এই ছড়াটির সাথে সম্ভবত সবাই পরিচিত। বিশেষ করে জেমসের একটি গানে ছড়াটি ব্যবহৃত হওয়ার পর অনেকেই এটি সম্পর্কে জেনেছেন। বাংলাদেশে যে কয়টি ছড়া প্রায় সবখানেই প্রচলিত, এটি তার একটি। তবে অঞ্চলভেদে এর অন্তর্গত শব্দের পার্থক্য ছড়াটিকে এক এলাকা থেকে আরেক এলাকায় ভিন্নতর রূপে উপস্থাপন করে। মোহনগঞ্জ ও তার আশপাশের এলাকায় ছড়াটি বলা এভাবে-
ওপেনটি বাইস্কোপ
নাইন টেন তেইশকোপ
সুলতানা বিবিয়ানা
লাট্টু বাবার বৈঠকখানা
লাট বলেছে যেতে
পানসুপারি খেতে
পানের আগায় মরিচ বাটা
ইশকুল ঘরের চাবি আঁটা
যার নাম রেণুবালা
তারে দিলাম মুক্তার মালা।
শব্দের অর্থ
লাট্টু = সাহেব শব্দের একটি ভিন্নরূপ
ছড়ার ব্যাখ্যা
এই ছড়াটি মূলত ছোট ছোট ছেলেমেয়েরা একটি বিশেষ খেলায় ব্যবহার করে। খেলায় ছেলেমেয়েদের দুজন মুখোমুখি দাঁড়িয়ে হাত উঁচু করে গেট বা তোরণ তৈরি করে। বাকিরা পরস্পরের কাঁধে হাত রেখে মানবশিকল তৈরি করে এবং ছড়াটি বলতে বলতে তোরণের ভেতর প্রবেশ করতে থাকে। এভাবে ছড়াটি বলতে বলতে যখন ‘মুক্তার মালা’ বলা হয়, তখন তোরণ তৈরিকারী দুজন তোরণের ভেতর যে অবস্থান করে তার গলায় হাতের মালা পরিয়ে দেয়, যার অর্থ এই খেলা থেকে তার মুক্তি। এভাবে খেলাটি চলতেই থাকে। সর্বশেষ যে দুজন থেকে যায়, তাদেরকেই পরবর্তীতে তোরণ তৈরি করে দাঁড়াতে হয়।
মন্তব্য
আমি অনেক জায়গায় চুলটানা বিবিয়ানা বলতে শুনছি
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
আমিও শুনেছি। একেক জায়গায় একেকভাবে বলা হয়।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
আয়হায় আপনার এটা পড়ে বুঝলাম ছোটবেলায় ঠিক মত না জেনেই, না বুঝেই শুনে শুনে উলটা পালটা মুখস্ত বলতাম,
আমার ভুলভাল ভার্শনটা এরকম,
ওপেনটি বাইস্কো
নাইন টেন তেশকো
সুলতানা বিবিয়ানা
সাহেব বাবুর বৈঠকখানা
সাহেব বলেছে যেতে
পানসুপারি খেতে
পানের আগা মরিচ বাটা
ইশকুলে ছবি আঁকা
যার নাম রেণুবালা
গলায় দিব ফুলের মালা।
অনেক ধন্যবাদ, এতদিনে ঠিকমত জানলাম
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
আপনারটাও হয়তো ঠিক। কারণ একেক জায়গায় ছড়াটি একেকরকমভাবে বলা হয়। কোনটি যে আসল সেটি বোধহয় এখন আর চিহ্নিত করার কোনো উপায় নেই। অবশ্য চিহ্নিত করারও দরকার নেই। সবগুলোই এখন আমাদের লোককথার অংশ।
আপনাকেও ধন্যবাদ।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
চুলটানা বিবিয়ানা
সাহেব বাবুর বৈঠকখানা
সাহেব বলেছে যেতে
পান সুপারি খেতে
পানের আগায় মরিচ বাটা
ইস্কাপনের ছবি আকা
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
হুম, অনেকটাই মিল আছে...
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়...
আমরা বলতাম
পানের আগা মরিচ বাটা
ইস্প্রিঙে চাবি আঁটা
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
হুম, দেখা যাচ্ছে এর একাধিক সংস্করণ আছে...
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
- থার্ডাই ল্যাখছিলো কয়দিন আগে।
মাননীয় থার্ডাই হাজির....
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
তাই নাকি! দেখি না। দেখতে হবে। জানানোর জন্য ধন্যবাদ।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
খালি যে মোহনগঞ্জের না এটা বোঝা যাচ্ছে, সবার কাছেই একটা সংস্করণ আছে। ভাল লাগল।
সেটাই। বহুল প্রচলিত ছড়াগুলোর একটি।
আপনাকে ধন্যবাদ।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
হুমায়ুন আহমেদও এক বইয়ে 'চুলটানা বিবিয়ানা' লিখেছিল ।
আমার বাড়ি মোহনগঞ্জে। মোহনগঞ্জ বা এ অঞ্চলের বিভিন্ন বিষয় নিয়ে হুমায়ূন আহমেদ লেখালেখি করেছেন। কিন্তু অনেক জায়গায় আমি যা শুনেছি বা জেনেছি, তার সাথে মেলে না।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
এটি সম্ভবতঃ বাংলাদেশের সব অঞ্চলে প্রচলিত সবচে' জনপ্রিয় লোকছড়ার একটি। আরেকটি ভার্সান দেখুনঃ
.।..।।.।।........................।...।।...।।
যার নাম রেণুবালা
যাইতে হবে নদ্যে জেলা
কলিকাতার মাথার কাঁটা
যশোহরের চিরুনী
এমন খোঁপা বেন্ধে দেবো
বেলীফুলের গাঁথুনী
(নদ্যে = নদীয়া)
===============================
তোমার সঞ্চয় দিনান্তে নিশান্তে পথে ফেলে যেতে হয়
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
এটি দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ভার্সনটি আমি আগে শুনিনি। ভালো লাগলো।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
আমারে চিন? মোহনগঞ্জ কোথায় বাড়ী।
স্যরি, চিনতে পারছি না যে! মোহনগঞ্জ শহরেই, খেলার মাঠের পাশে।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
নতুন মন্তব্য করুন