সুতন্বী হিসেবে খ্যাতি ছিলো কোনোকালে হয়তো
উদরের স্ফীতি সততঃই তাকে ব্যঙ্গ করে আজকাল
ছোটোবেলায় স্কুলে পড়া গর্ভবতী তেও গর্ববতী হবার উচ্চারণ বিভ্রাট
হাসায় না আর, আতঙ্কিত করে।
কূট মানবশরীর জনিত রাজনীতি
বান্ধবরা আবার দ্যাখে "প্রিভিলেজড নারী কি'না করতে পারি" দৃষ্টিতে -----
অথচ ছোট্ট একটু আশা ছিলো-- একেবারেই ছোট্ট, কিন্তু জ্যান্ত
পিঠের ব্যথায় অসাড় হবেনা দেহ
ঘন নীলে,সাঁতারে, স্বাচ্ছন্দ্য জলকেলি
আর আয়নার দিকে তাকিয়ে বলতে পারা,
হ্যাঁ, জানি এবং মানি তো " এইজ ইজ জাস্ট আ নাম্বার "
এতেও এতো নারী শরীরের রাজনীতি ঢোকে কেন?
ss; ২৯শে নভেম্বর,২০০৭; রাত ১টা ৩০ মি।
মন্তব্য
প্রথম প্রচেষ্টা সফল - আমার খুব পছন্দের একজন লেখিকার (আশাপূর্ণা দেবী) নাম দেখে পড়লাম, এবং ভাগ্যিস পড়লাম-
স্নিগ্ধা
স্নিগ্ধার স্নিগ্ধ মন্তব্যের জন্য কৃতজ্ঞতা । সদ্য বাংলা টাইপ করার জ্ঞান লব্ধ হচ্ছে। গতি শম্বুকসম। শশক না হোক, অন্ততঃপক্ষে মেষশাবক গতি লাভ করলেও চলতো।
আশাপূর্ণা দেবী র প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা, বকুলকথা ট্রিলজি আমাদের প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ দলিল,আমার কাছে সুখপাঠ্য ও।
শুভকামনা।
ভালো লাগলো । আরো পড়তে চাই ।
সম্মানিত অতিথি কি নিজের নামটা(আসল/পেন) উল্লেখ করবেন?
-----------------------------------------
মৃত্যুতে ও থামেনা উৎসব
জীবন এমনই প্রকান্ড প্রচুর ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সদ্যোজাত শিশুর মতো হাতড়ে হাতড়ে বাংলা টাইপ করা শিখছি, অনুভূতি মাতৃগর্ভের মতোই ধোঁয়াটে এবং যাত্রাপথ কুসুমাস্তীর্ণ নয়। আমার লেখার নাম("লেখক নাম" বলার সময় ও যোগ্যতা আসেনি এখনো বোধ করি!) ইংরেজীতে pen name বলতে গেলে সুবর্ণা সেঁজুতি,এখানে ছোট্ট নাম ss থাক আপাততঃ?
নতুন মন্তব্য করুন