কবিতা ও কিছু উত্তরাধুনিক কথাবার্তা

গৌতম এর ছবি
লিখেছেন গৌতম (তারিখ: রবি, ১৭/০৫/২০০৯ - ২:৪৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

গতকাল আমি একটা কবিতা লিখলাম-

শুধু বিঘে দুই, ছিলো মোর ভুঁই...

থামানোর দরকার ছিলো না। আমি জানতাম আপনারা আমাকে থামিয়ে এই কথাটাই বলবেন। তবে শুনুন এই লাইনগুলো। আমারই লেখা-

শোনা গেল, লাশকাটা ঘরে নিয়ে গেছে তারে...

আপনারা যদি এমন করেন মশাই, তাহলে তো কথা বলাই দায় হয়ে যাবে!

*****
উত্তরপ্রজন্মের মানুষদের অনেক সুবিধা থাকলেও সময় সময় অসুবিধাটাই মুখ্য হয়ে উঠে। দেখুন, আর দশজনের মতো আমিও একজন মানুষ। আমার মনেও ভাব আছে, ভাবাবেগ আছে। সেগুলোর প্রকাশও আছে। কিন্তু যখনই যা বলতে যাই, দেখি পূর্বপ্রজন্মের মানুষেরা সব বলে বসে আছেন। রবীন্দ্রনাথ ঠাকুর নামের এক ভদ্রলোক তাঁদের গুরু। এই লিস্টে আরো আছেন- জীবনানন্দ দাশ, বুদ্ধদেব বসু, সুধীন্দ্রনাথ দত্ত, কাজী নজরুল ইসলাম ইত্যাদি ইত্যাদি।

অবশ্য এর জন্য পুরোপুরি তাঁদের দায়ী করলে অধর্ম হবে। সৃষ্টিকর্তা বলে যদি কেউ থাকেন, তাহলে তিনি দায়ী। না হলে প্রকৃতিকে দায়ী করা ছাড়া উপায় নেই।

আপনি একটু লক্ষ করলেই বুঝতে পারবেন- প্রকৃতি সময়ের সিস্টেমটা এমনভাবে সাজিয়েছে যে, সেটি প্রথমে অতীতে থাকে, তারপর বর্তমান হয়ে ভবিষ্যতে যায়। যেহেতু অতীতটা আগে আসে, তাই অতীতের কেউ কিছু বললে সেটিকেই রেফারেন্স হিসেবে ব্যবহার করতে হয়। তা বর্তমান কিংবা ভবিষ্যতের কেউ নিজ থেকে যা-ই বলুক না কেন! একই ভাব দুপ্রজন্মের মানুষের মধ্যে একইভাবে উদিত হতে পারে, তাই বলে বড় হওয়ার সুবাদে সেটি পূর্বপুরুষদের সম্পদ হয়ে থাকবে- এ কেমন কথা!

*****
বিজ্ঞানীরা অনেক অসাধ্য সাধন করতে পারেন। বিজ্ঞানেই পড়েছি, অতীতের মানুষ যা কল্পনাও করতে পারে নি, বর্তমানের মানুষ নাকি তাই সাধ্য করেছে। সুতরাং আমরা যদি এখন কল্পনা করি যে, ভবিষ্যতের সময় চলবে উল্টা দিকে তাহলে কি সেটি ভুল হবে?

আমার মনে হয় না। বিজ্ঞানীরা যে হারে এগিয়ে যাচ্ছেন, তাতে আগামী কয়েক শতকের মধ্যেই এমন ম্যাকানিজম আবিষ্কার করবেন যে, সময় বাপ বাপ করে উল্টো দিকে অর্থাৎ ভবিষ্যত থেকে অতীতের দিকে বইতে থাকবে। আর এটা যদি ঠিক হয়, তাহলে রবীন্দ্রনাথ-সুধীন্দ্রনাথ-জীবনানন্দ-বুদ্ধদেব-নজরুল প্রমুখরা যা লিখে গেছেন, সেগুলো লিখে ফেলাটাই হবে বুদ্ধিমানের কাজ। তখন সবাই বলবে- দ্যাখো, ব্যাটারা গৌতমের লেখা নকল করে বড় কবি হওয়ার চেষ্টা করছে।

কী মজা হবে, তাই না?

(পুরো ঘটনা কাল্পনিক। এর সাথে বাস্তবতা খুঁজে পেলে তা হবে 'অনভিপ্রেত কাকতালমাত্র')


মন্তব্য

সুলতানা পারভীন শিমুল এর ছবি

হা হা হা
তখন সবাই বলবে- দ্যাখো, ব্যাটারা গৌতমের লেখা নকল করে বড় কবি হওয়ার চেষ্টা করছে।
তখন কেন, গৌতম? আমরা নাহয় এখন থেকেই সেটা বলি? চোখ টিপি

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

গৌতম এর ছবি

বলেন বলেন, কুনু আপুত্তি নাই। বড়ই দুষ্কে আছি।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

::: http://www.bdeduarticle.com
::: http://www.facebook.com/profile.php?id=614262553/

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

সুলতানা পারভীন শিমুল এর ছবি

সিরিয়াস দুস্কে থাইকেন না। বিলাসী দুস্কু হইলে ঠিক আছে... হাসি

..........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

গৌতম এর ছবি

দুষ্ক দুষ্কই। এর কোনো বিলাস-অভিলাস নেই। হাসি
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

::: http://www.bdeduarticle.com
::: http://www.facebook.com/profile.php?id=614262553/

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

অছ্যুৎ বলাই এর ছবি

প্রথম কবিতার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত যেতে হবে না,খালেদা জিয়াও কপিরাইটের মামলা করতে পারেন। চোখ টিপি

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

আলাভোলা এর ছবি

হো হো হো

গৌতম এর ছবি

কোনটার কথা বলছেন ভাই। লিংক দেন। শুইন্যা মন জুড়াই।

মামলা করুক, সমস্যা নাই। ভবিষ্যত এর বিচার করবে। হাসি
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

::: http://www.bdeduarticle.com
::: http://www.facebook.com/profile.php?id=614262553/

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

নজমুল আলবাব এর ছবি

আপনে কিভাবে ভাবলেন ফাঁকা মাঠে একাই গোল দেবেন? আমরা কি থাকবো না? জীবনানন্দ আর নজমুল আলবাব এ বুকিং দিয়ে রাখলাম। কেউ যদি হাত বাড়ায় খবর করে ছেড়ে দেবো, হু...

------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল

গৌতম এর ছবি

আপনি জীবনানন্দ বুকিং দেন। সম্প্রতি বউ, বাটা আর বলসাবান বিষয়ক একটা বইয়ের খোঁজ পেলাম। মোটামুটি টাটকা। আমি ওইটা বুকিং দিলাম।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

::: http://www.bdeduarticle.com
::: http://www.facebook.com/profile.php?id=614262553/

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

মণিকা রশিদ [অতিথি] এর ছবি

আইডিয়া খুবই ভালো। তবে মামলা খাইতে চাই না! আপনি শুরু করেন, আপনার কি আবস্থা দাঁড়ায় তার ফলো-আপ দেখি আগে। লেখা অনেক ভালো লাগছে।

গৌতম এর ছবি

ভয় পেয়ে ডরে না বাংগালী দেঁতো হাসি
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

::: http://www.bdeduarticle.com
::: http://www.facebook.com/profile.php?id=614262553/

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

রণদীপম বসু এর ছবি

ফাইন ! ইয়োগায় গৌতমের ভালো কাজ দিচ্ছে দেখা যাচ্ছে ! প্রথমেই মাথা থেকে শুরু হয়েছে ! এটা ভালো লক্ষণ ! মাথা থেকে যা কাজ শুরু করে, তা গোটা শরীরে কাজ করতে বেশি সময় নেয় না ! খুবই আশাপ্রদ ঘটনা !

চালিয়ে যান গৌতম ! ফলাফল অতীব উত্তম !

আমার বুকিং কিন্তু কালিদাসে !!!

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

গৌতম এর ছবি

হা হা হা! রণদা যা বলেছেন না দাদা!

দেন দেন, বুকিং দেন তাড়াতাড়ি।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

::: http://www.bdeduarticle.com
::: http://www.facebook.com/profile.php?id=614262553/

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

তানবীরা এর ছবি

দ্যাখো, ব্যাটারা গৌতমের লেখা নকল করে বড় কবি হওয়ার চেষ্টা করছে।
আবার জিগস

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

গৌতম এর ছবি

আবার জিগস। হাসি
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

::: http://www.bdeduarticle.com
::: http://www.facebook.com/profile.php?id=614262553/

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ভুতুম এর ছবি

জটিল হইছে। আমি বুকিং দিলাম শিবরাম আর নারায়ণ গঙ্গোপাধ্যায়ে।

-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি

গৌতম এর ছবি

দেন দেন। তাড়াতাড়ি বুকিং দেন।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

::: http://www.bdeduarticle.com
::: http://www.facebook.com/profile.php?id=614262553/

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

কনফুসিয়াস এর ছবি

ইন্টারেস্টিং! ভেবে হেব্বি মজা লাগছে।
-----------------------------------
আমার ইচ্ছে হলো বাজাতে গীটার, মন আমার, মন আমার, মন আমার-

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

গৌতম এর ছবি

...মজা তো লাগবেই। মানুষ যে হারে বুকিং দেয়া শুরু করেছে...
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

::: http://www.bdeduarticle.com
::: http://www.facebook.com/profile.php?id=614262553/

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।