচ মিনিটের মধ্যেই আড্ডা শেষ, অন্তত দোতলার ঘরে। বলেন, এই রেকর্ড কোনো সচল ভাঙতে পারবেন কোনোদিন?

গিয়ে কী দেখলাম! মুচকি-মুচকি হাসছেন মানিক ভাই এবং ক্যামেলিয়া আপা। আপা অবশ্য সবার আগে আমাকে স্বাগতম জানালেন। লীলেন ভাই পা ছড়িয়ে এবং মৃদুল ভাই পিঠ ছড়িয়ে বসে আছেন। কেউ কেউ দাঁড়িয়ে আছেন- কেন বুঝতে পারলাম না। আমি জুল জুল করে দেখতে লাগলাম একেকজন সচলকে। ইতোমধ্যে অবশ্য বইখানা উল্টেপাল্টে দেখলাম একবার।

এরই মধ্যে উঠাউঠি শুরু হলো। মানিক ভাই কেন বেশ সাজগোজ করে আসলেন বুঝতে পারলাম না। তবে তাঁর সাথে বিজ্ঞান-ধর্ম ইত্যাদি নিয়ে জ্ঞানগর্ভগম্ভীর আলোচনা হলো। পরিচয় হলো পান্থ ভাইয়ের সাথেও। ক্যামেলিয়া আপা যাওয়ার আগে টা টা করে গেলেন। আস্তে আস্তে লীলেন ভাই, নজরুল ভাই ও ফারুক ওয়াসিফ ভাই গেলেন সাকুরাতে। আমি করুণ নয়নে তাঁদের দিকে তাকিয়ে রইলাম- আবার সাধিলে খাইবো। মানিক ভাই ও পান্থ ভাইও বিদায় নিলেন আমারে একেলা কইরা।

আমি আর কী করবো! আস্তে আস্তে ঢুকলাম সাকুরা এবং পিকক বারের মধ্যবর্তী ভাই ভাই রেস্টুরেন্টে। এ-ই হয় জীবনে- কেউ খায় লাল পানি, কেউ খায় ডাল পানি।


মন্তব্য

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

ডাইল খাইছেন? কন্কি?
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

গৌতম এর ছবি

বিশুদ্ধ মশুরির ডাল। মিয়া ডাল আর ডাইলের মধ্যে একখান ই আছে!
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ধুসর গোধূলি এর ছবি

- আগে ভাগে না গিয়া ভালৈ কর্ছেন। আমিও যাই নাই। শাহবাগের মোড়ে খাড়ায়া ডাইল-ভাজি ভক্ষণবাদ পান চিবাইছি আর একেকজনরে দেখছি। আজিজের চিপায় মাইনষে যায়?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

গৌতম এর ছবি

আমনে আবার কুনসময় আইলেন! হাতে তো বদনা দেখি নাই, বদনাখানা কি রাইখ্যা আইছিলেন? তাছাড়া যারা দাড়াইয়া ছিলো, তাদের সামনে-পিছনে-লগে তো কোনো শালিও দেখি নাই। তাইলে ক্যামনে কী?
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ধুসর গোধূলি এর ছবি
মৃদুল আহমেদ এর ছবি

মিটিং শেষে কাকুরা...
ঘুরতে গেল সাকুরা?
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

গৌতম এর ছবি

বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!
- তাই আপনার ছড়ার বিষয়বস্তু নিয়ে আর কোনো তর্ক করলাম না।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

মাহবুব লীলেন এর ছবি

পৃথিবীতে দুই প্রকার খাদক আছে
এক প্রকার খেয়ে স্বীকার করে আরেক প্রকার খেয়ে এসে না খাওয়ার প্রমাণ দেখায়

প্রথম দলে আমি নজরুল আর ফারুক ওয়াসিফ পড়ি
আর দ্বিতীয় দলে আছেন মানিক ভাই গৌরব আর পান্থ রেজা

খেয়ে সাকুরা থেকে বের হয়ে শাহবাগের রাস্তায় চিৎ হয়ে ট্রাফিকজ্যাম লাগিয়ে দিয়ে তিনজনই বলে- কই গন্ধ নাই তো
আমি তো ওদিকে যাই-ইনি

অমিত আহমেদ এর ছবি
গৌতম এর ছবি

বুঝা গেলো, লীলেন ভাইয়ের পৃথিবী এখনো ঘুরছে!
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ক্যামেলিয়া আলম এর ছবি

পাজি ছেলেগুলো তোমাকে সাধেনি? ঠিক আছে, গৌতম এর পরের বার বাকি আমরা যাব-------এখন মন ভাল কর।
.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

.....................................................................................
সময়ের কাছে এসে সাক্ষ্য দিয়ে চ'লে যেতে হয়
কী কাজ করেছি আর কী কথা ভেবেছি..........

গৌতম এর ছবি

ওঁরা অবশ্য সেধেছিলেন, মাত্র একবার বা তার চাইতে একটু বেশি। কিন্তু উহারা জানেন না কবির সেই অমর বাণী- আবার সাধিলে খাইবো।

তাহলে ওই কথাই রইলো। পরের বার আমরা যাচ্ছি।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

রায়হান আবীর এর ছবি

এগিলি খাওয়া ভালো না। পুরি খান পুরি।
---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল

গৌতম এর ছবি

আইচ্ছা। এগিলিতে পুরি চুবায়া চুবায়া খামুনে।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

সুলতানা পারভীন শিমুল এর ছবি

"আমি করুণ নয়নে তাঁদের দিকে তাকিয়ে রইলাম- আবার সাধিলে খাইবো।"
আহারে !
কি পাষাণ হৃদয় তাহাদের !
বালকের মন বুঝিলো না?

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

গৌতম এর ছবি

প্রেমের গল্প ছাপা হয়েছে, তারপরও যদি আমাকে বালক বলেন!!
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

হায় হায় কখন কী হইলো, চামে চামে, কিছু টের পাইলাম না...

গৌতম এর ছবি

আমি তো গেলাম সবার শেষে। গিয়ে কি আপনাকে পেয়েছিলাম? বুঝতে পারছি না। যদি আগে চলে গিয়ে থাকেন, তাহলে পড়ুন এই প্রবাদটি-

আগে গেলে বাঘে খায়
পিছে গেলে টেহা (পানি) পায়।

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

পান্থ রহমান রেজা এর ছবি

আহারে!

গৌতম এর ছবি

একমাত্র পার্থই আমার হাহাকারটা বুঝলো।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

রণদীপম বসু এর ছবি

আরে ! এরা আবার খাইলো কখন ? ছবি পোস্টে তো দেখি একেকজন ইথিওপিয়ার দুর্ভিক্ষ পীড়িত চেহারা লইয়া বইসা আছে !

তয় ফাইন চেহারার কাউকে কাউকে সন্দেহজনক মনে হইতেছিলো !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

গৌতম এর ছবি

সন্দেহ দূরীভূত হয়েছে তো?
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ভূঁতের বাচ্চা এর ছবি

গৌতম ভাই ডাল-ভাত খাইয়া কাইন্দেন না, ভালা জিনিস খাইছেন। সাকুরায় গেলে আপনাকে মনেহয় রাস্তায় জ্যাম লাগাইন্না গ্রুপের মধ্যে পাওয়া যাইতো।
ক্যামিলিয়া আপু, পুলাপাইনদের নিয়া সাকুরায় গেলে মহাবিপদের সম্ভাবনা আছে; পুলাপাইন তো কতই আবদার করে সব আবদার পাত্তা দেওন লাগেনা।

--------------------------------------------------------

গৌতম এর ছবি

না, না, আমি খুব ভদ্র! ক্যামেলিয়া আপু বিপদে পড়বেন না। তবে কোন ভূঁত যেন সেখানে প্রবেশ করতে না পারে, সেজন্য নিচে প্রহরী রাখা আছে।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

দ্রোহী এর ছবি

দুর্জনের মিষ্টি কথায় ভুইলেন না। আপ্নে ভাল জিনিসইতো খাইছেন।


কী ব্লগার? ডরাইলা?

গৌতম এর ছবি

জ্বি, প্রোটিন সমৃদ্ধ পানি। কিন্তু মাঝেমধ্যে শর্করাসমৃদ্ধ পানি খাইতে মন চায়।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

খেকশিয়াল এর ছবি

মন ছোট কইরেন না, এরপরে আড্ডায় গেলে আমরা আমরা খামু নে, হেগোরে পুছুমও না

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

গৌতম এর ছবি

যাক, দলে পাওয়া গেলো আরেকজনকে।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

মনজুরাউল এর ছবি

ভাবছিলাম এগলি নিয়া কিছু কমু না।কিন্ত এই আবাত্তি পুলাপান হাভাইত্তার মত খাওন খাওন কইরা গলা হুকাইল !না খাওনের-না পাওনের কষ্টঅলারা এই http://www.sachalayatan.com/modules/smileys/icons/20.gifঠিকানায় যুগাযুগ করো..........কথা দিতাছি
কেরু কম্পানীর লগে পাইপ ......

.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......

.......................................................................................
আমাদের মাতৃগর্ভগুলি এই নষ্ট দেশে
চারদিকের নিষেধ আর কাঁটাতারের ভিতর
তবু প্রতিদিন রক্তের সমুদ্রে সাঁতার জানা
হাজার শিশুর জন্ম দেয় যারা মানুষ......

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍কেউ খায় ডাল-পানি, কেউ খায় জরিনা
আমি চাই ডালপুরি
অন্তত চার কুড়ি -
ফাউ পাবো আরও - সে তো হিসেবেই ধরি না! চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍কিসের বাজি, বুজতার্লাম্না। আমি তো বাজি ধরার কথা কই নাই!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
পাকিস্তানিদের আমি অবিশ্বাস করি, যখন তারা গোলাপ নিয়ে আসে, তখনও। - হুমায়ুন আজাদ

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

অতন্দ্র প্রহরী এর ছবি

'পানি' খাওয়া ভালো না চোখ টিপি

গৌতম এর ছবি

বিশুদ্ধ পানির অপর নাম জীবন
লাল-হলুদ পানির অপর নাম মৌজ
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।