‘জ্ঞানই শক্তি’ বলা হলেও জ্ঞান কুক্ষিগত করে রাখা হলে সেটা আর সব মানুষের শক্তি হয়ে উঠতে পারে না। জ্ঞান তখন ব্যবহৃত হয় মানুষকে দমিয়ে রাখার অস্ত্র হিসেবে- ব্যক্তিগতভাবে আমি এটা বিশ্বাস করি। যে কারণে knowledge is power only when it is shared স্লোগানকে শিরোধার্য করে www.bdeduarticle.com নামে শিক্ষাবিষয়ক একটি ওয়েব সাইট চালু করলাম। এই ওয়েব সাইটে মূলত বাংলাদেশের শিক্ষা সম্পর্কিত বিভিন্ন তথ্য, কলাম, গবেষণা প্রবন্ধ, নিবন্ধ, জার্নালে প্রকাশিত প্রবন্ধ ইত্যাদি থাকবে। তবে যাই থাকুক না কেন, সবকিছুই থাকবে সবার জন্য উন্মুক্ত। লেখকের কৃতিত্বটুকু যথাযথ উপায়ে ও পদ্ধতিতে স্বীকার করে যে কেউ এই ওয়েব সাইটের তথ্য অবাণিজ্যিক উদ্দেশ্য ব্যবহার করতে পারবে। বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করতে চাইলে সরাসরি লেখকের সাথে যোগাযোগ করতে হবে।
এই ধরনের একটি ওয়েব সাইট করার চিন্তা আসে মাস্টার্স পড়ার সময়। থিসিসের কাজে বিভিন্ন ওয়েব সাইটে ঢু মারতে গিয়ে দেখি- থিসিসের বিষয় সম্পর্কিত প্রচুর লেখা ইন্টারনেটে রয়েছে। কিন্তু যেগুলো আমার প্রয়োজনীয়, সেগুলোর প্রায় কোনোটিই বিনামূল্যে ডাউনলোড করা যায় না। অর্থাৎ আর্টিকেল বা প্রবন্ধগুলো না কেনা ছাড়া উপায় নেই। ফলে ইচ্ছে থাকলেও সে সময় মাস্টার্সের থিসিসে অনেক কিছুই করা যায় নি। ইনস্টিটিউটের শিক্ষকদেরও জার্নাল অ্যাকসেস ছিলো না খুব বেশি। সে সময়ই প্রথম চিন্তা আসে এমন একটি ওয়েব সাইট বানানো, যেখানে শিক্ষা বিষয়ক প্রায় সবকিছুই থাকবে- যে কেউ তাঁর নিজস্ব প্রয়োজনে ওয়েব সাইট থেকে যে কোনো তথ্য মূল লেখককে স্বীকৃতি দিয়ে ব্যবহার করতে পারবে।
এতোদিন পর হলেও পরীক্ষামূলকভাবে এই ওয়েব সাইটটি তৈরি করতে পেরেছি। আপাতত ডিজাইন আর কয়েকটি লেখা দিয়েই সাইটটি চালু করা হলো। মেইন মেনুতে বাংলাদেশের শিক্ষার স্তর ও পর্যায় অনুযায়ী বেশ কিছু বিভাগ রাখা হয়েছে, আর স্পেশাল মেনুটি শিক্ষার বিভিন্ন কম্পোনেন্ট অনুযায়ী ভাগ করা হয়েছে। সাইটটি তৈরি করা হয়েছে জুমলা সিএমএস দিয়ে।
সাইটটি ভিজিট করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। অনুরোধ জানাচ্ছি সাইট সম্পর্কিত কোনো পরামর্শ থাকলে তা জানানোর এবং এই সাইটের জন্য লেখা দেওয়ার। নতুন বা পুরনো, শিক্ষার সাথে সম্পর্কিত যে কোনো লেখা যার কপিরাইট শুধু আপনার নিজের, অন্য কারো নয়, তেমন লেখা -এখানে ইমেইল করে পাঠানোর অনুরোধ করছি।
চেষ্টা করছি দেশ ও দেশের বাইরে বিভিন্ন জায়গা থেকে লেখা সংগ্রহ করতে। ইতোমধ্যে দেশের অনেক শিক্ষাবিদ, শিক্ষক, লেখক তাঁদের লেখা দেওয়ার মৌখিক প্রতিশ্রুতি দিয়েছেন। গবেষণার সাথে সম্পর্কিত বেশ কয়েকটি সংস্থাও তাদের বিভিন্ন গবেষণাপত্র এখানে দেওয়ার মৌখিক প্রতিশ্রুতি দিয়েছে। আশা করছি, আগামী ছয় মাসের মধ্যে এটিকে একটি কার্যকর ওয়েব সাইট হিসেবে গড়ে তুলতে পারবো।
আর এই কাজটি করতে গেলে আপনাদের সবার সাহায্য দরকার। খুব দরকার। বিশেষ করে লেখা দেওয়া এবং লেখা সংগ্রহ করার ব্যাপারে আপনাদের সাহায্য আশা করছি।
এই সাইট চালাতে বেশ কিছু খরচের দরকার হবে। এই খরচ আপাতত নিজে চালালেও পরবর্তী সময়ে শুধু শিক্ষার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন বিজ্ঞাপন থেকে সংগ্রহ করতে হবে বলে মনে হচ্ছে। যদি তাও সম্ভব না হয়, গুগলের অ্যাডসেন্স থেকে বিজ্ঞাপন সংগ্রহ করতে হতে পারে। এই কাজগুলো করতে পারলে ভবিষ্যতে লেখকদের যথাযথ সম্মানী দিয়ে লেখা প্রকাশের আশাও করতে পারি। সংবাদপত্র বা ম্যাগাজিনে লেখকদের লেখা ছাপা হলে তাঁরা সম্মানী পান- এই ধারাটা (বিশেষ করে নবীন লেখকদের জন্য) এখানে চালু করতে চাই।
পাশাপাশি আরেকটি পরিকল্পনা মাথায় ঘুরছে। ওয়েব সাইটটি আপাতত ইংরেজিতে করা হলেও ভবিষ্যতে এতে বাংলা লেখা যুক্ত করা হতে পারে, কিংবা শিক্ষা বিষয়ে আলাদা একটি বাংলা সাইট চালু করা হতে পারে। এই সাইটের সাফল্য কিংবা ব্যর্থতা দেখে সিদ্ধান্তটি নিতে চাই। কারণ লেখা সংগ্রহের ব্যাপারে প্রচুর মানুষজনের সাথে কথা বলেছি ইতোমধ্যে, যতোদূর প্রতিউত্তর বা রিপ্লাই পেয়েছি, তাতে কিছুটা হতাশই হয়েছি। হয়তো ইংরেজিতে করা বলে এই হতাশা, বাংলাতে করা হলে হয়তো প্রচুর লেখা পাওয়া যাবে।
আরেকটি বিষয় আপনাদের কাছ থেকে জানা দরকার। এই ধরনের সাইটের জন্য কোন সিএমএসটি উপযুক্ত? আমি ব্যক্তিগতভাবে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানি না। গুগলিং করতে করতে এটুকু শিখেছি। বাংলা সাইট করার জন্য জুমলার চেয়ে কি ড্রুপাল বেশি উপযুক্ত? আর জুমলা বা ড্রুপাল দিয়ে সাইট তৈরি করতে গেলে এক ধরনের ফোরাম ফোরাম আউটলুক এসে যায়। এমন কোনো সিএমএস কি আছে যা দিয়ে এ ধরনের সাইট খুব সহজেই তৈরি করা যাবে?
ওয়েব সাইটটির বিষয়ে প্রায় সবকিছুই আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আপনাদের মতামত, পরামর্শ ও লেখার অপেক্ষায় আছি। সবাইকে ধন্যবাদ।
পুনশ্চ: এই সাইটটি হোস্ট করার সময় একটি টেকনিক্যাল সমস্যায় পড়েছিলাম। সচল আলমগীর ভাই সেটি ঠিক করে দিয়েছেন। তাঁকে ধন্যবাদ।
মন্তব্য
ওয়েবসাইটটি দেখলাম। আপনার উদ্দেশ্যকে স্বাগতম। Education এর সাথে wider audience এর কথা মাথায় রেখে Science কে ও সাথে রাখতে পারেন। অন্য একটি সাইট এর কথা মনে পড়ছে। http://www.bdresearchpublications.com/ দেখেছেন কি?
আপনার সাফল্য কামনা করছি।
উৎসাহিত করার জন্য ধন্যবাদ। আপাতত শিক্ষাটাকেই মাথায় রাখছি। পরে বিজ্ঞান বিভাগটি যুক্ত করা যেতে পারে। আপনার পাঠানো সাইটটিও দেখলাম।
ভালো থাকুন।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
সচলের একটি বe প্রকল্প আছে, "বাংলা যত ওয়েবসাইট"। আপনার এ লেখা ওখানে লিস্টেড হওয়া দরকার।
এটা কীভাবে করা যাবে জানি না। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
জ্ঞান ভাগাভাগি করার উদ্যোগকে স্বাগত।
___________________
সহজ কথা যায়না বলা সহজে
আপনাকে ধন্যবাদ।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
১।
আপনার উদ্যোগকে স্বাগতম।
২।
যেহেতু জ্ঞান ভাগাভাগির কথা আসছে তাই আমার মতে প্রতিটা লেখায় কমেন্ট করার অপশন থাকলে মনে হয় ভালো হয়... এতে কেবল লেখক ছাড়াও অন্যদের অংশগ্রহনের সুযোগ থাকে।
৩।
বর্ণমালা অনুসারে লেখকদের নামের একটা মেনু থাকলে পরবর্তীতে যেকোন লেখকের লেখা খঁজে বের করতে সুবিধা হবে।
৪।
লেখার সাথে লেখকের সংক্ষিপ্ত পরিচয় আর ইমেইল এড্রেস থাকলে মনে হয় আরো ভালো হয়... অন্তত কার লেখা পড়ছি সে সম্পর্কে একটা ধারনা থাকে।
_______________
এক ছাগলের দুই কান,
তুই আমার জানের জান।
_______________
::সহজ উবুন্টু শিক্ষা::
১. ধন্যবাদ।
২. ঠিক তাই। এটার কথা চিন্তাও করেছিলাম। কিন্তু একটু সময় লাগবে। এই লাইনে আমি একেবারেই নতুন। দেখি কীভাবে কমেন্টের অপশন বসানো যায়।
৩. এটা করারও চেষ্টা করবো।
৪. লেখকের পরিচয় দিয়েছি কয়েকটা লেখায়। ইমেইল অ্যাড্রেসটিও দিতে হবে।
পরামর্শের জন্য অসংখ্য ধন্যবাদ।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
জুমলা বা দ্রুপালের চেয়ে আরো সহজ মনে হয় ওয়ার্ডপ্রেস... যদিও এইটা ব্লগ ইঞ্জিন তারপরো যেহেতু আপনি ডাটাবেস ব্যবহার করবেন সেক্ষেত্রে মনে হয় ওয়ার্ডপ্রেস বেটার... যদিও আমি এই লাইনে নাদান!! মুরুব্বীরা আরো ভালো বলতে পারবেন...
_______________
এক ছাগলের দুই কান,
তুই আমার জানের জান।
_______________
::সহজ উবুন্টু শিক্ষা::
সহজ-কঠিন ব্যাপার না। শিখে নিবো। কিন্তু সিএমএস দিয়ে ঠিক ব্লগ বা ফোরাম জাতীয় না, প্রফেশনাল ওয়েব সাইট করতে চাই। আর এটা করতে হলে কোনটা ব্যবহার করবো তাই বুঝতে পারছি না। আপনার পরামর্শটা মাথায় থাকলো। দেখি, মুরুব্বিরা কী বলেন।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
সাইটের সাফল্য কামনা করছি। তবে লেখা পাওয়া কিন্তু প্রায় অসম্ভব হবে।
সিএমএস বিষয়ে:
জুমলা বা দ্রুপাল যেকোনটি দিয়েই করতে পারেন। তবে দ্রুপাল বেস্ট। জুমলা দিয়ে সাইট তৈরি করা সহজ কিন্তু দ্রুপালে লার্নিং কার্ভ আছে। জুমলা বুঝতে আমার মোটামুটি ৩০-৪০ ঘন্টা লেগেছিল, আর দ্রুপালএর কিছু অংশ বুঝতেই প্রায় ৭/৮ মাস লেগেছে।
জুমলার ভালো ভালো টেমপ্লেট পাওয়া যায়, ফলে সাইট দেখতে খুব আকর্ষনীয় হয়। আর দ্রুপালে তেমন আকর্ষণীয় থিম নেই। ফলে নিজের বানাতে হবে অথবা কোন একটাকে মডিফাই করতে হবে। ভবিষ্যতের কথা চিন্তা করলে দ্রুপালে যাওয়াই উত্তম। তবে আপনি যেহেতু নতুন, তাই কিছুদিন জুমলা নিয়ে কাজ করে দেখেন কেমন লাগে।
...............................
নিসর্গ
ধন্যবাদ, প্রকৃতিপ্রেমিক। লেখা পাওয়াটা আসলেই কঠিন।
ড্রুপাল নিয়ে নড়াচড়া শুরু করেছি। ইয়ে, মানে ড্রুপালের ওপর কোনো ই-বুক আছে যেটা পাইরেসি বা কপিরাইট আইন ভঙ্গ না করে শেয়ার করা যায়? উপকৃত হতাম।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
খুঁজতে খুঁজতে এই লিংকটা পেলাম। ও'রিলির প্রথম দ্রুপাল বই। লুলাবট তার টীম নিয়ে বইটা লিখেছে। যদিও কমার্শিয়ালি পাওয়া যায়, এখানে একটা লিগ্যাল লিংক আছে যেটা দিয়ে অনলাইনে পড়া (প্রিভিউ দেখা) যায়।
...............................
নিসর্গ
ধন্যবাদ, প্রকৃতিপ্রেমিক। সময় পেলে www.bdeduarticle.com ওয়েব সাইটটা দেখবেন, যদি কোনো মন্তব্য বা পরামর্শ থাকে জানাবেন। ঠিকই একই ধরনের আরেকটি সাইটের পরিকল্পনা করছি- তবে এটা হবে পুরোপুরি বাংলায়।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
::: http://www.bdeduarticle.com
::: http://www.facebook.com/profile.php?id=614262553/
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
নতুন মন্তব্য করুন