পূর্ণিমার চাঁদ তুমি জেগে থেকো
আমার নিথর আকাশ।
জ্যোৎস্নার স্বপ্ন আবার আসবে
আবার হবে নিশ্চয় হবে।
আমি আছি একাই আছি।
নদীদের গান থেমে গেছে।
মনের কথা কোথায় এখন?
মিটিমিটি চোখে দেখা ধীর স্বপ্ন।
আশা ভরা জীবন
সুদূর দেয়ালের কাছাকাছি দুটি ঘর।
ভালবাসার কথা বলা বৃথা
পৃথীবির বুকে চির উন্মাদনা।
ভোরের প্রতীক্ষা
তার সঙ্গী রাতের দেখা নাই,
কেউ ছিল!!!
হ্যা পূর্ণিমার চাঁদ আজো আছে।
কেমন জানি হঠাৎ
নিঝুম শহরের অস্থিরতা।
মৃত পৃথীবিতে বাস করি
আলোর সাথে দেখা নাই।
বাতাসের সাথে আড়ি অনেক আগে
গাছেদের কথা থেমে গেছে।
হঠাৎ অবাক আকাশ তারাদের দেখা নাই
* এটা কোন কবিতা নয়! আমার মনের এলোমেলো ড্রাফট।
আমি অন্তোজ...
মন্তব্য
নতুন মন্তব্য করুন