ভালো ছিলাম....

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শনি, ২৪/১১/২০০৭ - ১১:৫৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

যাপিত আব হের স্মৃতিচারনে কুচকে উঠে বাম কুঠি।
ভালো ছিলাম। নিজের মত, ডানাময়।
প্রাত্যাহিক মন ভালোর বিকিকিনির সুস্থ ক্রেতা ছিলাম। দ্রব্যাদির স্বাভাবিক মূল্যে বিস্বময় সুস্থ মন। হেট হয়ে আধামেলা দরজায় ফেরত যাওয়ার মত বনিক নই আমি। পাল তুলে ডাকি তাই তোমাকে। ওদিকে ভুল মাস্তুলে চোখে নাচে তোমার। আমার অভিমানি নৌকা পেছন ফিরে চায়।
ভালো ছিলাম। নিজের মত, ডানাময়।
এভাবে প্রারম্ভিক বর্তমান শেষে বিশ্লেষনের মাঠে এলোমেলো হয়ে যায় সব গুলি শিউলি। মালার সুতোর দিক ভুল করে ভুপতিত হয়। সে এক করুণ সুর! ইচ্ছের না ভাগ্যের এ পতন গুনে দেখার আগেই মন বিষিয়ে যায় কটকটে বিকেলের চাহনীতে। আরোও থেতলে দিয়ে পা ফেলি ঘরে।
একা অন্ধকারের স্যাঁতেস্যাঁতে প্রকষ্ঠের চেপে আসা দেয়ালের মাঝে দেই মাথা এলিয়ে। শুরু হয় স্মৃতি আর সম্পদের তুলনামুলক সাহিত্য। ওদিকে সারা রাত স্বপ্নেরা ঠকঠকিয়ে যায় দরজা। জন্জাল পেরুতে পেরুতে দরজা বন্ধই রয়ে যায় রোজ রাত।
আবার সকাল। আলোর ভেংচির ভয়ে চোখ মেলতে মেলতে আবারও শিউলির পতন। শুরু সেই একই সুর।
আসলে ,ভালো ছিলাম। নিজের মত। ডানাময়।


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।