ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদরে খোঁজা হচ্ছেঃ রাত থেকে মোহাম্মাদপুরে রেইড চলছে ।
প্লিজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে যেখানে আছো নিরাপদে সরে যাও অন্তত যেখানে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে পরিচিত নও ।
এটা গুজব নয় । ঘটনা সত্যি ।
মন্তব্য
সম্মানিত অতিথিঃ
আপনাকে অনেক ধন্যবাদ এই লেখার জন্য ।
সুসময়ে না হোক, দুঃসময়ে তো আপনি সচলায়তনের সংগী হলেন ।
আপনাকে আবারো ধন্যবাদ । যখনই যা,যেভাবে সম্ভব হয় আপডেট জানান ।
আমরা যারা দেশের বাইরে আছি,তাদের জন্য ব্লগনিউজ খুব গুরুত্বপুর্ন ।
-----------------------------------
'আমি ও অনন্তকাল এইখানে পরস্পর বিস্ময়ে বিঁধে আছি'
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
আরো আপডেট দিন সম্ভব হলে।
ধন্যবাদ।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ও দুজন শিক্ষককে গ্রেফতার করে ।রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি সাইদুর রহমানকে সহ আরেকজনকে ।
অসম্ভব আতংকজনক খবর, কিন্তু কতটুকু বিশ্বাসযোগ্য সেটা বুঝতে পারছি না। সম্ভব হলে একটু আপডেট দেন।
এইটা সচলের প্রথম 'অতিথি লেখক'র পোস্ট ঃ)
দুঃস্বপ্নের রাত এবং দুর্ভাবনার দিন ...
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...
গতবছরের পোস্ট!!!!!!!!!!!
কি মাঝি? ডরাইলা?
নতুন মন্তব্য করুন