সন্জীব দা'র সাথে এই গানটা গাওয়া হলো না

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বুধ, ২১/১১/২০০৭ - ৪:৪১অপরাহ্ন)
ক্যাটেগরি:

আমি নাই খুলিলাম তালা চাবি,মনের দরজা খুলিলাম
কার বিহনে যাবে মন,খুজে আমার পাগল মন।।

সখি আমার বাক্য শুনে,পাগল আমায় বলে যে
ভালবাসার দিব্বি দিয়ে,পায়ে শিকল বেধেঁছে
কার বিহনে যাবে মন,খুজে আমার পাগল মন।।

ভালবাসার অনেক জ্বালা,দিবা নিশি শুধুই পালা
সঙ্গে থাকার কথা দিলি,তৃর্প্ত হইল আরেকজনা
কার বিহনে যাবে মন,খুজে আমার পাগল মন।।

মরন যদি আসে আমার,সুপ্ত নয়নে যাবো আবার
শুধাব তারে বিচ্ছেদের জ্বালা,কার বিহনে যাবে মন
খুজে আমার পাগল মন।।

অন্তোজ...

*সন্জীব দা গানটা কি সুর করেছিলে? নাকি আমাকে প্রত্যকবারের মত ধোকা দিলে, সুর না করো দু:খ নাই, কিন্তু তুমি এভাবে চলে কেন গেল?


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।