স্বগতোক্তি

গৌতম এর ছবি
লিখেছেন গৌতম (তারিখ: বুধ, ১০/০৯/২০০৮ - ৫:০৫অপরাহ্ন)
ক্যাটেগরি:

রসগোল্লার কি রসবোধ আছে?
...তাহলে কেন খামাকা মানুষকে দোষারোপ করি?

ঘন থকথকে আনন্দের মধ্যে আমরা খুঁজি আঠালো যতো কষ্ট।


মন্তব্য

অতন্দ্র প্রহরী এর ছবি

দিলেন তো ভাই রসগোল্লার কথা মনে করিয়ে! রোযা থেকে এখন কিভাবে খাই বলুন তো! চিন্তিত
________________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?

গৌতম এর ছবি

একটু অপেক্ষা করেন। আমিও ইফতারি সামনে নিয়ে বসে আছি। অপেক্ষায় সোয়াব হয় বেশি...
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

তানবীরা এর ছবি

রসগোল্লার নেই, কিন্তু যে তাকে আস্বাদ করে তারতো অবশ্যই আছে।
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

গৌতম এর ছবি

সত্যিই কি আছে?
আমার ধারণা রসবোধ নেই, কিন্তু স্বাদবোধ আছে।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ফারুক ওয়াসিফ এর ছবি

হুমম!

হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।

গৌতম এর ছবি

ফারুক ভাই খালি হুমম! বললেন?
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

হাসান মোরশেদ এর ছবি

রসগোল্লার কি রসবোধ আছে?

নেই তো । রসবোধ আছে যারা রসগোল্লা গিলে খায়
-------------------------------------
"শিয়রের কাছে কেনো এতো নীল জল? "

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

গৌতম এর ছবি

তাও তাদের মধ্যে কোনো রসবোধ দেখি না!
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

পরিবর্তনশীল এর ছবি

চিন্তিত!
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

গৌতম এর ছবি

কী নিয়ে ভাই?
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

স্নিগ্ধা এর ছবি

রসগোল্লার কি রসবোধ আছে?

অবশ্যই আছে!!! রসগোল্লা নিজমুখে আমাকে বলে গ্যাছে।

অবশ্য আমার 'নিজমুখে' থাকা অবস্থায় বলেছে ..... কি শুনতে যে কি শুনেছি ...... হুমমম .....

গৌতম এর ছবি

ভালো করে শুনেন... এখনো কি তার মধ্যে কোনো রসবোধ আছে কি-না...
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

অনিশ্চিত এর ছবি

শিরোনামটা খেদোক্তি দিলে ভালো হতো। সুন্দর হয়েছে।

তুই এখন কবিতাও লিখিস!
‌‌-------------------------------------
হাত বাঁধা, কিন্তু দড়ি মুক্ত - হায় পৃথিবী!

‌‌-------------------------------------
হাত বাঁধা, কিন্তু দড়ি মুক্ত - হায় পৃথিবী!

গৌতম এর ছবি

তুই এইখানে খেদ পাইলি কই?
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

কীর্তিনাশা এর ছবি

উমমমম রসগোল্লা!! কে বলেচে তার রসবোধ নাই!!! আমি তার দুই দিনের ফাঁসির শাস্তি দাবী করতাছি।

আহাহা রসগোল্লা!!
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

গৌতম এর ছবি

রসবোধ না থাকলে আমিও তার ফাঁসি দাবি করছি।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।