মুক্তিযুদ্ধ ও বিজয়আনন্দের সঙ্গে জানাতে চাই, সচলায়তনে রাগিব ভাইয়ের উইকিযুদ্ধ - মুক্তিযুদ্ধের ইতিহাস লেখার সমবেত প্রয়াস (পর্ব ১) পোস্টের সূত্র ধরে যে উইকিযুদ্ধের সূচনা হয়েছে, সেই যুদ্ধে শামিল হয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘরও। জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছেন, উইকিযুদ্ধের এই কাজে জাদুঘরের পক্ষ থেকে যে যে ধরনের সহায়তা করা সম্ভব, সব ধরনের সহায়তা তারা করবেন। নানা ধরনের ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক উদ্যোগের মাধ্যমে মুক্তিযুদ্ধ জাদুঘর ইতোমধ্যে মুক্তিযুদ্ধ-বিষয়ক নানা বই, ডকুমেন্ট, পেপার ক্লিপিং, ছবি, অডিও-ভিডিও ইত্যাদির একটি বিশাল ভাণ্ডার গড়ে তুলেছে। উইকিপিডিয়ায় মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস লিপিবদ্ধ করার লক্ষ্যে নিয়মতান্ত্রিক উপায়ে জাদুঘর কর্তৃপক্ষ এই রিসোর্সগুলো উইকিপিডিয়ার কাজে ব্যবহার করতে দিতে সম্মত হয়েছেন। উইকিযুদ্ধে শামিল হওয়ায় মুক্তিযুদ্ধ জাদুঘরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।
শনিবার বিকেলে মুক্তিযুদ্ধ জাদুঘর কর্তৃপক্ষের সাথে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা হয়। জাদুঘরের পক্ষ থেকে ট্রাস্টি মফিদুল হক উইকিপিডিয়ায় কী কী কাজ হচ্ছে এবং কীভাবে হচ্ছে, উইকিপিডিয়ার কর্মপদ্ধতি কীরকম, কারা কারা এর সাথে যুক্ত আছেন ইত্যাদি বিষয় জানতে চান। বিষয়গুলো ব্যাখ্যার পাশাপাশি তাঁকে মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত বেশ কয়েকটি ভুক্তির প্রিন্ট-আউট দেখানো হয় এবং সচলায়তনে রাগিব ভাইয়ের উইকিযুদ্ধের আহ্বান ও মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতি হিমু ভাইয়ের আহ্বান দুটোও পৌঁছে দেয়া হয়। এরপর উইকিযুদ্ধের এই কাজে মুক্তিযুদ্ধ জাদুঘরের কাছ থেকে আমরা কী ধরনের সাহায্য চাই বা জাদুঘর এতে কীভাবে সম্পৃক্ত হতে পারে এবং তাঁদের রিসোর্সগুলো কীভাবে ব্যবহার করা যায়, সে বিষয়েও আলোচনা হয়। মফিদুল হক পুরো প্রক্রিয়াটিতে আগ্রহ প্রকাশ করেন এবং এ কাজে জাদুঘরের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তার কথা ব্যক্ত করেন। আজকে আলোচনায় মূলত উইকিপিডিয়ার কাজে জাদুঘরের সম্পৃক্ততার বিষয়টি নিয়েই কথা বলা হয়েছে অর্থাৎ নীতিগতভাবে একসাথে কাজ করার বিষয়টি গুরুত্ব পেয়েছে বেশি। কাজের পদ্ধতি কীরকম বা কীভাবে হতে পারে, সে সম্পর্কিত আলোচনা হয়েছে কম। ঠিক করা হয়েছে, পরবর্তীতে কোনো একসময় মফিদুল হকের সাথে সচল ও উইকিপিডিয়ানদের একটি টিম বসে কীভাবে এই কাজটি করা যায়, সেটি আরও সুনির্দিষ্টভাবে নির্ধারণ করবে। পাশাপাশি লেখা, ছবি বা অন্যান্য ডকুমেন্টের কপিরাইট ও লাইসেন্সের বিষয়গুলোও সেখানে আলোচিত হয়েছে।
আলোচনা থেকে যে বিষয়গুলো উঠে এসেছে
- মুক্তিযুদ্ধ জাদুঘরের একটি গ্রন্থাগার আছে যেখানে মুক্তিযুদ্ধ-বিষয়ক হাজারখানেকেরও বেশি বই রয়েছে। জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছেন, এ কাজে বইগুলো গ্রন্থাগারে বসে ব্যবহার করা যাবে। প্রয়োজনে বই ফটোকপি বা স্ক্যান করার সুবিধা জাদুঘর কর্তৃপক্ষ প্রদান করবে। গ্রন্থাগারে যেহেতু প্রতিটি বইয়ের একটি করে কপি সংরক্ষণ করা হয়, তাই আপাতত গ্রন্থাগারের বই বাইরে আনার সুবিধাটি তাঁরা দিতে পারছেন না।
- সপ্তাহের বিশেষ বিশেষ দিন (যেমন- শুক্রবার ও শনিবার) অনেকে মিলে জাদুঘরে চত্বরে ক্যাম্প করে এ সম্পর্কিত কাজ করা যেতে পারে। ক্যাম্প করার ক্ষেত্রেও জাদুঘর কর্তৃপক্ষ সহায়তা প্রদান করবে।
- জাদুঘরের কাছে পুরনো পত্রিকা ও ডকুমেন্টের (যেমন- আগরতলা মামলার মূল দলিল) বড় সংগ্রহ রয়েছে। সেগুলো উইকিপিডিয়ার কাজে ব্যবহার করা যাবে।
- মুক্তিযুদ্ধের অনেক দুর্লভ ছবির সত্ত্ব রয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘরের কাছে। শুধু ছবি নয়, জাদুঘরের সত্ত্বের আওতায় যা যা আছে, তার সবকিছুই উইকিপিডিয়ার কাজে ব্যবহার করা যাবে।
- জাদুঘরের নিজস্ব ওয়েব সাইটটি নতুন করে সাজানোর কাজ চলছে। ওয়েব সাইট তৈরি করার পর উইকিপিডিয়ায় মুক্তিযুদ্ধ-সম্পর্কিত যে যে ভুক্তি রয়েছে, সেগুলোর লিংক সেখানে যুক্ত করে দেয়া হবে।
- মুক্তিযুদ্ধ জাদুঘরে বর্তমানে যে বিষয়গুলো প্রদর্শিত হচ্ছে, সেগুলোর ছবি জাদুঘরের কাছে রয়েছে। সেগুলোও উইকিপিডিয়ায় দেয়ার ব্যবস্থা করা যাবে।
আরও বেশ কিছু বিষয় যেমন- মুক্তিযুদ্ধ-সম্পর্কিত বই অনুবাদ করা বা প্রকাশিত বইগুলোর কপিরাইটের বিষয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর কী কী করতে পারে, সেগুলো আজকে সময়-স্বল্পতা ও অন্যান্য কারণে আলোচনা না করা গেলেও জাদুঘর কর্তৃপক্ষও মনে করেন, এ বিষয়ে আরও নানা ধরনের নানা মাত্রায় কাজ করা সম্ভব, যেগুলোর প্রয়োজনীয়তা কাজ করতেই বোঝা যাবে এবং সে অনুযায়ী তখন আরও ব্যবস্থা গ্রহণ করা যাবে।
***
সুতরাং আমরা চাইলেই এখন থেকে কাজ শুরু করে দিতে পারি। তবে কাজ শুরুর আগে আমাদের পক্ষ থেকে দুটো কাজ করতে হবে:
- জাদুঘর কর্তৃপক্ষের কাছে একটি আনুষ্ঠানিক চিঠি দিতে হবে যেখানে আমরা কী কী কাজ করতে চাই ও কীভাবে করতে চাই, সুনির্দিষ্টভাবে সেগুলো লেখা থাকবে।
- আমাদের পক্ষ থেকে কারা কারা নিয়মিত কাজ করবে, তাদের একটি টিমের সদস্যদের নাম-পরিচয় দিতে হবে।
কাজ শুরুর আগে সচল ও উইকিপিডিয়ানদের একটি যৌথ টিম বসে এই বিষয়গুলো ঠিক করতে পারে। প্রয়োজনে কাজের প্রক্রিয়া বা পদ্ধতি নিয়ে মফিদুল হকের সাথেও বসা যেতে পারে এবং এক্ষেত্রে তিনি আমাদের সাথে বসতেও রাজি হয়েছেন। এক্ষেত্রে আমার প্রস্তাব হচ্ছে- সচলায়তনের পক্ষ থেকে উপর্যুক্ত বিষয়গুলো উল্লেখ করে একটি আনুষ্ঠানিক চিঠি জাদুঘরের কাছে পাঠানো হোক। পাশাপাশি যারা এ কাজে পর্যাপ্ত সময় দিতে পারবেন তাদেরকে নিয়ে একটি টিম গঠন করা হোক এবং টিমের মধ্য থেকে একজনকে পুরো কাজের সমন্বয়ের দায়িত্ব দেয়া হোক। মূল কাজ শুরুর আগে টিমটি মফিদুল হকের সাথে বসে জাদুঘরের রিসোর্স সম্পর্কে ধারণা দিয়ে কীভাবে কাজ শুরু করা যায় তার একটি পরিকল্পনা তৈরি করবে এবং সে অনুযায়ী কাজ শুরু করবে। সময় ও অন্যান্য বিষয় বিবেচনা করে সচল ও উইকিপিডিয়ানরা কে কোন কাজে কীভাবে যুক্ত হবেন, তার একটি ধারণা পাওয়া গেলে খুব সহজেই এটা করা সম্ভব। এ বিষয়ে সবার আলোচনা ও পরামর্শ খুবই দরকার।
***
বরাহশিকারে যখন নেমেছি, আর দেরি করা উচিত হবে না। চলুন ঝাঁপিয়ে পড়ি, এখুনি।
(ছবিটি নেওয়া হয়েছে মুক্তিযুদ্ধ জাদুঘরের ওয়েব সাইট থেকে)
মন্তব্য
ভালো কাজ হয়েছে। সবাইকে ধন্যবাদ।
দারুণ দারুণ দারুণ!!
------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
দারুণ আনন্দের সংবাদ! গৌতমদাকে অভিনন্দন আর ধন্যবাদ!
আনুষ্ঠানিক কাজগুলো শুরু হয়ে যাক তাহলে।
_________________
ঝাউবনে লুকোনো যায় না
_________________
ঝাউবনে লুকোনো যায় না
খুব ভালো খবর। মুক্তিযুদ্ধ জাদুঘর কর্তৃপক্ষকে ধন্যবাদ।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
এই টিমে আমি কাজ করতে চাই। দেওয়ার মতো যথেষ্ট সময় এবং শক্তি আছে। আমি ডাক দেবেন, প্লিয।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
একদম নিচে আমার মন্তব্যটা একটু দেখবেন প্লিজ!
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
ভায়াবহ অনন্দিত। টিমে আছি, সবার আগে। সাথে আমার বউও। দু'জনে মিলে এই যুদ্ধে শামিল হলাম। সাথে অস্ত্র হিসেবে আমার ল্যাপটপ আর Zoom ।
অশেষ ধন্যবাদ গৌতম দা।
===========================================
সকলই চলিয়া যায়,
সকলের যেতে হয় বলে।
==========================================================
ফ্লিকার । ফেসবুক । 500 PX ।
একদম নিচে আমার মন্তব্যটা একটু দেখবেন প্লিজ!
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
অসাধারণ একটা কাজ হতে যাচ্ছে
এই ধরনের একটা কাজে ফ্লপ মারার পর থেকে কিছুটা হতোদ্যম ছিলাম, আপনাদের সাফল্য দেখে ভালো লাগলো।
আর কিছুদিন আগে হলেও হয়তো অনেক কাজে আসতে পারতাম- আপাতত জীবনে জীবিকার তাগিদে পারবো না। তবে শুভকামনা থাকলো আপনাদের জন্য, আর দরকারে অবশ্যই জানাবেন, সাধ্যমতো সাহায্য করতে চেষ্টা করবো
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
আপনি চাইলে এখনও সময় বের করতে পারবেন, আমি জানি। সুতরাং আপনাকে এই টিমের একজন সদস্য হিসেবে ধরে নিচ্ছি।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
দারুণ একটি খবর।
একজন কেউ চিঠিটা লিখে ফেলেন। আর একটা টিম তৈরি করে ফেলেন। আমি সেই দলে থাকার আগ্রহ প্রকাশ করছি।
কী কী কাজ আপাতত করতে পারি?
১.
প্রথমে ছবির সংগ্রহটাকে তুলে আনা। ছবিগুলোর ডিজিটাল আর্কাইভ আছে কী না জানি না। না থাকলে মুস্তাফিজ ভাইয়ের নেতৃত্বে একটা ফটুরে টিমকে অনুরোধ করবো একদিন মুক্তিযুদ্ধ জাদুঘর চষে ফেলতে।
২.
মুক্তিযুদ্ধ জাদুঘরে কী কী বই আর দলিলপত্র আছে সেগুলোর একটা তালিকা নিশ্চয়ই আছে তাদের কাছে, সেই তালিকাটা সংগ্রহ করা। তারপর সে অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা।
৩.
যেহেতু বই বাড়িতে আনা যাবে না, আপাতত অন্য কাজগুলোই করতে থাকি। এর মধ্যে আমাদের নিজস্ব সংগ্রহের বইগুলোর কাজই শেষ করে নেই। আমার কাছে প্রায় গোটা পঞ্চাশেক বই আছে (তালিকা তো আগেই দিছি) আগামীকাল আরো বেশকিছু বই আসছে বলে আশা করছি। আপডেট জানাবো। এই বইগুলোর কাজ আগে শেষ করে তারপর হাত দেই মুক্তিযুদ্ধ জাদুঘরের তহবিলে। অবশ্য যদি কোনো বই বেশি জরুরী হয়ে যায় সেক্ষেত্রে ভিন্ন কথা।
তবে বইয়ের আগে আমি দলিল আর পত্রিকাগুলোর ওপর জোর দিতে আগ্রহী।
৪.
মুক্তিযুদ্ধ জাদুঘরের সংগ্রহে বেশ কিছু অডিও ভিডিও আছে। সেগুলো সংগ্রহ করার ব্যবস্থা করা।
৫.
মফিদুল ভাইয়ের নিজেরই লেখা কিছু গুরুত্বপূর্ণ বই আছে মুক্তিযুদ্ধ বিষয়ক। সেগুলো এবং ডা: এম এ হাসানের বইগুলোর অনুবাদ দিয়েই অনুবাদের কাজ শুরু হতে পারে। এম এ হাসানের সঙ্গে যোগাযোগের কাজটা আমি করিয়ে দিতে পারবো যদি কেউ তাঁর বই অনুবাদ করতে আগ্রহী হন।
আপাতত এটুকুই। আরো কিছু মাথায় এলে জানাবো
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
ক. চিঠিটা লেখার জন্য হিমু ভাইকে অনুরোধ করেছি। তিনি লিখবেন বলেছেন।
খ. আপাতত মুক্তিযুদ্ধ জাদুঘর চষে ফেলা যাচ্ছে না। কারণ ওখানকার ছবি তোলার নিয়ম নেই। জাদুঘরের যে সমস্ত ছবি আছে, সেগুলো আগে স্ক্যান করি। তারপর যদি কিছু বাকি থাকে, সেগুলো তোলার অনুমতি আনা যাবে। সুতরাং আগে গিয়ে দেখি কী কী অলরেডি তোলা আছে বা নাই।
গ. গ্রন্থাগারের দায়িত্বে যিনি আছেন, তাঁকে তালিকাটার ব্যাপারে অনুরোধ করে এসেছি। আশা করি সেটা পরদিন গেলে পাওয়া যাবে।
ঘ. আমার মনে হয়, আপনার বইগুলো আপাতত থাক। এগুলো তো হাতের কাছে আছেই। বরং সবাই মিলে জাদুঘরের কাজটা শেষ করে ফেলি। এগুলো শেষ করার পর আপনার বইগুলো আবার সবাই মিলে ধরা যাবে।
ঙ. জাদুঘরের কাছ থেকে অডিও-ভিডিওগুলো সংগ্রহ করা যাবে।
চ. ফারুক হাসান, আশরাফ মাহমুদ, রানা মেহেরসহ বেশ কয়েকজন অনুবাদে আগ্রহ দেখিয়েছেন। সেক্ষেত্রে আপনি এম এ হাসানের সঙ্গে এ নিয়ে কথা বলতে পারেন।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
ব্যপারটার প্রধানতম ঝামেলার অংশটুকু শেষ হয়ে যাওয়ায় সচল ও উইকির নিবেদিত কর্মীদের জন্য হাজার খানেক লাল গোলাপ বরাদ্দ রইল। আসলে ঝামেলাতো শেষ হলো না,ঝামেলাতো মাত্র শুরু। আগে ফ্রিতে পাওয়া সুবিধা গুলো নিয়েই লিখি,তারপর অসুবিধায় যাব।
সুবিধা ১- অনেক অনেক দূর্লভ সব ছবি পাওয়া যাবে কোন কষ্ট বা কপিরাইটের ঝামেলা ছাড়াই।
সুবিধা ২- একগাদা দলিলপত্র পাওয়া যাবে।
সুবিধা ৩- অনেক বই পাওয়া যাবে।
সুবিধা ৪- এটা সবচেয়ে বড় সুবিধা। বিশাল মানসিকতার কিছু মানুষের সাহায্য পাওয়া যাবে যারা মুক্তিযুদ্ধের প্রত্যক্ষদর্শী এবং সাথে সাথে তাদের হাত দিয়েই গড়ে উঠেছে এক বিশাল ভান্ডার।
এবার সমস্যা নিয়ে ধরি,
সমস্যা ১- এতদিন আমরা যে যেভাবে পেরেছি নিজের মত করে,নিজের পছন্দ মত বিষয় নিয়ে উইকিতে যখন ইচ্ছা তখন লিখে দিয়েছি। এখন যখন একাজ শুরু হবার সাথে সাথে সমন্বয়ের ঝামেলাটা সবচেয়ে বেশি হবে। এজন্য পুরো সাপ্তাহ বসে সবাই মিলে ঠিক করতে হবে যে সপ্তাহ শেষে আমরা জাদুঘর থেকে ঠিক কোন কোন ভুক্তির জন্য তথ্য সংগ্রহ করতে যাব।
সমস্যা ২- আমরা এত দিন আমাদের নিজস্ব তথ্য ভান্ডার নিয়ে কাজ করেছি,যা ছিল অপ্রতুল। আর এখন যখন জাদুঘরের বিশাল ভান্ডার আমাদের হাতে চলে আসবে তখন আমরা অকুল পাথারে পরে যাব তথ্য সংগ্রহ ও বাছাইয়ের ক্ষেত্রে। এক্ষেত্রে জাদুঘরের কোন দক্ষ কর্মীকে সবসময় আমাদের সাথে থাকতে হবে (যদিও এ নিয়ে সন্দেহ আছে যে যত দক্ষ কর্মীই হোক না কেন তার পরার বা জানার পরিধীই বা কতদূর হবে।একজন মানুষতো আর সব বিষয় গুলে খেয়ে নিতে পারে না। আর বইয়ের নাম পড়ে অনেক সময় বইয়ের গুরুত্ব বোঝা যায় না। এতে অনেক গুরুত্বপূর্ন তথ্য মিস হয়ে যেতে পারে)
সমস্যা ৩- এই সমস্যা হবে যোগ্য কর্মী বাছাই নিয়ে, এখানে যোগ্যতার মাপকাঠি কি হবে সেটা একটা প্রশ্ন। সবারই ইচ্ছা থাকবে এরকম একটা কাজে যোগ দেয়ার। কিন্তু এত মানুষতো সেখানে যেতে পারবে না।
আরো ছোট খাট কিছু সমস্যা থাকবেই। যা হোক, সমস্যা বের করতে পারলে তার সমাধানও দ্রুত বের হবে। যেমন অনুমতির ব্যপারটি নিয়ে আলোচনা হল দুদিন হয়নি,অলরেডি কাজ কমপ্লিট হয়ে গেছে। তাই নতুন নতুন সমস্যা যত বের হবে তত লাভ,কারন তাতে নতুন নতুন সম্ভাবনার রাস্তা খুলে যাবে।
আমিই তানভী |
আশা করি সব সমস্যা কাটিয়ে উইকিযুদ্ধে আমরা সফল হবো। আপনার পরামর্শগুলোর জন্য অসংখ্য ধন্যবাদ।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
আমি আমার ভাবনাগুলো যোগ করি।
আমার ধারণা, টেক্সট দলের সমন্বয়কারী হিসেবে গৌতম রায় আর ছবি দলের সমন্বয়কারী হিসেবে মুস্তাফিজুর রহমান সবচেয়ে দক্ষভাবে সময় দিতে পারবেন।
আমরা যেহেতু সবাই সবসময় সময় দিতে পারবো না, তাই প্রতি মাসে একটি তালিকা ছবিসহ নতুন করে জাদুঘর কর্তৃপক্ষের কাছে জমা দিতে পারি, যে এই মাসে এই ব্যক্তিগণ কাজ করবেন, অন্য কেউ নয়। নিরাপত্তার খাতিরে এই ব্যবস্থা পালন করা জরুরি।
আপনার মন্তব্যগুলো টুকে রাখলাম। আশা করি সব কাজ ঠিকঠাকমতোই করতে পারবো। চিঠিটা লিখে ফেলেন তাড়াতাড়ি।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।
********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।
অত্যন্ত আনন্দের সংবাদ। যেহেতু ফটোকপি এবং স্ক্যানিং এর সুবিধাও দিতে রাজি হয়েছে, ছবিগুলো ও এভাবে সংগ্রহ করা যায়।
আমি বাংলা অপটিকাল ক্যারাক্টার রিকগনিশনের কথা ভাবছি। বইগুলো স্ক্যান করা গেলে, সবচেয়ে সুবিধা হয় যদি মেশিন এডিটেবল ফরম্যাট এ নেয়া যায়।
রিসোর্সগুলো ইন্টারনেটএ দিয়ে দিলে যে কোনো জায়গা থেকে সেগুলো ব্যবহারের সুযোগ থাকত। আর উত্স এর প্রাপ্যতা কেবল নিবন্ধ লিখার জন্যই নয়, বরং উত্স যাচাই ও প্রয়োজনে সহজে উত্স নির্দেশের জন্য ও জরুরি।
--------------------------------
~পর্যবেক্ষণ-অসাধ্য তত্ত্ব অর্থহীন~
এমন কোনো প্রযুক্তি কি এই মুহূর্তে সুলভ?
আমার জানা মতে কেবল সি আর বি এল পি প্রজেক্ট এ নিয়ে কিছু কাজ করেছে। উইন্ডজ লিনাক্স কোনো ভার্সনই কাজ করছে না। চেষ্টা করে দেখতে পারেন। জিনিসটা কার্যকর বলেই আমার বিশ্বাস, কেবল ইনস্টলেবল পর্যায়ে আনা হয় নাই। মূল প্রোগ্রামার ও মনে হচ্ছে এখন প্রজেক্ট এর বাইরে। সোর্স কোডটাও আছে ওখানে।
ওদের একটি কমপ্লিট কাজ হলো কথা: বাংলা টেক্সট টু স্পিচ।
আর কোনো প্রোগ্রামের খবর কেউ জানেন?
--------------------------------
~পর্যবেক্ষণ-অসাধ্য তত্ত্ব অর্থহীন~
বাংলায় ওসিয়ার করা নিয়ে আপডেট জানা দরকার।
গ্রেইট। সোর্স দেয়া আছে দেখছি। আমি চালানোর চেষ্টা করে দেখি।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
আমার ল্যাপটপে চলেছে প্রোগ্রামটা। কিন্তু আউটপুট সন্তোষজনক নয়।
এই পেইজের একটা স্ক্রীনশট পেইন্টব্রাশে নিয়ে আবার ওসিআর করলাম।
ওসিআর উদাহরন
১। কোন নুক্তা যুক্ত অক্ষর আসেনি আউটপুটে।
২। কাছাকাছি ধরনের শব্দগুলিতে সমস্যা হয়েছে। যেমন: ত বনাম ভ
৩। য-ফলা জাতীয় অক্ষরে সমস্যা হয়েছে।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
আউটপুট দেখে মনে হচ্ছে না কাজ চালানো যাবে।
--------------------------------
~পর্যবেক্ষণ-অসাধ্য তত্ত্ব অর্থহীন~
বিশাল আনন্দের খবর গৌতম দা'!
শুক্র, শনিবার আমার অফিস বন্ধ। অই দুই দিন আমারে যদি কোন কাজে লাগানো যায়, তাইলে দলে রাইখেন। "দ্বাদশ খোলোয়াড়" হিসেবে রাখলেও হইবো। চা-সিঙ্গারা-পানি আনা নেয়া করলাম। বই আগাইয়া দিলাম।
জয় বাংলা!
আপনি তো টিমে আছেনই।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
- দারুণ একটা খবর।
পাশাপাশি একটা আবেদন রেখে যাই। যদিও মূল আইডিয়াটা হিমুর। আমাদের স্বাধীন বাংলা বেতারের দশজন শব্দসৈনিককে নিয়ে উইকিতে ভুক্তি নেই। এটা কেউ কেউ শুরু করতে পারেন এভাবে, যে বা যারা এই দশজনের যেকোনো একজন বা একাধিক জনকে ব্যক্তিগতভাবে বা যেকোনো ভাবেই হোক চেনেন, জানেন— তাঁদের ব্যাপারে তথ্য নিয়ে শুরু করে দিন। তাঁরা এ ব্যাপারে উদাসীন হলে তাঁদেরকে এটা বোঝানো আমাদের কর্তব্য যে তাঁদের নিজেদের জন্য হোক অন্তত আমাদের খাতিরে, আমাদের পরবর্তী প্রজন্মের খাতিরে তাঁদের সেই দুঃসাহসিক দিনগুলোর কথা লিপিবদ্ধ থাকা প্রয়োজন।
আমি নিজেরটা বলি। এই দশজনের একজনকে আমি ব্যক্তিগতভাবে চিনি। আমি তাঁকে নিয়ে শুরু করার চেষ্টা করছি। শুধু তাঁদের স্বাধীন বাংলা বেতারের সেইসব উত্তাল দিনগুলোর কথাই না, বরং তাঁদের নিজস্ব জগৎটাকে তাঁরা যদি রেখে যেতে পারেন আমাদের জন্য, ছাপার হরফে। যেনো কোনোদইনই তাঁদের সান্নিধ্যবঞ্চিত না হই আমরা, আমাদের পরবর্তী প্রজন্মগুলো।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
................................................................................................
আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;
আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,
পৌঁছে অনেকক্ষণ ব'সে অপেক্ষা করার সময় আছে।
দারুণ আনন্দের খবর ! গৌতমকে
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
গৌতম দারুণ কাজ।
একটা কথা গোপনে বলছি:
অনেক কঠিন একটি কাজ, দারুন ভাবে শুরু হচ্ছে দেখে আনন্দ লাগছে। শুভ কামনা রইল সবার প্রতি। -- শফকত মোর্শেদ
নিরাপত্তার ব্যাপারটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ। খুউপ খিয়াল কইরা কর্মী নির্বাচন করতে হবে। বেশি মানুষের কোনো দরকার নাই।
সমন্বয়কারী হিসেবে মুস্তাফিজ ভাই আর গৌতমের প্রস্তাবে হিমুর সঙ্গে পূর্ণ সহমত জানাচ্ছি।
ফটুরে টিম কাজ শুরু করে দিক। আর টেক্সট টিম আগে ভেবে দেখুক কী কী সুবিধা এখন মুক্তিযুদ্ধ যাদুঘর থেকে আমরা নিবো।
উইকিতে মুক্তিযুদ্ধ বিষয়ক যে ভুক্তিগুলো আছে, সেগুলো প্রয়োজনে প্রিন্ট করে মফিদুল ভাইকে দেওয়া যেতে পারে। মফিদুল ভাই পড়ে সেগুলো সম্পর্কে পরামর্শ দিতে পারে, কোনো তথ্য যোগ করার থাকলে, সংশোধন করার থাকলে মফিদুল ভাই সাহায্য করতে পারবে।
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
বস, স্ক্যান সেক্টর অফিসের দায়িত্বটা নেন। স্ক্যান সেক্টরের বরাহশিকারীরা আপনার বইগুলি প্রয়োজনে আপনার বাসায় বসে স্ক্যান করে দিলেন। পাশাপাশি কোন বইগুলি মুক্তিযুদ্ধ জাদুঘরে গিয়ে আগে স্ক্যান করা যায়, সেটাও বাছাই করতে হবে।
শুধু স্ক্যান করলেই কিন্তু চলবে না, স্ক্যান করা বই পড়ে পড়ে তথ্যগুলো উৎকলনের জন্যে কিন্তু বিরাআআআআআট একটা টিম দরকার। ঐ রিভিউ সেক্টরের জন্যে রায়হান রশিদ সবচেয়ে ফিট বলে আমার ধারণা।
হ্যা, আমারও মনে হয় এই কাজে রায়হান রশিদ ভাইয়ের তত্ত্বাবধানে গড়ে ওঠা WCSF সবচেয়ে ভাল ভূমিকা রাখতে পারবে।
— বিদ্যাকল্পদ্রুম
আমার বাসায় বসে করলে আমার কোনো আপত্তি নাই। বাড়ির পাশে আমার নিজস্ব ছোট্ট একটা অফিস আছে, সেখানেও করতে পারে। বই ধার নিয়েও করতে পারে। ঠিকাছে... আমি দায়িত্ব নিলাম। আগামী কিছুদিনের মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রচুর বই স্ক্যান করানোর ব্যবস্থা করতেছি।
আর মুক্তিযুদ্ধ জাদুঘরে কী কী বই আর দলিল আছে, সেই তালিকাটা জরুরী।
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
তথ্যগুলো উৎকলনের কাজের জন্য আছি। স্ক্যান করা শুরু হয়ে যাক। নজু ভাই আপনি স্ক্যান সেক্টরের দায়িত্ব নেন। আপনার বাসার বইগুলোতে আছেই। আগে জাদুঘরের বইগুলোর ব্যবস্থা করেন। খুব খিয়াল কইরা স্বেচ্ছাসেবক নিয়েন।
বরাহ শিকার জারি থাকুক।
নজরুল ভাই্কে স্ক্যান সেক্টরের চীফ-ইন কমাণ্ড করা হউক- ভোট দিলাম।
টিমের সাথে আছি। টেক্সট নিয়ে কাজ করতে আগ্রহী। দুটা বিষয়ে আগ্রহ বেশি:
- একাত্তরের সব পত্রিকার ইলেকট্রনিক আর্কাইভ তৈরি।
- মুক্তিযুদ্ধ বিষয়ক বই স্ক্যান করে সেগুলো থেকে তথ্য উৎকলন।
আপাতত WCSF এর মাধ্যমে কিছু কাজ করছি। আমার মনে হয় স্ক্যান করা বইগুলো এই সাইটের ই-লাইব্রেরি অংশে রাখলেই আর্কাইভটা সবচেয়ে কার্যকরি হবে। মূল ভাণ্ডারটা এই লাইব্রেরিতে প্রফেশনাল ক্যাটেগরাইজেশনের মাধ্যমে থাকবে যেটা রায়হান রশিদ ভাই খুব ভালভাবে করতে পারবেন। এই লাইব্রেরি থেকেই পরে আমরা বিভিন্ন স্থানে তথ্য নিয়ে যেতে পারবো।
যেকোন সময় ডাক দিয়েন, চলে আসবো।
— বিদ্যাকল্পদ্রুম
স্ক্যান করা বইগুলো যে কোনো এক জায়গায় থাকলেই হলো। এতে সুবিধা হচ্ছে- যে কেউ পরে সেখান থেকে তথ্য উইকিপিডিয়াতে দিতে পারবেন। আর আপনার ইমেইল ও ফোন নম্বরটা আমাকে পাঠাবেন প্লিজ?
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
একটা ছোটো ডকুমেন্টেশন টিম দরকার। তারা এই কর্মযজ্ঞের বর্ণনাটুকু লিখে রাখবেন। ভবিষ্যতে সেটারও দালিলিক মূল্য থাকবে।
সেটার খুব একটা প্রয়োজন হবেনা। রাগিব ভাইয়ের মত আপনারাও রেগুলার ব্লগে আপডেট দিবেন আর নতুন কর্মীদের উৎসাহিত করে পোস্ট দিবেন। ঐগুলাই আপনাদের দলিল হয়ে যাবে।
আর এই যুদ্ধ শুরু হলে এমনি্তেই প্রচুর সাড়া পাওয়া যাবে। এতে করে ব্লগ,পত্রিকা,সব জায়গায় কমবেশি লেখা লেখি হবে। শুধু আপনারা কর্মী বাহিনীর লিস্ট,নিয়মিত আপডেট,স্ক্যান করা পিডিএফ এগুলো নেটে দিয়ে দিবেন,তাহলে আপনাদের দলিলও হবে,আমাদের ও জানা হবে।
আমিই তানভী |
সমস্যা নেই, ডকুমেন্টেশনের কাজটা আমিই করে ফেলবো। প্রতিদিনকার অগ্রগতি নিয়ে একটা পোস্ট লিখে সেখানে সবকিছু আপডেট করা হবে।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
যারা যারা কাজ করছেন তাদের সবাইকে লাল সালাম।
সত্যিই বিষয়টা অনেক বেশি আনন্দের।
অসাধারণ অগ্রগতি! অসাধারণ সব সম্পূরক পরিকল্পনা!
অভিনন্দন গৌতমদা এবং অন্য সব কমরেডকে।
কাজ করতে চাই। মানে, এক্সপ্রেশন অব ইন্টারেস্ট দিচ্ছি। কিন্তু ক্ষমতা দেখা যাচ্ছে বেশ নিম্ন।
উইকি-তে রেজিস্ট্রেশন করলাম। কিন্তু বিষয়াশয় বুঝতে আমার মতো অশিক্ষিত অপ্রকৌশলী'র নিশ্চয়ই বেশ সময় লাগবে। কিন্তু, সময়ই তো এক সংকট! যে-কারণে ফিল্ডে কাজও ওইভাবে করা হবে না- সেটা বেশ বুঝতে পারছি।
কিন্তু, আমার প্রস্তাব হ'লো- রাতে বাসায় ব'সে নিজে নিজে করার মতো যা-কিছু কাজ বের হয় [প্রথমত হ'তে পারে নির্বাচিত বইয়ের কিংবা নির্বাচিত অংশের অনুবাদ (হোক সেটা ইংলিশ-বাংলা কিংবা বাংলা-ইংলিশ), ইত্যাদি যখন যা উদ্ভূত হয়], তো আমি প্রাণপণ চেষ্টা করবো সে-কাজ ক'রে দেয়ার। সেক্ষেত্রে টেকস্ট টিম তাদের দরকারমতো আমাকে জানালে এবং সোর্স সরবরাহ করলে আমি সাধ্যমতো সে-কাজ ক'রে আবার উপযুক্ত/সংশ্লিষ্ট সহযোদ্ধার কাছে বুঝিয়ে দেবো ভুক্তি জাতীয় পরবর্তী কাজগুলোর জন্য।
জয় উইকিযুদ্ধ।
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
আপনি কোনো একদিন সন্ধ্যার সময় আমাকে সময় দিয়েন। আমি যেটুকু জানি, সেটুকু আপনাকে দেখিয়ে দিবো। আশা করি এরপর থেকে লিখতে কোনো সমস্যা হবে না। কিংবা কোনোদিন লাঞ্চে যদি আমার অফিসে চলে আসেন, সেখানেও দেখিয়ে দিতে পারবো।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
মডুগণ!
এই পোস্টে যেহেতু উইকিযুদ্ধের এই নির্দিষ্ট সেক্টর (মুক্তিযুদ্ধ জাদুঘরের সাথে রিসোর্স পার্টনারশিপ-টা) সংক্রান্ত প্রস্তাবনা-পর্যালোচনাগুলো উঠে আসছে, যেখান থেকে কার্যকর সিদ্ধান্তও নামতে পারে (এবং আসোলে নামছেও) সুনির্দিষ্ট প্ল্যান অব অ্যাকশন লেভেলে; তো এটাকে কি সেকেন্ড স্টিকি পোস্ট হিসাবে রাখা যায়, যেদিন পর্যন্ত এটার পরবর্তী বিষয়গুলো নিয়ে আবার আরো আপডেটেড নতুন পোস্ট না হচ্ছে? নাকি দরকার নাই? কনসিডার ইট প্লিজ।
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
এই প্রয়াসের সাথে যুক্ত হবার ইচ্ছা প্রকাশ করছি।
শব্দ সৈনিকদের নিয়ে সজল যে ডক্যুটা করেছে তাতে প্রচুর তথ্য আছে, এছাড়াও এ সংক্রান্ত অনেক অপ্রকাশিত দলিলাদি (যেমন আবুল কাসেম সন্দীপের ডাইরী কপি) ওর কাছে থাকার কথা, ব্যক্তিগত ভাবে সজল সবাইকে চিনে, ওকে বলবো এ সংক্রান্ত লেখা সচলে দিতে।
মুক্তিযুদ্ধ যাদুঘরের ছবির রি-প্রোডাকশন কিংবা সংগ্রহে থাকা নিদর্শনাদির ছবি তোলার ব্যাপারে কারিগরী আয়োজন সদ্য পুনরুজ্জীবিত বিপিএস এর সদস্যদের সহযোগিতায় করা সম্ভব (এ নিয়ে ইতিমধ্যেই ওদের সাথে কথা বলেছি), এ ক্ষেত্রে সমন্বয়ের দায়িত্ব পালন করতে পারবো।
যে কোন বই স্ক্যান করার পর সহজে ডাউনলোড বা আপ করার উপযোগী করে তোলার কারিগরী দিকটা দেখে দিতে পারবো।
...........................
Every Picture Tells a Story
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
এ কাজে আপনাকে সামনে রেখেই কর্মপরিকল্পনা সাজানোর চিন্তা করছি।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
এ বছরের সবচে' ভালো খবর।
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
গৌতমদাকে অভিনন্দন!
সাথে আছি। যে কোনো কাজে লাগতে পারলে জানাবেন। আমরা যারা বাইরে আছি তারা খুব সম্ভবত উইকিপ্রবন্ধ/টেক্সট সেক্টরে ভালোভাবে কাজে লাগতে পারবো। তবে একটা গাইডলাইন থাকলে ভালো হয়, বিশেষ করে উইকিতে একটা মানসম্মত ভুক্তি তৈরি কীভাবে করা সম্ভব সে বিষয়টা মাথায় রাখা জরুরী।
উইকিতে কীভাবে মানসম্মত ভুক্তি তৈরি করা সম্ভব সেটা উইকির প্রথম পৃষ্ঠায় থাকা লিঙ্কগুলোতে পেয়ে যাবেন। আরেকটা কাজও আপনি করতে পারেন- ইংরেজিতে যে সমস্ত ফিচার্ড আর্টিকেল আছে, সেগুলোকে বাংলা করতে পারেন। তাতে বাংলাতেও ফিচার্ড আর্টিকেলের সংখ্যা বাড়বে।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
যদি এই উৎসাহ বজায় থাকে, তাহলে উইকির কাজ তরতর করে এগিয়ে যাবে। আমি শুধু কয়েকটা দাবী রাখব--
১) আগে বাংলা উইকিতে তথ্য যোগ করে, তাকে ইঙ্গানুবাদ করে ইংরেজি উইকিতে যোগ করা হোক (বা উল্টোটা)। তাতে করে তথ্যগত অসামঞ্জস্য দূর হবে।
২) বাংলা উইকিতে মুক্তিযুদ্ধ বিষয়ক যতগুলো ভুক্তি তৈরি হবে, সবগুলোকে ক্যাটাগরাইজ করা হোক, যাতে সহজেই সেগুলোকে খুঁজে পাওয়া যায় (দ্রুত ইঙ্গানুবাদের জন্য)।
নজরুল-রাগিব বুড়িয়ে যাক, উইকিযুদ্ধ চিরজীবি হোক।
নজরুল বুড়া হয় না... তার বয়স ২৫এ স্টিকি করে রাখা হইছে...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
আরে নজু ভাই কোন ছার ! সচলের সবচাইতে টগবগে তরুণটির চেয়েও আমার বয়স একদিন কমে ফিক্সড করা। এইখানে কোন নড়চড় নেই। অতএব খিয়াল কইরা।
আমরা ব্লগ পোস্টে এতদিন যে পরিমাণ কাজ করলাম, গৌতম রাস্তায় নাইমা ছোট্ট কিন্তু এরচেও ভারি একটা কাজ করেছে ! অভিনন্দন গৌতম। এই ভারি কাজটার মাহাত্ম্য যে কী সুদূরপ্রসারী হয়েছে তা উপলব্ধি করে খুব ভালো লাগছে ! কান্না আসছে আমার ! মুক্তিযুদ্ধ জাদুঘর এবং মফিদুল ভাইয়ের মতো একজন লোক এই উইকিযুদ্ধে সামিল মানে তো বিশাল একটা ব্যাপার !
আমার সমস্ত সীমাবদ্ধতা নিয়েও আমি এই যুদ্ধে সবার সাথী হয়ে থাকতে চাই এবং থাকবো। নইলে আমার রক্ত আমাকে ক্ষমা করবে না। এই যুদ্ধে যারা সামিল হয়েছেন, হচ্ছেন এবং হবেন, সবাইকে আমার কৃতজ্ঞ অভিনন্দন।
এখানে মন্তব্যে সিকিউরিটির বিষয়টা উঠে এসেছে। এটা খুব খুবই গুরুত্বপূর্ণ। বরাহ শিকারিরা মাঠে যেমন নেমেছি আমরা, সুচতুর বরাহরা এবং সুপ্ত বরাহরাও কিন্তু তা খুব ভালোভাবে খেয়াল রাখছে। কোন সুযোগে যাতে এটা ক্ষতিগ্রস্ত করতে না পারে সেটাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতেই হবে। তাই সমন্বয়ের দায়িত্বে যারা থাকবেন তাদের স্বেচ্ছাসেবী কাজের মধ্যে পেশাদারিত্বের সতর্কতাও অর্জন করে নিতে হবে। প্রাতিষ্ঠানিক শৃঙ্খলাবোধের খুব প্রয়োজন হতে পারে।
আমরা এরপর আর যাই করি, এ বিষয়টাকে খুব গুরুত্ব দেয়ার অনুরোধ করছি।
স্ব স্ব ক্ষেত্রের অভিজ্ঞদের প্রয়োজনীয় পরামর্শগুলো এক হতে থাকুক। আমরা প্রমাণ করতে চাই যে আমরা অকৃতজ্ঞ প্রজন্ম নই। আমাদেরকে জন্ম দিয়ে আমাদের পূর্বপুরুষরা ভুল করেন নি।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
আসুলেই কথা ঠিক। নজরুল ইসলাম আর রণদা'র বয়স ২৫ বছরে স্টিকি করলাম।
আমি উল্টোটা বলি। মুক্তিযুদ্ধ-বিষয়ক উইকিযুদ্ধ শেষ হয়ে যাক খুব তাড়াতাড়ি- বছর পাঁচেকের মধ্যে যেন বলতে পারি, মুক্তিযুদ্ধের সমস্ত ইতিহাস আমরা এখানে লিখে ফেলতে পেরেছি। সারাজীবন ধরে এই কাজ করতে চাই না। প্রায় চল্লিশ বছরে যে কাজ হয় নি, সে কাজ করতে চাই আগামী পাঁচ বছরের মধ্যেই।
তবে নজরুল-রাগিব বুড়িয়ে গেলে আপত্তি নেই। আমি বুড়া না হলেই হলো
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
বাংলা উইকিপিডিয়াতে মুক্তিযুদ্ধ বিষয়ক নিবন্ধগুলো যাতে সহজেই খুজে পাওয়া যায় এর জন্য বাংলা উইকিপিডিয়াতে [০] ধরনের একটি পোর্টাল খোলার চিন্তা ভাবনা চলছে। এতে এ বিষয়ক সকল নিবন্ধ বা ক্যাটাগরির লিঙ্ক পাওয়া যাবে। আমরা খুব শিঘ্রই এ কাজটিতে হাত দিবো। বাংলা সম্পন্ন হলে ইংরেজী উইকিপিডিয়াতেও একই ভাবে পোর্টাল তৈরি করা হবে।
[০] http://en.wikipedia.org/wiki/Portal:World_War_II
অসাধারণ!!!!!!!!!!!!!!
এটা একটা ভাল কাজ হয়েছে গৌতম। শুধু অনলাইন আন্দোলনই যথেষ্ট নয়, আমাদের জানাশোনাগুলো কাজে লাগিয়ে সব দিক থেকে ঝাঁপিয়ে পড়তে হবে।
আপনাদের সাথে আছি।
পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?
পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?
এ কাজে আপনার পরামর্শ দরকার রেজওয়ান ভাই। অসংখ্য ধন্যবাদ।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
সচলে প্রবেশ করেই ভালো একটা খবর পেলাম।
সাথে আছি, অনুবাদ বা ভাষিক কোন কাজে লাগলে আমি হাজির। আর কয়েকজনকে অনুরোধ করতে পারি বা শেয়ার করতে পারি উদ্দ্যোগটা।
----------------------------------------
ঢাকার মৌন ঘ্রাণে বকুলফুলের নাভি
----------------------------------------
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
==============================
হা-তে এ-ক প্র-স্থ জো-ছ-না পা-ড়ে-র ঘ্রা-ণ
খোমাখাতা
অনুবাদের কাজের জন্য আপনার নামটা টুকে রাখলাম। অসংখ্য ধন্যবাদ আশরাফ ভাই।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
সিলেটে বসে কি করতে পারবো? কাজে লাগালে খুব খুশি হবো। নিজেকে বঞ্চিত রাখতে চাই না।
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
সিলেটে বসে যেটা করতে পারেন-
ক. আপনার হাতের কাছে মুক্তিযুদ্ধ বিষয়ক কী কী বই আছে তার একটা লিস্ট তৈরি করতে পারেন। লিস্টটা পাঠিয়ে দিন। তারপর কী করা যায় ঠিক করা যাবে। কিছু কিছু কাজ আপনি ওখানেও করতে পারবেন।
খ. মুক্তিযুদ্ধ-বিষয়ক কোনো দলিল বা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস যদি কারও কাছে থাকে, তাহলে সেগুলো জোগাড় করে ফেলেন।
গ. এটি উইকির সাথে সরাসরি যুক্ত নয়, কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ হতে পারে- ওখানে বাস করছেন এমন মুক্তিযোদ্ধাদের সাক্ষাৎকার নিতে পারেন। বিশেষ করে যুদ্ধদিনের নানা অভিজ্ঞতাগুলো রেকর্ড করে তুলে রাখতে পারেন। মুক্তিযোদ্ধাদের অনেকে মারা গেছেন, যাঁরা বেঁচে আছেন, তাদের অভিজ্ঞতাগুলো তুলে রাখা দরকার।
ঘ. আপডেট জানাবেন প্লিজ।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
আরও একটি কাজ সিলেটে বসে করা যাবে, তা হল সিলেটের বিভিন্ন মুক্তিযুদ্ধের স্মৃতি জড়িত স্থাপনা, স্থান, বধ্যভূমি, স্মৃতিসৌধ ইত্যাদি ইত্যাদির ছবি তুলে পাঠাতে পারেন। যা উইকিপিডিয়া সহ বিভিন্ন কাজে ব্যবহার করা যাবে।
১. অসাধারণ অসাধারণ সব মন্তব্য, পরামর্শ, অনুভূতি ও উৎসাহ পেলাম। সবাইকে ধন্যবাদ।
২. প্রচুর কাজ বাকি। অনেক কিছু করতে হবে। কী কী করতে হবে- তার একটা লিস্ট করি।
ক. হিমু ভাইকে অনুরোধ করবো একটা চিঠির ড্রাফট তৈরি করার জন্য। ড্রাফটটি এখানে দিয়ে দিলে সবার পরামর্শ অনুসারে সেটিকে ফাইন্যাল করা যাবে। তারপর সচলায়তনের লোগে ব্যবহার করে সেটিকে প্রিন্ট করে দিয়ে আসবো জাদুঘর কর্তৃপক্ষের কাছে।
খ. নজরুল ভাইয়ের সাথে আজকে কথা হলো। ছবি-সম্পর্কিত যাবতীয় কাজের দায়িত্বে থাকছেন মুস্তাফিজ ভাই। আর টেক্সট-সম্পর্কিত যাবতীয় কাজের দায়িত্বে আমি আর নজরুল ভাই আছি।
গ. যারা যারা কাজ করতে চান তারা কতোটুকু সময় কীভাবে কাজ করতে পারবেন (যেমন- শুক্রবারে তিন ঘণ্টা এরকম), কী কী ইনস্ট্রুমেন্ট আছে (যেমন- ক্যামেরা, ল্যাপটপ, স্ক্যানার ইত্যাদি) ইত্যাদি বিষয় জানিয়ে ফোন নম্বরসহ আমাকে একটা ইমেইল (gtmroyঅ্যাটজিমেইল) করে দিন প্লিজ।
ঘ. এই শুক্রবারের আগেই (মঙ্গল বা বুধবারে) যারা যারা কাজ করতে আগ্রহী তাদের সবার সাথে বসতে চাই। সম্ভব কি? জানান প্লিজ। বিশেষ করে নিজেরা এ-সম্পর্কিত আলোচনাগুলো আগে সেরে তারপর জাদুঘরের সাথে বসলে ভালো হয়। আর এই বৈঠকে উইকিপিডিয়ানদেরও রাখতে চাই। যেহেতু তারা কাজ করছেন অনেকদিন ধরে, তারা অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে পারবেন। এ ব্যাপারে আমি উইকিপিডিয়ার বেলায়েত ভাইয়ের সাথে যোগাযোগ করবো।
ঙ. নিজেরা বসে একটা পরিকল্পনা ঠিক করার পর এটা নিয়ে বিশদভাবে মফিদুল হকের সাথে বসতে পারি। তাঁরও নিশ্চয়ই কিছু আইডিয়া আছে। সব মিলিয়ে এই দুটো আলোচনার পর আমরা কাজ শুরু করতে পারি।
চ. যারা যারা কাজ করবেন তাদের নাম-ঠিকানা আপাতত আমার কাছে থাকছে। এটিকে বাইরে প্রকাশ করতে চাই না।
ছ. এই কাজের একটা লগ তৈরি করে আমি দুয়েকদিন পরে আরেকটা পোস্ট দিয়ে দিবো যা প্রতিনিয়তই আপডেট হবে।
আপাতত এটুকুই। যখন যা মনে আসবে, তখন তা লিখে ফেলবো।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
গৌতমদা,
উইকিপিডিয়া সম্পর্কিত যে কোনো সহায়তা এবং পরামর্শ দিতে আমি প্রস্তুত আছি। যদি ব্লগাররা চানএকটি উইকি ওয়ার্কশপ করা দরকার। তাহলে তাদের নিয়ে আমরা একটি ছোট ওয়ার্কশপও করতে পারি। যেখানে কিভাবে উইকিপিডিয়াতে সম্পাদনা করতে হয় তা সহ ছোট ছোট ব্যাপারগুলো জানানো যাবে।
এ কাজে উইকিপিডিয়ানরা সবসময় আপনাদের পাশে আছেন।
বেলায়েত ভাই,
আপনার এ প্রস্তাবটাতে আমি আগ্রহ বোধ করছি। আশা করছি গৌতম এ ব্যাপারে কিভাবে কী করা যায় আরো বিস্তারিত বলবে। কোন ছুটির দিনে যেকোন জায়গায় একত্র হতে পারি আমরা।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
এ ব্যাপারে বেলায়েত ভাইয়ের সাথে কথা হয়েছে। আশা করি শিগগিরই একটা ওয়ার্কশপের আয়োজন করা যাবে।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
দুর্দান্ত কাজ করেছেন গৌতমদা। লগে আছি।
ধন্যবাদ শুভাশীষ দা।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
আমি সাথে আছি।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
স্ক্যান করতে অনেক সময় সাপেক্ষ। তাই ছবি তোলার ব্যপারটা চিন্তা করতে পারেন। একটা ট্রাইপডের উপর ফোকাস ফিক্সড করে রাখলে স্ক্যানের চেয়ে অনেক দ্রুত একটা বইকে ডিজিটাইজ করা যাবে বলে আমার মনে হয়।
ইলেট্রনিক আর্কাইভ নিয়ে কিছু কথা। আমি নজরুল ভাইকে গতকালই বলছিলাম।
ধরা যাক,
প্রথমিক ভাবে মুক্তিযুদ্ধ বিষয়ক ১০০ বই নিয়ে কাজ শুরু হচ্ছে, প্রতিটায় গড়ে ৩০০ পেজ আছে। তাহলে প্রায় ৩০০০০ ইমেজ হবে।
পত্রিকা এবং অন্যান্য দলিলপত্র নিয়ে আরো ১০০০০ ইমেজ হবে। এটা প্রথমিক ভাবে। এখন এই ৪০০০০ ইমেজ থেকে কোন ডাটা রিট্রাইভ করা অনেক কঠিন হবে। বিশেষ করে কেউ যদি মাঝপথে যোগ দেয়।
তাই আমি বলতে চাই ১০ জনের মত একটা টিমকে শুধু ডাটা ডিজিটাইজ করার দায়িত্ব দেয়া হোক। ডিজিটাইজ হয়ে যাওয়ার পরে আমরা সেটাকে ওয়েবে দিয়ে দেব। এখানেও কথা আছে। ওয়েবে এত্তো ডাটার মধ্যে যে কেউ হারায় যাবে। একটা বিশেষ ছবি বা তথ্যের জন্য পুরো একটা বই পড়ার দরকার হতে পারে। আর কারো পক্ষে এতো বই পড়া সম্ভব হবে বলে আমি মনে করি না। তাই আমি ছোট্ট একটা সিস্টেম ডেভলপ করার কথা বলব। সেটা কাজ করবে অনেকটা এভাবে, আমরা যে ছবি গুলো তুলব, সেগুলার প্রতেক্টির একটা (বা একাধিক) ট্যাগ থাকবে। যেমন, কোন বইয়ের ১২৫ নম্বর পৃষ্ঠায় কোন একটি ঘটনা বা একজন মানুষের কথা লেখা থাকবে। আমরা সেগুলো সার্চ ক্রাটেরিয়া হিসেবে ব্যবহার করব। তাই যখন কেউ কোন রেফারেন্স ব্যবহার করতে চাবেন, তিনি সেই সংশ্লিষ্ট কী ওয়ার্ডটি দিয়ে সার্চ করলেই যেন তার কাছে ওই নির্দিষ্ট ঘটনা বা ব্যাক্তির সব তথ্য হাজির হয় এবং তিনি সহজেই নির্ভুল ভাবে ওই রেফারেন্স ব্যবহার করতে পারেন। ব্যাপারটা জটিল মনে হতে পারে, কিন্তু একবার সিস্টেমটি দাঁড়িয়ে গেলে যেকেউ সহজেই এটা ব্যবহার করতে পারবে।
সার্চ ইঞ্জিনের ব্যপারে, প্রযুক্তিগত দিকটা সচলের যেকোন বড়ভাই করে দিতে পারবেন। আমি সি বা সি++ দিয়ে সার্চ করার কোড জানি, কিন্তু ওয়েবে কিভাবে করে জানি না। জানলে আমিই চেষ্টা করতাম সিস্টেমটা ডেভেলপ করার।
১০ জন * ৪০ দিন * ১০০ পেজ/প্রতিজন প্রতিদিন = ৪০০০০ পেজ
মানুষ বেশী হলে আরো তাড়াতাড়ি করা যাবে।
এ ব্যপারে যেকোন সাহায্য করার জন্য সদা প্রস্তুত।
---নীল ভূত।
ক্যামেরা দিয়ে ছবি তোলা হলে সেই বই পড়তে সমস্যা হয়। একটু কষ্ট করে স্ক্যান করার কাজটাই আমাদের করতে হবে। এর বিকল্প নাই।
ছবি তোলা হলে সবচেয়ে বড় যে অসুবিধা হয় সেটা হলো হাত কেঁপে (নাকি কেপে হবে ?) যায়। স্ট্যান্ডে রেখে করলে কোন সমস্যাই হবে না। আমার ৫ মেগা মোবাইল ক্যামেরা দিয়ে তোলা একটা ছবি এখানে দিলাম। ওয়েবের জন্য রিসাইজ করার পরেও দেখতে কোন অসুবিধা হচ্ছে না। বইটা একটা গল্প সমগ্র এবং বেশ মোটা তাই মাঝের দিকের উঁচু জায়গাটা বোঝা যাচ্ছে। চিকন বই হলে এই সমস্যাও থাকবে না। আর স্ট্যান্ডে রেখে করলে এরচেয়ে ও ভালো আসবে।
সাইজঃ ৩৭১ কেবি।
সাইজঃ ১৩৩ কেবি।
আর আমার সিস্টেমটার ব্যপারে মন্তব্য চাই।
---নীল ভূত।
গৌতমকে অভিনন্দন সাথে অন্যান্য সবাইকেও
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
খুব ভালো এই উদ্যোগের জন্য অনেক ধন্যবাদ আপনাকে। উইকিতে লিখতে গিয়ে সবচেয়ে সমস্যায় পড়ছি নির্ভরযোগ্য তথ্য নিয়ে। নরপিশাচ মওলানা মান্নানকে নিয়ে গুগল এ সার্চ করে যথেষ্ট পরিমাণে নির্ভরযোগ্য তথ্য পাইনি। কিছুটা হতাশা অনুভব করছিলাম।
অফিস আর অন্যান্য কাজের জন্য আপনাদের সাথে মাঠে কাজ করা সম্ভব না হলেও সময় পেলে বাসায় রাতে তথ্য যোগের কাজ করে দিতে পারি, করার চেষ্টাও করছি সাধ্যমত। তাই বইগুলি ডিজিটাইজ করে নেট এ দিয়ে দিলে খুব সুবিধা হয়। কারণ মূল সমস্যা হলো নির্ভরযোগ্য তথ্য পাওয়া, যেটা উইকিতে দেয়া যায়। আর উপরে একটা মন্তব্যে একজন বলেছেন কী ওয়ার্ড দিয়ে তথ্য সার্চ করার কথা। এটা সম্ভব হলেও খুব ভালো হয়।
আর উইকি ওয়ার্কশপ যদি হয় তো ওয়ার্কশপে কীভাবে কী শেখানো হলো যদি তা এখানে কষ্ট করে তুলে দিতে পারেন তাহলেও অনেক উপকার হয়। এতে যাদের জন্য ওয়ার্কশপে অংশগ্রহণ করা সম্ভব হবে না কিন্তু উইকিতে লিখতে চান এবং উইকিতে একটা মানসম্পন্ন ভুক্তি তৈরী করা সম্পর্কে জানতে চান তাদের উপকার হবে। জানি এটা করতে বা এতকিছু লিখতে আপনার হয়তো কষ্ট হবে, তারপরও অনুরোধটা করলাম।
উইকি ওয়ার্কশপটা স্ক্রিন থেকে ভিডিও আকারে ইউটিউবে দিয়ে দেয়া যায়। গোটা স্ক্রিন অ্যাকটিভিটি ভিডিও আকারে রেকর্ড করে, এমন কোনো সফটওয়্যার আছে কি?
আছে। একেবারে হুবুহু স্ক্রিন অ্যাকটিভিটি খুব ভালো কোয়ালিটিতে ভিডিও আকারে রেকর্ড করে snagit নামে একটা সফটওয়ার। আমি একটা নাটকে এই সফটওয়ার দিয়ে চ্যাট করানো দেখাইছিলাম। এটা মনে হয় ইন্টারনেটে পাওয়া যায় না। আমার কাছে আছে...
ঢাকায় উইকিওস্তাদ কে আছেন? আওয়াজ দেন। গোটা কর্মকাণ্ডরে ভিডিও ফর্মেটে বানায়া দিতে পারবো আমি।
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
আমাকে কিছু কাজ দেয়ার অনুরোধ থাকলো।
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
আজকে হুট করেই কয়েকজন সচলের সাথে বসা হলো। সেখানে যা যা সিদ্ধান্ত নেয়া হলো সেগুলো জানাচ্ছি-
১. এ সপ্তাহের মধ্যে মুক্তিযুদ্ধ জাদুঘরের গ্রন্থাগারে কী কী বই আছে, তার একটি তালিকা তৈরি করা হবে।
২. সেই তালিকা থেকে সচলদের কাছে কী কী বই আছে, তথ্যসূত্র হিসেবে কী কী বই গ্রহণযোগ্য নয় (কবিতা, উপন্যাস ইত্যাদি) সেগুলো চিহ্নিত করে বাকি বইগুলো কয়েকজন নির্দিষ্ট ব্যক্তি অনুমতিসাপেক্ষে স্ক্যান করবেন বা ছবি আকারে তুলে আমার কাছে পাঠাবেন।
৩. এই ডিজিটাইজড বইগুলো যারা যারা উইকিযুদ্ধে কাজ করতে চান, তাদের কাছে পাঠানো হবে। তারা পুরো বই পড়ে যে তথ্য উইকির যে ভুক্তিতে সন্নিবেশিত করা প্রয়োজন, সেখানে সন্নিবেশিত করবেন। প্রয়োজনে নতুন ভুক্তি খুলতে হবে। আর যারা এ কাজে দক্ষ নন, তারা শুধু তথ্যগুলো টাইপ করে দিলে বাকিরা সেগুলো উইকিতে আপলোড করে দিবেন।
৪. এ প্রক্রিয়ায় কাজ করলে সবচেয়ে বেশি মানুষকে কাজে লাগানো সম্ভব। উদাহরণস্বরূপ- দশটি বই ডিজিটাইজ করতে পারলে একসঙ্গে দশজনকে বইগুলো দিয়ে দেয়া সম্ভব যেগুলো থেকে তারা তাদের সুবিধামতো সময়ে কাজ করতে পারবেন। একটি সিস্টেমেটিক পদ্ধতিতে কাজগুলো করা হবে এবং এর লগ লিপিবদ্ধ করা হবে যাতে এক কাজ দুবার না করতে হয় এবং সিস্টেম লস এড়ানো যায়।
৫. পুরো বিষয়টি নিয়ে এ সপ্তাহের মধ্যেই উইকিপিডিয়ার বেলায়েত ভাইয়ের সাথে বসা হবে। ইতোমধ্যে এ নিয়ে তাঁর সাথে কথা হয়েছে। তারপরপরই আগ্রহীদের জন্য সুবিধাজনক সময়ে একটি ছোট ওয়ার্কশপের আয়োজন করা হবে। ওয়ার্কশপের দায়িত্বে থাকছেন বেলায়েত ভাই।
৬. কাকে কখন কী কাজ দেয়া হচ্ছে, সেই বিষয়গুলো আপাতত আমি লিপিবদ্ধ করছি। অনেকে আগ্রহ দেখিয়েছেন, কিন্তু এই মুহূর্তে সবাইকে কাজ দেয়া সম্ভব না। তবে কাজ শুরু হওয়ার কিছুদিনের মধ্যে সবাইকে কাজ দেয়া যাবে বলে আশা করছি।
৭. হিমু ভাইকে অনুরোধ করছি চিঠির ড্রাফটি তাড়াতাড়ি তৈরি করার জন্য।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
৩নম্বর পরিকল্পনাটা বেশি পছন্দ হয়েছে। প্রবাসী সচলরা সবচেয়ে বেশি কাজে লাগতে পারবে এই সেক্টরে।
আপনাকে বই তো পাঠাবোই। কিছু কিছু ভুক্তি তৈরি হয়ে গেলে সেগুলো ইংরেজিতে অনুবাদের দায়িত্বও আপনার কাঁধে চাপাবো বলে ভাবছি। ইয়ে, আর কোনো ভাষা কি জানেন?
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
কাঁধ পেতে আছি সাধ্যমতন চেষ্ঠা করব।
বইগুলো কি কোথাও আর্কাইভ করা হবে নাকি ব্যক্তিগত ভাবেই সংরক্ষন করা হবে। আমার মতে বইগুলোর একটি কপি WCSF এর এই ই-লাইব্রেরীতেও এক কপি রাখা যেতে পারে। লাইব্রেরীতে এর মাঝেই আরো অনেক বই আছে সেগুলোও আমরা ব্যবহার করতে পারি। এবং তথ্য উৎকলনের কাজ এখন হতেই শুরু করতে পারি। সেখানে এর মাঝেই ৫৬টি বই আছে।
এখানে যেহেতু কপিরাইটের বিষয় আছে, তাই কপিরাইটমুক্ত বইগুলো অনলাইনে সংরক্ষণ করা হবে। সেক্ষেত্রে সেগুলোর একটি কপি WCSF-এর ই-লাইব্রেরিতেও রাখা যাবে।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
গৌতমদা, স্ক্যান সেক্টরের কাজের আপডেট চাই।
আপাতত আপডেট এটুকুই, যা উপরে লিখেছি। আশা করছি এ সপ্তাহের মধ্যে আরও নতুন কিছু আপডেট দিতে পারবো। কপিরাই সংক্রান্ত ঝামেলার কারণে অনেক কিছুই করা যায় না, না হলে ব্যক্তিপর্যায়ে যে বইগুলো আছে, সেগুলো দিয়েই কাজ শুরু করা যেতো। ধন্যবাদ শুভাশীষ দা।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
অসাধারণ কাজ, সাথে আছি।
সাধুবাদ
---- মনজুর এলাহী ----
খুব ভালো লাগছে অগ্রগতি দেখে।
- মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছড়িয়ে দিতে, যেটা মুক্তিযুদ্ধ যাদুঘরের প্রধান উদ্দেশ্য, যাদুঘরের অনলাইনে আসা একান্তই আবশ্যক। আর এটা কেবল ডব্লিউ ডব্লিউ ডব্লিউ ডট মুক্তিযু্দ্ধযাদুঘর ডট ওআরজি নামেই সীমাবদ্ধ থাকলে চলবে না। তাতে অন্তর্ভুক্ত থাকতে হবে মুক্তিযুদ্ধের অসামান্য সব দলিল, যা প্রমাণ করবে বাংলাদেশের জন্মের ইতিহাস!
যদি এখন মুক্তিযুদ্ধ যাদুঘর তাদের রিসোর্স দিয়ে উইকিযুদ্ধকে সাহায্য করে তাহলে যাদুঘরের ডিজিটাইজ রিসোর্সগুলো একসময় তারাও ব্যবহার করতে পারবেন অনলাইনে তাদের নিজস্ব সাইটে। আর অনলাইনে আসা তো যাদুঘরের জন্য ফরজে আইন হয়ে গেছে। ২০১০ সালে এসে তাদের কোনো ওয়েবসাইট থাকবে না, এটা কেমন কথা!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
হুউম।
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
হুমম...
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
চিঠিতে 'ভুক্তির প্রয়োজন শেষ হয়ে যাবার পর স্ক্যান করা কপি বিলোপ করা হবে' কথাটা কি সরাসরি বলবো আমরা ? না কি বলবো যে, 'ভুক্তির প্রয়োজন শেষ হয়ে যাবার পর স্ক্যান করা কপিগুলো সংরক্ষণে রাখায় মুক্তিযুদ্ধ জাদুঘর কর্তৃপক্ষ কিংবা সংশ্লিষ্ট লেখক প্রকাশক বা আইনানুগ সত্ত্বাধিকারীর আপত্তি উত্থাপিত হলে বিলোপের ব্যবস্থা নেয়া হবে।' ?
মানে আমি বলতে চাচ্ছিলাম যে এগুলোও অন্তর্জালে দালিলিক প্রমাণ হিসেবে অক্ষুণ্ন রাখায় কোন আইনগত আপত্তি না থাকলে বিলুপ্ত করা কি খুব জরুরি ? বিষয়টি সম্পর্কে আমার স্পষ্ট ধারণা নেই। এ ব্যাপারে বিজ্ঞ যোদ্ধাদের মতামত জানতে চাচ্ছি।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
জ্বি রণদা, কপিরাইটের সমস্যা যেহেতু আছে, তাই ওইলাইনগুলো দেওয়াই ভালো। কেউ আপত্তি না তুললেও নিজেরা যে কপিরাইটের চর্চার সাথে আছি, সেটা বুঝানোর জন্য হলেও দেয়া দরকার।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
- এবার কিছু একটা হয়ে যাবে অর মায়রে বাপ! উইকিতে তথ্য যোগ করলে যেটা দাঁড়াবে সেটা হবে রাজাকার-আলবদর-আলশামস-এর কুখ্যাত খুনী যারা আজকে "স্বাধীনতা এনেছি" বলে ছাগলের ছাওয়ের লাফিয়ে ওঠে, তাদের কানসা বরাবর চপেটাঘাত। যেই আঘাতের কথা তারা প্রজন্মান্তরেও ভুলতে পারবে না।
মুক্তিযুদ্ধের সময়ে ১১টি সেক্টরের দাপটে যেমন পাকি সেনারা ল্যাংগোট খুলে পালিয়েছিলো বাংলা ছেড়ে, তাদের কুলাঙ্গার দোসর- গোআ, মইত্যা, কামারু, মুজা শুয়োরেরা যেমন গুয়ের টাংকিতে ডুব মেরেছিলো প্রাণ বাঁচানোর তাগিদে, সেই মুক্তিযুদ্ধেরই দ্বাদশতম সেক্টর, "উইকিযোদ্ধা"দের সরব পদচারণায় সেদিনের সেই পরাজিত কুলাঙ্গারদের বংশধরেরাও পালাতে বাধ্য হবে তাদের তথাকথিত স্বরচিত ইতিহাস নিয়ে।
অরা কী ভাবছে, বাঙ্গালি পোতাইয়া গেছে? আব্বে না। 'তোগোরে দীর্ঘ আটত্রিশটা বছর সময় দেওয়া হইছে। তোরা কুত্তার লেঞ্জার লাহান সিধা হৈলি না। উলটা সেইটা নাড়ায়া গেলি। এইবার দেখ বাঙ্গালি চেতলে কী করে! এইটা মোটে শুরু গোলাম হোসেনের দল। তারপর দেখবি ভেলকি কাহারে বলে। ধার দেওয়া বল্লমের আগায় একটা একটা করে যেদিন বরাহ আটকানো হবে, সেইদিন বুঝবি চান্দুরা বাঙ্গালীর বল্লমে কীরূপ ধার!'
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
http://bit.ly/4XKc9u এখানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বইগুলোর একটি তালিকা করার চেষ্টা করা হয়েছে। বেশ কিছু বইয়ের বিভিন্ন তথ্যও বইয়ের ধরন অনুযায়ী যোগ করা হয়েছে এই তালিকায়। আপনাদের কাছে থাকা মুক্তিযুদ্ধের বইগুলোর তথ্যও যোগ করতে পারেন এখানে। আর মুক্তিযুদ্ধ যাদুঘরেও মুক্তিযুদ্ধ বিষয়ক কি বই রয়েছে তাও যোগ করতে পারেন। কোনো বইয়ের ব্যাপারে আলোচনার করতে ঐ পাতার আলোচনা পাতাটি ব্যবহার করতে পারেন।
এটা একটা ভালো কাজ হয়েছে বেলায়েত ভাই। আমরা চেষ্টা করছি মুক্তিযুদ্ধ জাদুঘরের লিস্টটা সংগ্রহ করতে। এর সাথে মিলিয়ে নেয়া যাবে এবং এই ভুক্তিটিকেও সমৃদ্ধ করা যাবে।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
অসাধারন একটি কর্মযজ্ঞ। যারা জড়িত তাদের কাছে একটাই অনুরোধ, তথ্য ইউকিতে নিবন্ধনের ক্ষেত্রে যতটা সম্ভব নির্মোহ এবং নিরাবেগ থাকা যায় ততই মঙ্গল। তাহলে সময়ের পরীক্ষায় এই প্রচেষ্টার ফলগুলো টিকে থাকবে। কোন ভাবেই যেন প্রচেষ্টাগুলোকে একপেশে মনে না হয়। একটা জাতির জন্য তাদের মুক্ত হবার ইতিহাস অনেক গুরুত্বপূর্ণ। এতে আবেগকে পাশে সরিয়ে রাখা সহজ ব্যপার নয়। কিন্তু ভুক্তিগুলোর গ্রহনযোগ্যতা বাড়াতে এর কোন বিকল্প নেই। রাগিব এবং গৌতমদাকে, আন্য যারা ছোট বড় চেষ্টার মাধ্যমে এতে অবদান রাখছেন তাদের সবাইকে সাধুবাদ জানাচ্ছি।
পেজটা বেশি লোড হয়ে যাচ্ছে। হিমু যদি চিঠির ড্রাফ্টটা দিয়ে মতামত জানার জন্য আলাদা পোস্ট দেন, তাহলে কোন অসুবিধা আছে কি ?
সচলের পৃষ্টায় কি উইকিযুদ্ধ নামে আপাতত বা দীর্ঘকালীন একটা ট্যাব যুক্ত করা সম্ভব ? যেখানে এ বিষয়ক আগের ও পরের পোস্টগুলো হাইপারলিঙ্কড হয়ে স্থান পেতে পারে। এটা একটা প্রস্তাবনা কেবল। সুবিধা অসুবিধাগুলো স্ব স্ব সেক্টরের সচলরা আলোচনা করতে পারেন। এটা রেস্ট্রিক্টেড ট্যাবও হতে পারে (আদৌ এরকম হয় কিনা জানিনা)।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
পোস্টে ক্যাটেগরি হিসাবে উইকিযুদ্ধ লিখলে একটা নতুন ক্যাটেগরি তৈরি হবে। সেখানে ক্লিক করলে ঐ ক্যাটেগরির সব পোস্ট একসাথে পাবেন। ট্যাব বানানোর দরকার পড়বে না।
গত কয়দিন বাড়িতে সারাক্ষণ অতিথি আপ্যায়ণ করতে করতে নেটে বসার সময়ই পাই নাই।
আজ সারাদিন সিলেট যাওয়ার এন্তেজাম। মাত্র একটু ফ্রি হলাম।
কালকে থেকে আবার দুই দিন সিলেট।
সচলায়তন বা উইকি, কিছুতেই সময় দিতে পারতেছি না। আর এই কথাটাই এতো বেশিবার করে বলেছি, যে আবার নতুন করে বলতে লজ্জা লাগছে। তবু বলতে বাধ্য হচ্ছি।
এবঙ এবার নিশ্চিত করেই বলছি, ২ তারিখ থেকে আর কোনো অজুহাতই গ্রহণযোগ্য হবে না আমার
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রাবেশকারী কর্মীর সংখ্যা বেশী না রাখার অনুরোধ করছি।
আরো অনুরোধ করছি কর্মীর নাম সচলে প্রকাশ না করার।
তাদের এবং তথ্যের নিরাপত্তার খাতিরে এটা জরুরী
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
১। মুক্তিযুদ্ধ যাদুঘরের সংগ্রহের লাইব্রেরীতে যেসকল বই আছে তার সম্ভবত অধিকাংশেরই গ্রন্থস্বত্ব যাদুঘরের নিজস্ব নয় বরং সংস্লিষ্ট প্রকাশক অথবা লেখকের। এখন আমাদের অনুরোধে সাড়া দিয়ে যাদুঘর আমাদের স্ক্যান আর কম্পোজ করার অনুমতি দিল উইকির রেফারেন্স হিসেবে ব্যাবহারের জন্য, কিন্তু বইগুলো কি পাবলিক ডোমেইনে উন্মুক্ত করার আইনসম্মত অধিকার কি আছে? তবে না থাকলেও যদি যোগাড় করে দিতে পারে তবে জব্বর কাজ হবে। যাদুঘরের অনুরোধকে অনেক প্রকাশক/লেখকই না বলবেন না আশা করি।
২। স্ক্যানের চেয়ে ছবি তোলা অনেক আরামের কাজ। তবে বড়সড় সেনসর সহ ক্যামেরা (ডিএসএলার?) হলে মনে হয় ধারের দিকে ডিমের মত গোল হয়ে যাবার বদভ্যাস কমবে।
৩।মুক্তিযুদ্ধের সব বইই দূর্লভ আর দুষ্প্রাপ্য নয়, বাজারে গেলেই পাওয়া যায় এমন বইগুলোর এক কপি কিনে অটোম্যাটিক ডকুমেন্ট ফিডার সহ স্ক্যানার কোথাও পাওয়া গেলে আমার হিসেবে ২০০ পাতার এক বই ঝকমকা পিডিএফ করতে ঘন্টাখানেক সময়ও লাগার কথা না। যদিও বইয়ের অবস্থা ফর্দাফাই হয়ে যাবে। তবে মুক্তিযুদ্ধের স্বার্থে এক কপি বই মনে হয় শহীদ করা জায়েজ আছে।
এপসনের ফকিন্নী দামের কিছু ফিডারওয়ালা যন্তর আছে, দেশে পাওয়া যায় নাকি? তাইলে এই প্রজেক্টের জন্য আমি একপিস সদকা কর্তে রাজি আছি
http://www.google.com/products?q=epson+adf&hl=en&show=dd&lnk=pruser&price1=80&price2=150
WCSF এর ই-লাইব্রেরীতে হাসান হাফিজুর রহমান সম্পাদিত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ – দলিলপত্র – অষ্টম খন্ডটি যুক্ত করা হয়েছে। খন্ডটিতে গনহত্যা এবং বিভিন্ন যুদ্ধের বর্ণনা রয়েছে যা উইকির ভুক্তির রেফারেন্স হিসেবে কাজে লাগবে। সবাইকে বইটি পড়ে দেখার অনুরোধ জানাচ্ছি। বইটি কিছুটা বড় সাইজের তাই লোড হতে সময় লাগতে পারে।
এই কার্যক্রমের সাম্প্রতিক পরিস্থিতি জানতে ইচ্ছা করে।
নতুন মন্তব্য করুন