আমি রাহার কথা বলছি – আজ তাঁর জন্মদিন

গৌতম এর ছবি
লিখেছেন গৌতম (তারিখ: বিষ্যুদ, ২১/০৮/২০০৮ - ১:০২অপরাহ্ন)
ক্যাটেগরি:

আমি যখন টিএসসির সামনে বসে বান্ধবীর সাথে গুজুরগুজুর করতাম, রাহাকে দেখতাম একবার এদিকে দৌড়াচ্ছে-আরেকবার ওদিকে। একটু পরেই হয়তো উপরে উঠছে, কিংবা নিচে নামছে। অত্যন্ত বিরক্ত হয়ে বান্ধবীকে বলতাম- এই পুলা অ্যাতো ড্যাং ড্যাং করে ক্যান? গাইটারে কেউ বাইন্ধ্যা রাখে না ক্যান? উল্লেখ্য, রাহার বাড়ি গাইবান্ধায়।

রাহার প্রিয় এক বন্ধুর মাধ্যমে তাঁর সাথে আমার পরিচয়। কিন্তু ওই পরিচয়টুকুই! ওর সাথে জমলো না তেমন একটা। কারণ ওই যে, পুলাটা বড় বেশি ড্যাং ড্যাং করে!

আর কী করে?

রাহা সিনেমা দেখে, দেখায়। আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ করে। স্বপন মামার দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খায়। আর রাত নয়টায় রোকেয়া হলের সামনে যায়।

ওর সাথে পরিচিত হওয়ার পর পাবলিক লাইব্রেরি মিলনায়তন, রাশান কালচারাল সেন্টার, টিএসসি মিলনায়তন ইত্যাদিতে আনাগোনা কিছুটা বেড়েছে। আস্তে আস্তে অবশ্য তাঁর সাথে আমার জমতে শুরু করেছে। তাঁর ড্যাং ড্যাং করাও কিছুটা কমেছে। ততোদিনে সে ঢাকা বিশ্ববিদ্যালয় ফিল্ম সোসাইটির দায়িত্বপূর্ণ পদে বসেছে যে!

মাঝখানে কিছুটা বিরতি। তবে এখনো রাহা সিনেমা দেখে, দেখায়। রোকেয়া হলের সামনে অবশ্য যায় না। স্বপন মামার চায়ের দোকানেও যাওয়ার সময় পায় না। বরং এ সময়টায় ব্লগে লেখে- ভ্রমণকাহিনী লেখে, মুক্তিযুদ্ধ নিয়ে লেখে, মুক্তিযুদ্ধ লেখে। বই প্রকাশ করে, ‘কিংবদন্তী’ নিয়ে স্বপ্ন দেখে। বিপদাপন্ন মানুষের সাহায্যার্থে টিশার্ট, ফতুয়া ইত্যাদি বানিয়ে বিক্রি করে টাকা সংগ্রহ করে তাদের জন্য। আর মানুষকে দেখে মানুষের চোখ দিয়ে।

তো, রাহা, শুভ জন্মদিন!


মন্তব্য

আকতার আহমেদ এর ছবি

শুভ জন্মদিন রাহা

অমিত আহমেদ এর ছবি

জন্মদিনের শুভেচ্ছা রইলো।


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

সৌরভ এর ছবি

শুভ জন্মদিন।
শুভ জন্মদিন


আবার লিখবো হয়তো কোন দিন

মুশফিকা মুমু এর ছবি

শুভ জন্মদিন হাসি
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

সেলিনা তুলি এর ছবি

শুভ জন্মদিন ।

বিপ্লব রহমান এর ছবি

শুভ জন্মদিন।
---
হায়! সেই ড্যাং ড্যাঙা ড্যাং দিনগুলি! চোখ টিপি


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

গৌতম এর ছবি

হায়! সেই ড্যাং ড্যাঙা ড্যাং দিনগুলি! চোখ টিপি


.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

খেকশিয়াল এর ছবি

শুভ জন্মদিন রাহা

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

কীর্তিনাশা এর ছবি

জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

পরিবর্তনশীল এর ছবি

শুভ জন্মদিন।
আর লেখাটা খুব ভাল্লাগছে।

---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

গৌতম এর ছবি

ধন্যবাদ, পরিবর্তনশীল। অনেকদিন পর?
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

দৃশা এর ছবি

জন্মদিনের অনেক শুভেচ্ছা।
---------------------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।

দৃশা

জ্বিনের বাদশা এর ছবি

শুভ জন্মদিন রাহাকে

আর আপনার লেখাটা পড়ে মনে হলো সত্যিকারের বন্ধু ছাড়া এভাবে লেখা সম্ভব না ,,,, চমৎকার লাগলো
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

গৌতম এর ছবি

ধন্যবাদ, মহামান্য জ্বিনের বাদশা।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

আবু রেজা এর ছবি

শুভ জন্মদিন রাহা!

যে জন বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গ বাণী
সে জন কাহার জন্ম নির্ণয় ন জানি।।

অতন্দ্র প্রহরী এর ছবি

জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।
_______________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?

সবজান্তা এর ছবি

জন্মদিনে তোড়া তোড়া ফুল --


অলমিতি বিস্তারেণ

অনিন্দিতা এর ছবি

শুভ জন্মদিন।

হাসান মোরশেদ এর ছবি

ভালো থাকুন রাহা ।
-------------------------------------
"শিয়রের কাছে কেনো এতো নীল জল? "

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

রেজওয়ান এর ছবি

শুভ জন্মদিন রাহা।

রাহার সাথে আমার পরিচয় ভার্চুয়ালি। ধন্যবাদ গৌতম রাহা সম্পর্কে তথ্যগুলো জানানোর জন্যে।

পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?

গৌতম এর ছবি

আপনাকেও ধন্যবাদ রেজওয়ান।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

পুতুল এর ছবি

হ্যাপী বড্ডে টু রাহা!
**********************
কাঁশ বনের বাঘ

**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!

রায়হান আবীর এর ছবি

শুভ জন্মদিন
=============================
তু লাল পাহাড়ীর দেশে যা!
রাঙ্গা মাটির দেশে যা!
ইতাক তুরে মানাইছে না গ!
ইক্কেবারে মানাইসে না গ!

ঝরাপাতা এর ছবি

শুভ জন্মদিন রাহা, ভালো থাকুন খুব ... খুব .... খুব . . .


যে রাতে গুঁজেছো চুলে বেগুনি রিবন বাঁধা ভাট,
সে রাতে নরকও ছিলো প্রেমের তল্লাট।
. . . . . . . . . . . . . . . . . . (আবু হাসান শাহরিয়ার)


বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।

স্বপ্নাহত এর ছবি

শুভ জন্মদিন টু রাহা ভাই হাসি
(কি লিখলেন, আহা! ভাই )

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি

গৌতম এর ছবি

...সেটাই তো বলেন নাই
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

তারেক এর ছবি

জন্মদিনের শুভেচ্ছা রইল রাহা ভাই।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

রণদীপম বসু এর ছবি

শুভ জন্মদিন রাহা।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

রাহার জন্মদিনে (মোমবাতি ছাড়া। কারণ অনেক দেরি হয়ে গেসে।) শুভেচ্ছা।
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

ধুসর গোধূলি এর ছবি
গৌতম এর ছবি

ধুগোদাকে শালীয় ধন্যবাদ।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

নিঘাত তিথি এর ছবি

হা হা, রাত নয়টায় আর রোকেয়া হলের সামনে যাবার দরকার নেই তো, রোকেয়া হলের সেই বাসিন্দা এখন তার জীবনসংগী হয়ে গ্যাছে যে।
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ

গৌতম এর ছবি

সেটাই তো বলছি! জীবনসঙ্গী, দোকানসঙ্গী- সবই তো!
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।