বন্টু-মিন্টুর আড্ডায় সবাইকে স্বাগতম! আড্ডার নির্ধারিত সময় ৩.৩০ মিনিট হলেও দুপুর আড়াইটার পর থেকেই অনেকে আসতে শুরু করেন। আয়োজকরা অবশ্য এর আগেই চলে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে। আড্ডার দৃশ্যগুলো সরাসরি সম্প্রচার করা হচ্ছে এখানে।
এছাড়া এখান থেকেও দেখতে পারেন আড্ডায় লাইভ স্ট্রিমিং। আড্ডার পাশাপাশি লাইভ ব্লগিং-ও করা হবে সচলায়তনে।
বিকেল ৩.৩০ মিনিট
মোটামুটি ৬০-৬৫ জন ইতোমধ্যে উপস্থিত হয়েছেন। জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয়েছে আড্ডা। উন্মাতাল তারুণ্যের (শাবাব মুস্তাফা) উপস্থাপনায় দর্শকদের কয়েকজন মুক্ত সফটওয়্যার কী সে সম্পর্কে তাদের মত ব্যক্ত করলেন। এখন দেখানো হচ্ছে জে এস টি মুরের ওপেন ও ফ্রি সোর্স নিয়ে তৈরি করা চলচ্চিত্র "রেভ্যুলিউশন ও এস"।
বিকেল ৪:৫০ মিনিট
রেভুল্যুশন ওএস মুভিটি প্রদর্শন চলছে। সবাই বেশ আগ্রহ নিয়ে মুভি উপভোগ করছেন যদিও এটি আসলে ডকুমেন্টারি। অনেক কাঠখোট্টা। এরই মধ্যে আপডেট আসলো অভ্যর্থনা থেকে জানা গেলো ৩৫০ জনের বেশি রেজিস্ট্রেশন করেছেন দর্শক! আমাদের ধারণা অতিক্রম করে যাচ্ছে দর্শক সমাগম। অনেকই হলের ভেতর দাঁড়িয়ে আছেন।
উবুন্তু/মিন্ট কাস্টোমাইজড ডিভিডি সংগ্রহের হিড়িক চলেছে। সেই সাথে পছন্দের টিশার্ট। ছাত্র, শিক্ষক, ব্লগার, ফোরামার এবং নানা পেশাজীবীর এক অভুতপূর্ব সমাবেশ ঘটেছে। বিভিন্ন আইটি প্রফেশনালরাও এসেছেন। তাদের সাথে তাদের ভক্তরাও দেখা সক্ষাৎ করে নিচ্ছেন। এক কথায় চমৎকার একটি মিলন মেলায় পরিণত হয়েছে আড্ডাটি।
বিকেল ৫:৩৫ মিনিট
ডকুমেন্টারি মুভিটি শেষ। এবার শুরু হচ্ছে সবার সাথে মিথস্ক্রিয়া। সবাই আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন বোরিং ডকু-মুভিটি শেষ হবার জন্য।
বিকেল ৬:০০ মিনিট
এখন উবুন্টু ব্যবহারকারীরা তাদের অভিজ্ঞতা ব্যক্ত করছেন। একজন ব্যবহারকারী জানালেন মিন্ট ব্যবহার করতে গিয়ে একপর্যায়ে বিরক্ত হয়ে তিনি প্রিন্টার ভেঙ্গে ফেলতে চেয়েছিলেন। কিন্তু পরে দেখলেন এর সমাধান খুব সহজ। এখন বক্তব্য রাখছেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মিয়া মো. হোসাইনুজ্জামান, মানে আমাদের শামীম ভাই।
মুনির হাসান তাঁর বক্তব্যে জানালেন মুক্ত সোর্সের সম্ভাবনার কথা এবং তাতে আমাদের প্রতিভার কিভাবে বিকাশ হতে পারে।
তিনি ওপেন সোর্স নিয়ে কার্নিভালের মতো অনুষ্ঠান করার ইচ্ছাও প্রকাশ করেন।
চ্যানেল আই এর প্রতিনিধিরা অনুষ্ঠানের সংবাদ সংগ্রহে এসেছেন তারাও অনুষ্ঠানের বিষয়বস্তু মিডিয়াতে প্রচার করবেন।
বিকেল ৬:৩০ মিনিট
চা-বিরতি চলছে। যারা রেজিস্ট্রেশন করেছেন তারা তাদের টোকেন দেখিয়ে চা খাচ্ছেন। আমার কোনো টোকেন নাই, চা-ও নাই।
ভার্চুয়ালি পরিচিত কিন্তু কখনও দেখা হয় নাই, এমন অনেকের সাথে কথা বলে ভালোই লাগছে।
এখন চলছে প্রশ্লোত্তর। দর্শকরা প্রশ্ন করছেন, উত্তরও আসছে দর্শকদের মধ্য থেকেই।
সন্ধ্যা ৭:২০ মিনিট
অঙ্কুর আইসিটি ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রায় ১০০টি সিডি দর্শকদের দেয়া হয়েছে। এতে রয়েছে বাংলা সংস্করণের ওপেন অফিস, ফায়ার ফক্স, ভিএলসি ইত্যাদি সফটওয়্যার।
অংশগ্রহণকারীদের অভূতপূর্ব সাড়া পাওয়া যাচ্ছে। সবাই কিছু না কিছু বলতে চান। কেউ তার অভিজ্ঞতার কথা জানাচ্ছেন, কেউ সমস্যার কথা জানাচ্ছেন আর কেউ সমাধান দিচ্ছেন। সব মিলিয়ে বেশ প্রাণবন্ত আড্ডা হচ্ছে।
আর আমার মতো দু-একটা মানুষ বসে বসে ব্লগিং করছি।
সন্ধ্যা ৭:৫০ মিনিট
মিলনমেলা ভাঙ্গার সুর শোনা যাচ্ছে। আড্ডা প্রায় শেষের পথে। সবাইকে ফিডব্যাক ফরম সরবরাহ করা হয়েছে। আজকের আড্ডার যে ভুলত্রুটিগুলো হয়েছে সেগুলো থেকে নেওয়া শিক্ষা পরবর্তী সময়ে আরেকটি সফল আড্ডার রসদ দিবে বলে আশা করছি।
×××
আড্ডার আয়োজক উবুন্টু বাংলাদেশ। কারিগরি সহায়তায় দিচ্ছে অঙ্কুর-আইসিটি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এবং প্রচার সহায়তায় রয়েছে আমাদের প্রযুক্তি, প্রজন্ম ফোরাম, সচলায়তন ও লিনাক্স মিন্ট।
মন্তব্য
মেলা টাইম নিচ্ছে ভিডিও স্ট্রিমিং এ
নেট স্পিডের কারণ বোধহয় এমনটি হচ্ছে।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
কিছু ছবি শেয়ার করেন
আর মুভি কত টাইম চলবে?
এর পার সাউন্ড হবে তো
মুভি শেষের পথে।
আড্ডার কিছু ছবি দেখতে পারেন এখানে - http://bit.ly/bEbi6q
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
আশাকরি এবার সাউন্ড পাবো
কত্তো যে ঝামেলা! সাউন্ড কি পাচ্ছেন এখন?
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
দেখলাম কিছুক্ষণ।
কি মাঝি, ডরাইলা?
হুমম। কোনো ফিডব্যাক? এখন ফিডব্যাক দিলে ভবিষ্যতে কিছু কিছু সমস্যা এড়ানো যাবে।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
কি আর সাউন্ড পেলাম না
এটা ঠিক করা দরকার ছির আগে
অনুপ
এখন কিন্তু সাউন্ড পাওয়া যাচ্ছে।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
শব্দ আসছে তো। এই যে হাততালি শুনলাম। তবে সচলে এমবেড করা যেটা সেটা আমার এখানে লোড হচ্ছেনা, খালি কিছু হিজিবিজ কোড দেখাচ্ছে।
হুম। সচলে কেন দেখা যাচ্ছে না বুঝতে পারছি না। সচল কর্তৃপক্ষকে ইমেইল করেছি।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
রণদা'র মত টুপি পড়া একজনকে দেখলাম। উনিই হবেন বোধ হয়।
রণদাই। তিনি তার অভিজ্ঞতার কথা বললেন।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
গৌতম, উনাকে বলেন একটা পোস্ট দিতে সচলে । অভিজ্ঞতাগুলো আমরাও শুনতে চাই । ননটেকি নতুন ব্যবহারকারীদের অভিজ্ঞতা গুরুত্বপূর্ন মনে হয় আমার এই ক্ষেত্রে ।
নীড়পাতা.কম ব্লগকুঠি
রণদাকে জানিয়ে দিলাম। ননটেকি নতুন ব্যবহারকারীদের একটা অভিজ্ঞতা পড়তে পারেন এখানে।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
স্ট্রিমিং দেখলাম বেশ কিছুক্ষন । আড্ডা শব্দটা পড়ে প্রথম ভাবছিলাম বেশ একটা অনানুষ্ঠানিক জমায়েত হবে । তবে স্ট্রিমিং দেখে সেটা মনে হয়নি ।
নীড়পাতা.কম ব্লগকুঠি
আনুষ্ঠানিক আড্ডা আর কি! তবে শুরুতে কিছুটা জড়তা থাকলেও এখন কিন্তু আড্ডা বেশ জমে উঠেছে।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
গৌতমদা, আপনাকে অ-শে-ষ ধন্যবাদ, লাইভ ব্লগিংয়ের জন্য।
ইসসস কী যে মিস করলাম! নিজের কাছেই খারাপ লাগছে...
_______________
.:: উবুন্টু ও মিন্টকে ছড়িয়ে দিন সবার মাঝে! ::.
_______________
::সহজ উবুন্টু শিক্ষা::
আপনি তো লাইভ চ্যাট এ আইলেন না।
গৌতম দাকে চা না দেওয়ার জন্য গভীর শোক প্রকাশ করছি [ ]
ব্যস্ত ছিলাম! বাংলাদেশে ছুটি কিন্তু আমার এইখানে পুরাদমে উইকডে। তবে মাঝে মাঝেই সচলায়তনে এসে দেখে যাচ্ছিলাম আপডেট!
_______________
.:: উবুন্টু ও মিন্টকে ছড়িয়ে দিন সবার মাঝে! ::.
_______________
::সহজ উবুন্টু শিক্ষা::
আপনি আমার দুষ্কু বুঝলেন।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
আপনাকেও ধন্যবাদ। পরেরবার আশা করি আপনাকে আমরা পাবো।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
দুঃখিত যথাসময়ে বোধহয় স্টিকি করা যায়নি। ঘটনাপঞ্জি পড়ে খুব মিস করেছি মনে হচ্ছে।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
আমি শেষের দিকে লাইভ দেখেছিলাম। যদ্দূর মনে হয়েছে "ইট ওয়াজ অ্যা ব্লাস্ট"!!
ভালো লাগছে যে আড্ডার ঠিক আগের দিন গতকালকেই প্রথমআলোতে একটা খবর ছাপা হয়েছিলো যে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে দেশের নতুন ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয় কলেজে সাইবার সেন্টার করা হচ্ছে এবং সেসবে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে উবুন্টু! নিঃসন্দেহে একটা উৎসাহজনক খবর।
_______________
.:: উবুন্টু ও মিন্টকে ছড়িয়ে দিন সবার মাঝে! ::.
_______________
::সহজ উবুন্টু শিক্ষা::
ব্যাপক মজা হয়েছে! মিস তো করেছেনই! যাই হোক, এখন স্টিকিটা তুলে দিতে পারেন। ধন্যবাদ।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
রণদা, আপনার অভিজ্ঞতা বলেন আমাদের। নবীন বন্টু-মিন্টু কারো চোখে অনুষ্ঠানটা দেখতে চাই। অনুষ্ঠানে বন্টু-মিন্টুদের কেমন দেখলেন আর অনুষ্ঠানি বা কেমন হল সেটা নিয়ে একটা পূর্ণাঙ্গ পোস্ট ছাড়েন... জলদি!
_______________
.:: উবুন্টু ও মিন্টকে ছড়িয়ে দিন সবার মাঝে! ::.
_______________
::সহজ উবুন্টু শিক্ষা::
হাঁ ভাই, চমৎকার একটা অভিজ্ঞতা হলো। টেকনিক্যাল বিষয়গুলো তো আর বলতে পারবো না, তবে অভিজ্ঞতার বিষয়গুলো নিয়ে পোস্ট দেয়ার আশা রাখছি।
আপনার ডিজাইন করা ব্যানারটা আসলেই দারুণ হয়েছে ! এ জন্যে আমাদের সবার পক্ষ থেকে আপনাকে উইশ করে জোরে একটা হাততালি দিয়েছি আমরা, শুনতে পেয়েছেন তো ?
এখন কিন্তু লিনাক্স দিয়েই মিন্টু আমি ইসাডোরারে সাথে নিয়া ব্লগিং করতেছি। হা হা হা !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
আপনার পোস্টের অপেক্ষায় রইলাম....
_______________
.:: উবুন্টু ও মিন্টকে ছড়িয়ে দিন সবার মাঝে! ::.
_______________
::সহজ উবুন্টু শিক্ষা::
অভ্রনীল ভাইয়ের ডিজাইন করা ব্যানারটা দারুণ হয়েছে। রাতকানা দুই-মেগাপিক্সেলে ঠিকভাবে আসেনি
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
খুচরা-খাচরা না দিয়া শীগ্গির ছবিসহ পূর্ণদৈর্ঘ্য পোস্ট পোস্টান...
_______________
.:: উবুন্টু ও মিন্টকে ছড়িয়ে দিন সবার মাঝে! ::.
_______________
::সহজ উবুন্টু শিক্ষা::
স্টেজের ডান দিকে...compaq এর ল্যাপটপ নিয়া তাহলে আপনেই ব্লগিং করতেছিলেন। আমার মনে হচ্ছিলো যে আপনিই গৌতমদা। কিন্তু ব্যস্ত দেখে কথা বলার লোভ সামলে নিয়েছিলাম।
আরে চলে আসতেন! আড্ডায় যাওয়া তো ওই কথা বলার জন্যই। পরেরবার যেন এরকম মিস আর না হয়!
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
কড়া নজরদারির মাঝখানে গৌতম
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
পিছে ক্যামেরা কার? চ্যানেল আই'র? তাইলেতো গৌতমদা হিট...
_______________
.:: উবুন্টু ও মিন্টকে ছড়িয়ে দিন সবার মাঝে! ::.
_______________
::সহজ উবুন্টু শিক্ষা::
বন্টু-মিন্টুর আড্ডা-২০১০ এর ছবি (১০০ টির মত) দেখুন এখানে: http://bit.ly/cN3l78
অনেক ধন্যবাদ ম্যাকভাই! সেই সাথে অঙ্কুরকেও ধন্যবাদ এরকম একটা আড্ডা স্পন্সর করার জন্য...
_______________
.:: উবুন্টু ও মিন্টকে ছড়িয়ে দিন সবার মাঝে! ::.
_______________
::সহজ উবুন্টু শিক্ষা::
অভ্রনীল, আপনাকে স্বাগতম। বাংলাদেশের ওপেনসোর্স আন্দোলনের অন্যতম পথিকৃত অঙ্কুর সবসময় এরকম আরও আড্ডা ও অনুষ্ঠান স্পন্সর করতে সদা প্রস্তুত।
নতুন মন্তব্য করুন