কালচারের অপমান আমার নিজের অপমান কিনা বুঝতে পারছি না

গৌতম এর ছবি
লিখেছেন গৌতম (তারিখ: বুধ, ০৭/১০/২০০৯ - ১২:৪৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

লগইন করতে পড়তে হবে।

প্রিয় মডারেটরস, সাম্প্রতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এই লেখা কোনো শুভ ফল বয়ে আনবে না জানি। কিন্তু নিজের বিলম্বিত ক্ষোভটুকু প্রকাশ করা দরকার। তাই লেখাটা মডারেশনের জন্য জমা দিলাম। আপনারা চাইলে প্রকাশ করতে পারেন, এমনকি নীড়পাতায় প্রকাশ না করলে আমার ব্যক্তিগত ব্লগেও প্রকাশ করতে পারেন। সেক্ষেত্রে মন্তব্য করার অপশনটি উঠিয়ে দিলে খুশি হবো। আর যদি কোথাও প্রকাশ না-ই করেন, তাহলে জানালে উপকৃত হবো। আর প্রকাশ করলে পুরো লেখাটাই রেস্ট্রিক্ট করা থাকবে। ধন্যবাদ। বিনীত
গৌতম


মন্তব্য