যতটুকু ভুল
হৃদয় আকুল
থমথমে চারিপাশ,
অনুখন হায়,
দোলা দিয়ে যায়
অবাক দীর্ঘশ্বাস ।
হৃদয় দীপ্তি-
চির অতৃপ্তি
ভাগ্য লিখন শুধু,
মন ব্যাকুলতা-
এ প্রতিকূলতা
মরা মরুভূমি ধূধূ ।
যতটা সূক্ষ্ম
এসব দুঃখ
থাকবে অন্তহীন,
তারো বেশি আশা
জলজ পিয়াসা,
হৃত হৃদয় বিলীন ।
তাই খুঁজি সুখ
সাগর সমুখ,
সুখের ঠিকানা নীল,
পথ থেকে পথে
পথ খুঁজে পেতে
হাতড়ায় গাংচিল ।
সুদূর আকাশে
যদি মেঘ আসে,
আঁধারে সকল ঢাকা,
মনের ঠিকানা
কোথায় জানি না,
পথ হাঁটি আঁকাবাঁকা ।
নেভাতে কি পারি
আগ্নেয়গিরি ?
জ্বালামুখ সবখানে,
বাক্য প্রয়াসে
হয়না প্রকাশ এ,
যার জ্বালা সেই জানে ।
-জি এম তানিম
মন্তব্য
নেভাতে কি পারি
আগ্নেয়গিরি ?
জ্বালামুখ সবখানে
...................................................................
অসংখ্য 'নেই'-এর ভিড় ঠেলে
জ্বলজ্যান্ত 'আছে' খুঁজে পাওয়া হলো আসল ফকিরি
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী
খুবই ভাল লাগলো। বিশেষ করে শেষটুকু। চলুক। আরো কাব্যের অপেক্ষায় থাকলাম।
নতুন মন্তব্য করুন