বৃষ্টি... কারো কারো চোখে

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: মঙ্গল, ২৭/১১/২০০৭ - ৮:৪৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

বৃষ্টি... কারো কারো চোখে/অন্তোজ

বৃষ্টি হচ্ছে কেমন জানি অসহ্য
একলা হয়ে হাঁটার পাগলামি বেড়েছে
শুকনো পাতাগুলো একেবারে ভিজে গেছে
নদীর পাড়ে বৃষ্টির দৃশ্য একান্ত ঘুমের ভাব।।

পাহাড়ী ষোড়শী নাম ধরে ডাকবে
সকালে চিৎকারে ঘুম ভাঙ্গবে
মনের কোনে শংকা বাড়বে
একটা জীবন ঝরে গেল
গোটা একটা সকাল ভেঙ্গে গেল।।।

বাজবে বৃষ্টির নুপুর বাজবে উদাসী নুপুর
এই শহরের কান্নাটা বড় কর্কশ
খুব চকচকে কোন সকাল হবে
দোলায়িত বৃষ্টি হবে...কারো কারো চোখে।


মন্তব্য

হাসান মোরশেদ এর ছবি

পড়লাম ।
-----------------------------------------
মৃত্যুতে ও থামেনা উৎসব
জীবন এমনই প্রকান্ড প্রচুর ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

মাহবুব লীলেন এর ছবি

কবি যদি তার নামটা কোথাও যুক্ত করতেন....

অন্তোজ এর ছবি

যুক্ত করেছি একদম উপরে.. অন্তোজ...

পড়ার জন্য ধন্যবাদ

বিবাগিনী এর ছবি

আমারো আজকে বৃষ্টি খুব অসহ্য লাগছে।‌‌।ভাল লাগলো লেখা আপনার । হাসি
::একাকিত্বের বিলাস আমার অনেকদিনের সাধ::

‌‌::একাকিত্বের বিলাস আমার অনেকদিনের সাধ::

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।