মাপামাপি

অতিথি লেখক এর ছবি
লিখেছেন অতিথি লেখক (তারিখ: শুক্র, ১৪/১২/২০০৭ - ২:৫৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

( খেকশিয়াল )

বেশ কিছুদিন আগের কথা
তখনও বুড়ো আইনস্টাইন জানতো না
ভর আর শক্তির আত্মীয়তা
অথবা আরো আগে
যখন গ্যালিলিও বসেনি কাটা কম্পাস নিয়ে
পৃথিবীটা গোল করতে
কিম্বা কিছু পড়ে
দূরবীন দিয়ে অতীত দেখা যেত যদি
দেখতে গুহাবাসীরাও তখনো জ্বালতো না আগুন
আমি হলফ করে বলতে পারি
তখনো ঠিক হয়নি ভালবাসার পরিমাপ কাঠি
হয়ে উঠেনি বিনিময়প্রথার এক আদর্শ উদাহরন
বুঝতে না পেরেও বুঝে উঠা এই আমরা
ভালাবাসায় তাই বোঝাই আজ
আর যারা বোঝার চেষ্টা করে তাদের বলি
"হেরেটিক!"


মন্তব্য

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।