দ্য কনসার্ট ফর বাংলাদেশ, জর্জ হ্যারিসন এণ্ড হিজ ফ্রেণ্ডস্

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: বিষ্যুদ, ১৩/১২/২০০৭ - ২:২০পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

দ্য কনসার্ট ফর বাংলাদেশ , ১৯৭১ সালে মেডিসন স্কয়ারে এই শিরোনামে যুদ্ধ কবলিত বাংলাদেশকে রক্ষার এবং সাহায্যের হাত বাড়াতেই এই কনসার্ট আয়োজিত হয়েছিল । শ্রদ্ধেয় রবিশংকর এর অনুরোধে কিংবা উৎসাহেই কনসার্টটি আয়োজনের উদ্যোগ নিয়েছিলেন বিট জেনারেশনের সৃষ্টিকারী বিটলস-এর জর্জ হ্যারিসন । সেই কনসার্ট হয়ে গেল কিংবদন্তী । এইটি দেশের স্বাধীনতার সমর্থনে, সেই দেশে চলমান জেনোসাইডের প্রতিবাদে সেই সময়ের সারা বিশ্ব কাপানো সংগীত শিল্পীরা অংশগ্রহন করেন এই কনসার্টে । মুলত শরনার্থীদের আর্থিক সহযোগিতা এবং স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের সাহায্যার্থে এই কনসার্টের উদ্যোগ নিয়েছিলেন সেতার সম্রাট রবিশংকর । জর্জ হ্যারিসনের 'বাংলদেশ' গানেই ফুটে উঠেছে এই কনসার্ট এর কারণ এবং আমাদের গৌরবের মুক্তিযুদ্ধের বর্ণনা । যা সারা বিশ্ব জর্জ হ্যারিসন শুনিয়েছেন, জানিয়েছেন । তার সেই উদ্যোগ শুধু আর্থিক সহযোগিতায় সীমাবদ্ধ থাকেনি বাংলাদেশের অস্তিত্বের কথা, এখানে চলমান গণহত্যার কথা , লক্ষ লক্ষ দেশান্তরী শরনার্থীর কথা সারা বিশ্বকে জানিয়ে দিয়েছে, পাকিস্তানের হত্যাযজ্ঞের বিরুদ্ধে এবং বিশ্ব জনমত গঠনে ভূমিকা রেখেছে । বরং সেই সময়ের আমেরিকান সরকার বাংলাদেশের জন্মের বিরোধিতা করলেও মার্কিন জনমত ছিল বাংলাদেশের পক্ষে যার অন্যতম কারণ এই কনসার্ট । জাতিসংঘের ইউনিসেফ জর্জ হ্যারিসনের সেই অবদানের স্মরণে একটি বিশেষ ফান্ড তৈরী করেছে 'দ্য জর্জ হ্যারিসন ফান্ড ফর ইউনিসেফ' ।
বাংলাদেশ স্বাধীন হবার ৩৬ বছর পার হয়ে গেল আমাদের দুঃখ আমরা বাংলদেশের এই সবমুক্তিযোদ্ধাদের ম্রদ্ধা জানাতে পারিনি । তাদের অনেকেই আজ মৃত । আর যারা জীবত আছে আমরা হয়তো তাদের রাষ্ট্রীয় ভাবে সংবর্ধনা দিতে পারতাম। কিন্তু এখনও পারিনি ।
কিংবদন্তী তাই এবারের বিজয় দিবসকে সামনে রেখে এইসকল মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানানোর প্রয়াস নিয়েছে । কিংবদন্তী আমাদের কিংবদন্তীতুল্য "দ্য কনসার্ট ফর বাংলাদেশ, জর্জ হ্যারিসন এন্ড হিজ ফ্রেন্ডস" এর একটি টি-শার্ট এনেছে । বুকে জর্জ হ্যারিসন এবং জর্জ হ্যারিসনের বাংরাদেশ গানের লিরিক । পিঠে কনসার্টে পারফর্মরত সেসময়ের বিখ্যাত শিল্পীদের ছবি । সাথে রবিশংকর এর এই কনসার্টের বর্ণনা , কনসার্টে অংশগ্রহন করা বিখ্যাত গায়ক হলিউডের শিল্পীদের নাম, যারা কনসার্টে অংশ নিয়েছিলেন ।
কনসার্টে অংশগ্রহণকারীরাঃ
The Artists• Eric Clapton — guitars • Bob Dylan — vocals, guitar, harmonica • George Harrison — vocals, guitars • Billy Preston — vocals, keyboards • Leon Russell — bass, keyboards, vocals • Ringo Starr — drums, vocals, Tambourine • Ravi Shankar — sitar • Ustad Ali Akbar Khan — sarod • Ustad Alla Rakha — tabla • Kamala Chakravarty — tamboura The Band• Jesse Ed Davis — rhythm guitar • Tom Evans — acoustic guitar • Pete Ham — acoustic guitar • Mike Gibbins — percussion • Jim Keltner — drums • Joey Molland — acoustic guitar • Don Preston — guitars, backing vocals • Carl Radle — bass guitar • Klaus Voormann — bass guitar The Hollywood Horn • Jim Horn, Allan Beutler, Chuck Findley, Jackie Kelso, Lou McCreary, Ollie Mitchell The Backing vocals • Don Nix, Jo Green, Jeanie Greene, Marlin Greene, Dolores Hall, Claudia .
কিংবদন্তী'র ব্লগ থেকেঃ/http://kingbadantee.blogspot.com/
কিংবদন্তী, ডিসেম্বর ১৩, ২০০৭


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।