জীয়াল, সাবধান, হাউসিয়া

গৌতম এর ছবি
লিখেছেন গৌতম (তারিখ: রবি, ৩১/০৮/২০০৮ - ১২:২৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

রাজশাহী বিভাগের বিস্তীর্ণ এলাকাজুড়ে সাঁওতাল আর ওঁরাওরা বাস করলেও অধিকাংশের আবাসই বরেন্দ্র এলাকায়। তাদের মধ্যে মূলত দুটো ভাষা প্রচলিত- সাঁওতাল এবং শাদরি।

এই দুটো জাতিগোষ্ঠীর মধ্যে সাঁওতালরা সংখ্যাগরিষ্ঠ। তাদের ভাষা-কৃষ্টি-কালচারের সাথেও অনেকে পরিচিত। আদিবাসী গোষ্ঠীগুলোর মধ্যে সাঁওতালদের নিয়ে কাজ করেছে অনেক সংস্থা। সে তুলনায় শাদরিভাষীদের নিয়ে কাজ হয়েছে খুব কমই- যে কারণে তাদের ভাষা-কৃষ্টি-কালচার নিয়ে আমাদের জানার সুযোগ হয় নি খুব একটা। সম্প্রতি একটি ওয়ার্কশপে শাদরি ভাষার অসম্ভব শ্রুতিমধুর একটি গান শোনার সুযোগ হয়েছে। হুবহু শাদরি ভাষায় গানটি লিখে বাংলাতে অনুবাদ করে দিলাম এখানে। এটি লিখেছেন ও সুর করেছেন উত্তম কুমার ধর।

মূল গান

হামনি জীয়াল
হামনি সাবধান
হামনি হাউসিয়া
জীয়াল, সাবধান, হাউসিয়া।

হামনিকের নেখেই কুছ ডার
হামনিকের নি হতেই হার
জীয়াল, সাবধান, হাউসিয়া।

বাংলা অনুবাদ

আমরা সজীব
আমরা সতর্ক
আমরা তৎপর
সজীব, সতর্ক, তৎপর।

আমাদের নেই কোনো ভয়
আমাদের হবে না পরাজয়
সজীব, সতর্ক, তৎপর।


মন্তব্য

পলাশ দত্ত এর ছবি

থ্যাংকস গৌতম।

==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু

গৌতম এর ছবি

লেখাটি পড়ার জন্য আপনাকে তো আমার ধন্যবাদ জানানোর কথা! বদলে আপনি থ্যাংকস দিয়ে দিলেন? ভালো থাকবেন।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

অতন্দ্র প্রহরী এর ছবি

জীয়াল, সাবধান, হাউসিয়া।

দারুন! শেয়ার করার জন্য ধন্যবাদ।
_________________________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?

গৌতম এর ছবি

আপনাকেও অনেক ধন্যবাদ।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

পরিবর্তনশীল এর ছবি

ধইন্যবাদ। কিন্ত অডিও কই?
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

গৌতম এর ছবি

গানটা গেয়েছিলাম আমার মতো ব্যাং-কণ্ঠের অধিকারী কয়েকজন। অডিও দিলে আপনি যে আমার ফিজিক্যাল জিওগ্রাফি চেঞ্জ করে দিবেন, সে ব্যাপারে আমি নিঃসন্দেহ। তবে সুরেলা কণ্ঠে কারো গাওয়া গানটি যদি হাতে পাই, অবশ্যই দিবো। ধন্যবাদ।

আর স্যান্ডেলটা ঠিক করবেন না?
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

Joltorongo এর ছবি

চলুক

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।