যখনি ভাবি আপনার কথা,চরম বিরক্ত হই
পাহাড়ের সমান ক্ষোভে,গড়িয়ে পড়ে অজস্র অশ্রু
পাখিদের কলতানে মুখরিত সন্ধ্যা,কল্পনায় চরম অনীহা
একাকী পথে কাউরো হেঁটে যাওয়া,ইর্ষায় মুখ ফিরিয়ে নেওয়া।
কল্পনায় অনেক আধাঁর,মুখখানি যেন আতঁতায়ী কেউ
মৃত তে যেমন প্রাণ থাকে না,তেমনি প্রেম-বিরহ কোন প্রাণ পায়না
নিথর দেহ শুধুই অলস,ভাবি কোন আত্মহত্যার নাটক
গতিহীন কোন লক্ষ্য থাকা,হঠাৎ আলোয় ছিটকে যাওয়া।
ব্যর্থ জীবন ক্ষণিকের বেদনা,কিছু সময়ের মস্তকছেদের যন্ত্রনা
সুপ্ত মানুষগুলো নিজেকে ফুটিয়ে তোলে,অনন্তকাল তাহার বাজী বয়ে আনে
আধাঁরের জীবন নিরলস ব্যস্ত থাকে,কাকগুলোর ডাকাডাকি বড় অসহ্য লাগে
কে পাবে এই চরম একাকী?যে বসে আছে বড্ড একা।
অন্তোজ...
মন্তব্য
নতুন মন্তব্য করুন