আমার শিশুর কান্না!

গৌতম এর ছবি
লিখেছেন গৌতম (তারিখ: সোম, ০২/১১/২০০৯ - ৯:১৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

পত্রিকাটা, আজকের, হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে হাহাকারে নিভে গেলাম। বুকের ভেতর অতর্কিতে জমে উঠা ভেজা দলা নিজে থেকে বের হওয়ার সাহস করে না- চোখ-মুখ দিয়ে বের হয়ে গেলে তাই যে স্বস্তিটুকু পাওয়া যেতো, অক্ষম ক্রোধে সেটি আরও দলা হতে হতে ঘুর্ণি তোলে। নিজেকে ছিঁড়েখুড়ে টুকরো টুকরো করে ফেললে যে শান্তিটুকু পাওয়া যেতো, সেটি নির্বাপিত হয় বালিশে মুখ লুকানোর মধ্যে।

অবোধের চেয়ে একটু বড় একটা শিশু কাঁদছে অঝোর ধারায়। সংবাদপত্র জানায়, টঙ্গীতে পুলিশ-শ্রমিক সংঘর্ষের পর দুদিন নিখোঁজ তার পিতা অবশেষে মারা গেছে। কে মারা গেছে? বাবা? একটা মানুষ? ...খবরটি আবার পড়ি। বাবা-মানুষ- কেউ না, মারা গেছে আসলে একজন শ্রমিক। রাষ্ট্রের চোখে একজন শ্রমিক, পুলিশের চোখে একটা শ্রমিক, সংবাদপত্র পাঠকের চোখে একজন শ্রমিক... আর মালিকপক্ষের চোখে (হয়তো) একটা চুতিয়া।

শিশুটার বাঁধভাঙ্গা কান্নার মধ্যেই মনে মনে ওকে বুকে চেপে ধরি। মনে হয়, মারা যাওয়া একটা শ্রমিকের নয়; আমার নিজের মেয়ে এটি- যে তার পিতাকে হারিয়ে কাঁদছে। হঠাৎ করেই মনে হয়, এ আমারই এক শিশু, আমার সন্তান, আমার উত্তরসূরী, আমার ভবিষ্যৎ- পিতাকে হারিয়ে যে উদভ্রান্ত! চকিতে শুয়ে যাই লাশের বিছানায়- অর্ধমৃত অবস্থায় শিশুর কান্না দেখি- শিশুটির ভবিষ্যৎ নিয়ে চেতনা হারাই, মানুষের সম্মিলিত কান্নায় ভেজা চোখ বারবার খুলে-বারবার বন্ধ হয়। আস্তে আস্তে শিশুর কান্না দেহের প্রতিটি রক্তকণায় ঢুকে... যন্ত্রণা-

এগুলা মারা গেলে কী হয়? কিছু না। আমাদের বামপন্থী শ্রমমন্ত্রীর কথার ফুলঝুরি কিংবা বক্তব্যের অনলতা আগের মতোই মার্কস-এঙ্গেলস-লেনিনকে হয়তো কবর থেকে তুলে আনবে। পুলিশের আঘাতে আঘাতে মরে যাওয়া শ্রমিক কখনোই মার্কস সাহেবের বর্তমান তান্ত্রিকদের সঙ্গে নিজেকে মেলাতে আসবে না। ক্ষমতার চৌহদ্দিতে লাঠির মান বাড়ে, আর বন্দুকের গুলির খোসা পবিত্র দেহের চামড়া বুজে দেয়!

আর আমরা কী করি, কী করছি? কোষঝিল্লিটাকে আস্তে আস্তে ইস্পাত বানিয়ে ভেতরের নিউক্লিয়াসটাকে সযতনে ঘুমাতে দিচ্ছি দিনের পর দিন। পুলিশের লাঠির আঘাত, রাষ্ট্রীয় সন্ত্রাস কিংবা মানবিক বিপর্যয় থেকে সযতনে প্লাজমার ওপরকার আবরণটাকে ফার্নিশ করায় ব্যস্ত সময় কাটছে কিংবা পাজেরো গিয়ারে সভ্যতার চাকা ঘুরিয়ে শোষণের হাতিয়ারকে চকচকে রাখতে গিয়ে মহামানব বনে যাচ্ছি! মানুষের জন্য আমাদের উদ্বেগের শেষ নেই! আহা!

ছোটখাটো দুর্যোগ তো বটেই, বড়ে দুর্যোগেও কলিজা কাঁপে না- থাকলে তো? হৃদয় শুকিয়ে গেছে, ফুসফুস চিমসে গেছে, কিংবা আজ আমরা শুধুই একটা প্রাণী- মানুষ নামের সাথে যাকে ট্যাগ করে দেওয়া হয়েছিলো, সেই কোনকালে! যে এখন নিজের পরিচয় লুকাতে হয় ব্যস্ত, নয় ব্যগ্র।

অক্ষমতা তাই আমাদের প্রধান শক্তি। অক্ষম রাগ মস্তিষ্কের ধূসর পদার্থকে ক্রমাগত লাথি মেরে যায়- শালা বাঞ্চত! কবিতা লেখার জন্য তোরে পয়দা করি নাই!

মানুষের কাজ কী- তাই নিয়েই ভাবতে বসি। কেন যেন মনে হয়- শুধু বর্জ্য উদগীরণের জন্য মানুষের জন্ম হয় নাই।


মন্তব্য

আলমগীর এর ছবি

এক তাপসের উপর বোম ফাটানো নিয়ে যা হচ্ছে, মেনে নেয়া কঠিন। পৃথিবীর কোন দেশে ছ'মাসের শিশুসহ মাকে এভাবে ৮দিন ১০দিন, প্রতিদিন ১৬-১৮ঘণ্টা করে জেরা করার ইতিহাস শুনিনি। ক্রসফায়ারের মৃত্যু এর চেয়ে কম কষ্টের!

খুব খারাপ লাগে।

গৌতম এর ছবি

খুব খারাপ লাগে, আলমগীর ভাই। খুব খারাপ লাগে। সোমবারের প্রথম আলো কিংবা ডেইলি স্টারে কান্নারত শিশুদের ছবিগুলো দেখুন- আমি শুধু ভেবেছি ওরা যদি আমার ঔরসজাত সন্তান হতো! লাশের বিছানায় শোয়া মৃতদেহটিই হয়তো কোনো এক প্রতিবাদের প্রতীক হতো!

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

দময়ন্তী এর ছবি

......................
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

গৌতম এর ছবি

......................

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

প্রকৃতিপ্রেমিক এর ছবি

এটা হচ্ছে তাপসের ইমেজধৌতকরণ। বিডিআর ঘটনায় তাঁর সংশ্লিষ্টতা নিয়ে যেসব কথা চাউর হয়েছিল সেটাকে ধুয়ে মুছে তাঁকে ঢাকার মেয়র পদে যোগ্য করে তোলার প্রস্ততি মাত্র। যেখানে একটা ঢিল মারলে পুলিশ ১০০জনকে গ্রেফতার করে, সেখানে তাপসের উপর কে বা করা বোমা মারল তার জন্য পুলিশ ও সরকার যা করছে তাতে দাঁত কেলিয়ে হাসি ছাড়া আর কিছু আসছেনা।

গৌতম এর ছবি

...................................................

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

লুৎফুল আরেফীন এর ছবি

আর আমরা কী করি, কী করছি? কোষঝিল্লিটাকে আস্তে আস্তে ইস্পাত বানিয়ে ভেতরের নিউক্লিয়াসটাকে সযতনে ঘুমাতে দিচ্ছি দিনের পর দিন।

--কথাটা খুব বিঁধে গেল ভেতরে। বাকিদের মন্তব্যে পুরো সহমত জানাচ্ছি। আমাদের দেশেই এইসব হয়!

গৌতম এর ছবি

আমার আর নতুন করে কিছু বলার নাই, আরেফীন ভাই।

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

অনার্য সঙ্গীত এর ছবি

ধাক্কা খেলাম
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

গৌতম এর ছবি

এই ধাক্কা খেতে খেতেই কি জীবনটা পার করে দেব?

না, প্রশ্নটা আপনাকে নয়- নিজেকেই করলাম। উত্তর খোঁজায় নামতে হবে।

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

অবাঞ্ছিত এর ছবি

কিছু বলার ভাষা নেই। মানুষ হিসেবে আমি লজ্জিত।

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

গৌতম এর ছবি

আমারও আর কিছু বলার নেই। মানুষের কাছে আমি লজ্জিত।

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

চশমাওয়ালি এর ছবি

.....................

---------------------------------------------
ল্যাসিক করাতে ভয় পাই আর লেন্স ভাল লাগে না।

---------------------------------------------
ল্যাসিক করাতে ভয় পাই আর লেন্স ভাল লাগে না।

গৌতম এর ছবি

.....................

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

মামুন হক এর ছবি

কষ্টে বাকরুদ্ধ হয়ে বসে থাকা ছাড়া করার কিছু পাচ্ছিনা।

গৌতম এর ছবি

বাকরুদ্ধ হতে হতেই সময় কেটে যাচ্ছে, মানুষ এখন পঙ্গপালের চেয়ে বেশি কিছু না। আমরা শুধু কষ্ট পাই, বাকরুদ্ধ হই। কিছু করি না। বেশি কষ্ট লাগলে একটা পোস্ট ছেড়ে দিই।

কিছু মনে নিয়েন না বস, মনটা ভালো নেই। সবার প্রতি রাগ উথলে পড়ছে। আমি সত্যিই দুঃখিত।

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

এমনটা কেন কেউ ভাবে না, বলেনা যে - একজন মানুষ নিহত হয়েছেন, একজন বাবাকে খুন করা হয়েছে, একজন স্বামীকে হত্যা করা হয়েছে, একজন সন্তানকে মারা হয়েছে! কেন আমাদের পরিচয় শুধুই একজন কৃষক/শ্রমিক/পথচারী/ছাত্র/পুলিশ/ব্যবসায়ী?



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

গৌতম এর ছবি

সেটাই, পাণ্ডবদা।

আমি নিজেও এমন করে ভাবি না। কান্নারত শিশুটার ছবিটা দেখে কেমন যেন মনে হলো- এটা আমার মেয়ে। আমার মেয়ে এমনভাবে কাঁদছে! তখুনি মাথার ভেতর সব উল্টাপাল্টা হয়ে গেলো।

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

মাহবুব লীলেন এর ছবি

...

গৌতম এর ছবি

...

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

আহির ভৈরব এর ছবি

এই লেখাটাতে মন্তব্য করা যায় না ঠিক। তবু মনে হলো কিছু লিখে যাই।
-----------------------------------------------------
আর কিছু না চাই
যেন আকাশখানা পাই
আর পালিয়ে যাবার মাঠ।

-----------------------------------------------------
আর কিছু না চাই
যেন আকাশখানা পাই
আর পালিয়ে যাবার মাঠ।

গৌতম এর ছবি

ধন্যবাদ। তবে আমি কিন্তু পালিয়ে যাবার মাঠ চাই না।

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

আহমেদুর রশীদ এর ছবি

এ কী আমাদের রক্তের দোষ? মিছিলে থাকলে যা, মসনদে থাকলেও তা।

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

ফাহিম এর ছবি

জ্বী, আমাদের রক্তে সমস্যা আছে। যে জাতি যেমন, তারা তেমন নেতৃত্ব পায়। নেতৃত্ব আসমান থেকে নাজিল হয় না...

=======================
ছায়ার সাথে কুস্তি করে গাত্রে হলো ব্যাথা!

=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;

গৌতম এর ছবি

...আমার মনে হয়, আজকাল আমরা মানুষকে আর মানুষ ভাবি না।

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

সাফি এর ছবি

জীবন অনেক সস্তা হয়ে গেছেরে ভাই মন খারাপ

গৌতম এর ছবি

সস্তা? ডিপেন্ড করে কার জীবন। কিছু মানুষের জীবনের কোনো মূল্য নাই। সস্তা হলেও ভালো লাগতো।

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

সাফি এর ছবি

ঠিক কইসেন, বিডিআর ঘটনার পরে দেখসিলাম, রিকশওয়ালা মইরা হইসিলো মরহুম আর সেনাসদস্য শহীদ

সাইফুল আকবর খান এর ছবি

লেখায় 'অসাধারণ' দাগাইলাম। পাঁচতারাইলাম। পরে কী হয়?! মন খারাপ কবিতা লিখলেও কিছু হয় না, না লিখলেও কিছু হয় না, কিছু লিখলেও কিছু হয় না, কিছু না লিখলেও কিছু হয় না। ওইগুলা হবে, ওইগুলা এহন সমাজের ধর্ম। আপ্নে আমি নাস্তিকও হৈতে পারি, কিন্তু আমাদের সমাজের ধর্ম ম্যালা পোক্ত।

......................... মন খারাপ

___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!

___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি

গৌতম এর ছবি

সমাজের ধর্ম ম্যালা পোক্ত- কথাটা নতুন করে ভাবালো।

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক

.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।