অফিসিয়াল কাজে ঢাকার বাইরে যাচ্ছি, আমার স্বপ্নের ঢাকার বাইরের জেলাগুলোতে। প্রায় এক সপ্তাহ পুরো উত্তরবঙ্গ চষে বেড়াতে হবে। আগামী শনিবার এই যাত্রা শুরু হবে, শেষ হবে বৃহস্পতি বা শুক্রবারে। আপাতত যাত্রার স্কেজ্যুলটা এরকম-
শনিবার- ঢাকা থেকে সোজা গাইবান্ধা, তারপর ব্যাক করে বগুড়াতে রাত্রিযাপন।
রোববার- বগুড়া থেকে কুড়িগ্রাম হয়ে রংপুরে সেদিনকার মতো যাত্রাবিরতি।
সোমবার- নীলফামারী গিয়ে দিনাজপুরে বিশ্রাম।
মঙ্গলবার- সোজা বনলতা সেনের বাড়ি। সেখানে অন্তত একটা রাত না থেকে পারা যায়!
বুধবার- রাজশাহী গিয়ে পাবনায় ব্যাক।
বৃহস্পতিবার- পাবনা থেকে আবার ঢাকা।
শুক্রবার- রিজার্ভ ডে
যাত্রা শুরুর পর কাজের ধরন দেখে স্কেজ্যুল অদলবদল হতে পারে। তবে মোটামুটি উল্লিখিত সবগুলো জেলাতেই একবার করে হলেও যেতে হবে। আর স্কেজ্যুল দেখেই বুঝা যাচ্ছে, মোটামুটি ২৪ ঘণ্টাই থাকতে হবে গাড়িতে। অর্থাৎ দৌড়ের ওপর পুরা সপ্তাহ।
তাতে অবশ্য আমার কোনো সমস্যা নেই। ঢাকার বাইরে যাচ্ছি, এটাই আমার জন্য মহা-আনন্দের। এই আনন্দ আমি কোথায় লুকাই?
ভালো কথা, এই পথে কি কোনো সচল বা অতিথি সচল আছেন? থাকলে এবং সচল-অতিথি সচল রাজি থাকলে দেখা হতে পারে, কথা হতে পারে, দু’দশ মিনিটের দ্বিপাক্ষিক আড্ডাও হতে পারে- এককাপ গরম চা খেতে খেতে। ব্যক্তিগত মেসেজে কিংবা -এ আওয়াজ দিতে পারেন, এই বৃহস্পতিবারের মধ্যে। ভালো হয় ফোন নম্বরটাও দিলে।
খুব গান গাইতে ইচ্ছে করছে-
চলে আমার গাড়ি হাওয়ায় চলে উইড়া উইড়া
উত্তরবঙ্গ দেখমু আজ একজনে ঘুইরা ঘুইরা...
মন্তব্য
চাঁটগা আইলে আওয়াজ দিয়েন, অতিথি সচলের সীমিত আতিথ্যের ঘোষনা রইল
নীড় সন্ধানী, চাঁটিগা
আগামীবার চাঁটগা গেলে নীড় সন্ধানীর কাছ থেকে চা না খেয়ে আসা হবে না- জোর গলায় এই ঘোষণা দেওয়া হইলো।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
সিট খালি থাকলে দুএকজনরে সাথে নিয়া যান।
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
---------------------------------------------------------
ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.
আপনি আসেন। আপনারে নিয়া যাই।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
যাত্রা শুভ হোক। আমি ঢাকাতেই, ফিরে এসে চা/কফি খাওয়া যাইতে পারে!
ধন্যবাদ। তাহলে এটা ফাইনাল থাকলো- ঢাকাতে ফিরে এসে চা-কফি খাওয়া হবে।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
সিদ্ধার্থ আপনার শিষ্যত্ব লাভের আশায় একলব্য হয়ে বসে আছি পাবনার চাঁদমারী মোড়ে।
০১৮১৯-৯০৬৯১৮, ০১১৯১-০০৯৫৫৫ -তে একটা কুক দিলেই সারা মিলবে।
ধন্যবাদ। নম্বরটি সেভ করে রাখলাম। ঠিক সময়ে ফোন দিতে পারবো বলে আশা করি।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
দুঃখিত জুলফিকার ভাই। পরিকল্পনা থাকলেও নানা কারণে আপনাকে আর ফোন দেওয়া হয় নি। তার মধ্যে একটি হচ্ছে সময় স্বল্পতা। পাবনা শহরে থাকতে পেরেছি সাকুল্যে এক ঘণ্টা।
আশা করি আগামীবার দেখা হবে।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
::: http://www.bdeduarticle.com
::: http://www.facebook.com/profile.php?id=614262553/
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
- রঙ্গে আছেন মিয়া।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
হ, রঙ্গে আছি না? দৌড়ের ওপর আছি।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
ইশশিরে...জব্বর একখান সপ্তা যাইবো।
হ. দৌড়ের উপ্রে।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
আসবো নাকি?
আমারো যেতে ইচছে করছে ।
এম. এম. আর. জালাল
"ফিরে দেখুন একাত্তর ঘুরে দাঁড়াক বাংলাদেশ।"
এম. এম. আর. জালাল
"ফিরে দেখুন একাত্তর ঘুরে দাঁড়াক বাংলাদেশ।"
আসেন জালাল ভাই। একসাথে আড্ডা দিতে দিতে যাই।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
ইশ্ আমিও যদি যাইতে পারতাম
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
আসেন, এখনও সিট খালি আছে।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
দৌড়ের উপর আছি... তাই না পড়েই কমেন্ট করে গেলাম..
হা হা হা, ভালো বলেছেন।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
টু্র তাইলে পাবনায় গিয়া শেষইতেছে?
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
হা হা .. ঠিকমত ফিরতে পারলেই হয়
পাবনা হইয়া ঢাকাতে। আপনার চোখের তো চিকিৎসা করানো দরকার।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
নতুন মন্তব্য করুন