রুপীকার রুপকথা

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: রবি, ০২/১২/২০০৭ - ৬:৪৮অপরাহ্ন)
ক্যাটেগরি:

রুপীকার রুপকথা/অন্তোজ

নিমগ্ন কোন ধ্যানে ছুটছে পেছনের স্মৃতি
রাত পোহাবার দেরী এসো কথা বলি
অন্ধকার ঘরের কোণটা বেশ অস্বস্তি লাগছে
পাশ ফিরে চাইনি যদি ভোর হয়ে যায়
সাজানো কথামালা জুড়ে তারাদের পথচলা
আয়নার সামনে বসে কোন রুপকের রুপকথা।

তোমার বাচাল স্বভাবটা আজ কোথায়?
শতাব্দী পার হয়ে যাওয়া আমার রুপীকা
খোলা জানালা যেন আকাশের দিকে তাকিয়ে
অবাধ্য চোখ বুঝি আজ শুধুই দেখতে চায়
উড়ে যাওয়া তোমার আমার কুহেলি সুরগুলো
অথবা কি ছুঁয়ে যেতে চায় কুয়াশা ভেজা কাশবন।
এমন ও কি হয়-
নাকি খুজে নেব আমি রুপকথার একলা পথিক।


মন্তব্য

হাসান মোরশেদ এর ছবি

অন্তোজের কবিতা উপাদেয় হাসি
-----------------------------------------
মৃত্যুতে ও থামেনা উৎসব
জীবন এমনই প্রকান্ড প্রচুর ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

শেখ জলিল এর ছবি

অবাধ্য চোখ বুঝি আজ শুধুই দেখতে চায়
উড়ে যাওয়া তোমার আমার কুহেলি সুরগুলো
...বেশ ভালো।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

শ্যাজা এর ছবি

ভাল লাগলো এই রূপকথা..


---------
অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা। (সুইস প্রবাদ)

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।