নিজের সাথে কথা বলা হয় না অনেকদিন। যদিও এই বাতিকটা অনেক পুরনো ছিলো, অনেক আনন্দের ছিলো- কিন্তু যখন থেকে নিজেকে হারাতে শুরু করলাম, তখন থেকে নিজের সাথে কথা বলাটা ভুলে গেলাম।
বহুদিন পর মনে হলো কথা বলেই দেখি। বলতে গিয়ে দেখি অনেক ভয়! অনেক শঙ্কা! অনেক দ্বিধা! নিজের সাথে নিজে কথা বলতেই যতো লুকোচুরি!
কী দিয়ে শুরু করবো! কনফেশনস! চেষ্টা করেও পারলাম না। তার চেয়ে অপরিচিত কাউকে ধরে তার সামনে গড়গড় করে বলে যাওয়া সম্ভব। স্বগতোক্তি! সহজ নয়। আয়নার সামনে দাঁড়ালেই যতো লজ্জ্বা!
নিজের সাথে মুখোমুখি হওয়ার সেই আনন্দময় দিনগুলো বোধহয় শেষ। বড় হয়েছি। জেনেছি অনেক গলিঘুপচির খবর। জেনেছি নানা শর্টকাট, ফাঁকি দেওয়ার উপায়গুলো। হয়তো প্রতারণা নয়, কিন্তু নিজেকে তালাবন্ধ করে রেখেছি যার চাবি পাসওয়ার্ড দিয়ে লক করা নিজেরই ভেতর।
হয়তো ইচ্ছেটাই ঘুমিয়ে আছে, তাই নিজেকে যাচাই করা হয় না অনেকদিন।
মন্তব্য
কী রে ভাই, কী ব্যাপার হইছে। মনে হচ্ছে আপনার মন ভালো নাই।
মন ঠিকই আছে। তবে আজকে খারাপ হয়ে গেলো। জুবায়ের ভাইয়ের নিউজটা পড়ে। সকালে এসেই ধাক্কা লাগলো বুকে।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
আয়নার সামন দাড়িয়ে যাওয়া যাক, তারপর অপেক্ষা .......
একবার দাঁড়াতে পারলেই হলো। নিজের সঙ্গে বাকি কথা হয়ে যাবে এমনিতেই...
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
কঠিন জিনিষ মনে করিয়েছেন। আমিতো বহু বৎসর হয় ঐ রাস্তায় পা-ও বাড়াই না। আসলে পা বাড়ানোর সাহস নাই। নিজেকে সান্ত্বনা দেই এই বলে যে, মানুষের জ্ঞান-বুদ্ধি হলে মানুষ আর এই খেলাটা খেলতে পারে না।
===============================
তোমার সঞ্চয় দিনান্তে নিশান্তে পথে ফেলে যেতে হয়
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
আমিও বহুদিন ওই রাস্তায় পা বাড়াই নাই। কিন্তু একসময় না একসময় বাড়াতেই হয়। নিজেকে এড়ানো যায় না।
দ্বিতীয় কথাটার সাথে দ্বিমত। আমার মনে হয়, মানুষের সত্যিকার জ্ঞানবুদ্ধি হলেই মানুষ এই খেলাটা খেলতে পারে, আরও ভালোভাবে।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
আসলেই গৌতম ভাইয়ের কি মন খারাপ নাকি ?
মনটা যেন ভাল হয়ে যায় সেই কামনাই করছি।
তবে কথা খুব সত্যি বলেছেন, নিজেকে যাচাই করা সহজ নয়।
--------------------------------------------------------
নিজেকে যাচাই করা দুনিয়ার কঠিন কর্মগুলোর একটি বলে আমার মনে হয়।
ধন্যবাদ, দোয়া করি আপনি বড় হোন। ভুঁতের বাচ্চা থেকে তাড়াতাড়ি ভূঁত হয়ে যান।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
ধুরো... আয়নার সামনে খাড়াবে মেয়েরা... লিপস্টিক দিতে... আপনে আসেন তো সাকুরায় যাই... সেখানে এতো অন্ধকার... কিছুই আধাহাত দূরের জিনিসও ঠিকঠাক দেখা যায় না।
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
ওই মিয়া, আপনি আয়নার সামনে খাড়ান না! এইখানে আবার জেন্ডার বিভাজন ক্যান?
তবে সাকুরায় যাওয়ার তরিকাটা মন্দ না। লন যাই। আপনি কিন্তু আমার ত্থিকা এক হাত দূরে থাকবেন। হিক্
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
মানুষ পৃথিবীর সবাইকে ফাঁকি দিতে পারলেও নিজেকে সে কখনোই ফাঁকি দিতে পারে না। আর যখনই এমন কোন কৃতকর্মের দায় তার বিবেকবোধের দরজায় ধাক্কা মারতে শুরু করে, তখনই সে হয়ে যায় একা। এবং নিজের মুখোমুখি দাঁড়াতে ভিত হয়ে ওঠে।
তালাচাবির পাসওয়ার্ডটা যারা ভুলে যায় তাদের আর ফিরে আসা হয় না কখনো। অতএব পাসওয়ার্ড যত্নে রাখুন। এখন না হোক, একসময় না একসময় অনিচ্ছাকৃতভাবে হলেও নিজের মুখোমুখি হতেই হবে। উপায় নেই।
আমি ঠিক জানি না, আপনি কতোটা গভীর উপলব্ধি দিয়ে এই ভয়ঙ্কর সত্যিবচনগুলো এতো চমৎকার আবৃত্তি করলেন !
শুভেচ্ছা রইলো।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
পাসওয়ার্ডটা অযত্নে লুকিয়ে ছিলো। অনিচ্ছা দেখিয়ে দিলো অযত্নও কতোটা যত্নহীন হতে পারে। যত্নের পৃথিবী যেখানে মায়াময়, অযত্ন সেখানে মোহময়তার কথা বলেই খালাস।
আপনার শুভেচ্ছার জন্য ধন্যবাদ।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
হুমম।
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
কী তানবীরা?
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
আসলেই অনেকদিন যাচাই করা হয় না নিজেকে!
__________________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?
ধন্যবাদ অতন্দ্র প্রহরী। লেখাটি পড়ার জন্য।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
নতুন মন্তব্য করুন