আপনাকে মনে
আর পড়ে না এখন
লেখালেখি করেন এখনও?
এখনও কি শখ হয়
কাজলদীঘির জলে
একা একা সাঁতরে বেড়াতে?
আপনাকে মনে
আর পড়ে না এখন
জানি না মেয়েটা আজও
ভাঁজ খুলে দ্যাখে কি না বিবর্ন হয়ে যাওয়া শাড়ি
যে শাড়িতে বেধেঁ চোখ
আপনাকে নিয়েছিল ওরা
জানি না জায়া কি আজও
মুছে রাখে আপনার বাঁধানো মলিন ছবিগুলো
জানিনা এখনও সে কি
দু ফোঁটা অশ্রু জমিয়ে রাখে চোখে
আমরা এখন আর
কিছুই ভাবি না
কিছুই বলিনা বহুদিন
স্বপ্ন দেখার দিন হারিয়েছে কবে
স্তব্ধ চেতনা, অনুভূতি
আমরা সবাই আজ
বাক্স গোছাই
দুয়ারে অপেক্ষা করে
কাদা মাখা-মাখা সেই সাদা গাড়ি
সবাই সওয়ারী আজ
দেখা হবে বেশী দেরী নাই
কেউনা, ১৪ই ডিসেম্বর
মন্তব্য
আমার চেনা একটি মেয়ে - একজন শহীদ বুদ্ধিজীবির মেয়ে - শুধু মনে করতে পারে তারই ছোট্ট শাড়ি দিয়ে চোখ বঁেধে তার বাবাকে ১৪ই দিসেম্বর নিয়ে গিয়েছিল। বাবার স্মৃতি বলতে শুধু ঐটুকুই আছে তার। আপনার কবিতাটি মন ছঁুয়ে গেল।
----------------------------------------
পাখীটা উড়ে যেতেই চাঁদ উঠে পড়লো-
আজো সেই রক্তমাখা মুন্ডুটাই উঠলো ।।
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
প্রিয় অতিথি কবি:
এতো ছোট্ট বাক্যে এতো সুন্দর প্রকাশ, বেশ ক'দিন পরে এলাম এখানে, চমত্ কার লাগলো লেখাটা পড়ে আপনার, এই জায়গাটা বিশেষতঃ
স্বপ্ন দেখার দিন হারিয়েছে কবে
স্তব্ধ চেতনা অনুভূতি--------॥
অভিনন্দন।
------
শুভাশীষ রইলো।।
ss
অতিথি লেখকে অনেক ধন্যবাদ, আপনার কবিতাটি আসলেই হৃদয়স্পর্শী।
স্নিগ্ধা আপনার মন্তব্যের মাঝে যে ঘটনাটি বলেছেন, সেটিও আমার হৃদয় স্পর্শ করেছে।
নতুন মন্তব্য করুন