ঘুম ভেঙ্গে যায় খুব ভোরে
এমনতো হবার কথা নয়..আমি যে বেলা করে ঘুম থেকে উঠি
পাশের ঘর থেকে চিৎকার করে পাঠ মুখস্থ করছে ছোট ভাই
স্কুল পালানো ভাইটি এমন সুবোদ হলো কবে?
উঠে গিয়ে নিশ্চিত হলাম, হ্যা ছোট ভাই পাঠে নিমগ্ন।
যাচ্ছি বসার ঘরে, একি বাবা-মা একসাথে বসে উপভোগ করছেন সকালের প্রথম চা?ব্যবসায়ী বাবার এত সময় আছে নাকি?
এমনতো হবার কথা নয়? দু'জনেরই মুখে সুখের হাসি।
যাই রান্না ঘরে, একি গ্যাস, পানি সবই উপস্থিত। আমার বানানো কফি টাও তেতো লাগছেনা আজ?
সুখিমনে বাবার পাশ থেকে খবরের কাগজটা হাতে নিয়ে নিজের ঘরে ফিরে এলাম, ভোরের কাগজ আজ ভোরেই এসেছে।
খবরের কাগজ খুলে আরো অবাক করা সংবাদ শিরোনামে...
''প্রধান দুই নেত্রী ধর্মঘট প্রত্যাহারের আবেদন জানিয়েছেন''
কি আজব কথা,এরা এমন করে ভাবতেও পারে নাকি?
আরেকটা খবরে চোখ আটকালো..''একজন এতিম শিশুকে দত্তক নিয়েছেন এক চলচিত্র অভিনেত্রী''
....এসব কি সত্যি খবর?
ততক্ষণে সকালের আলো। বরিয়ে এলাম ব্যলকনিতে..
কিন্ত কই, পূবের আকাশে সূর্য্য কোথায়?
পশ্চিম আকাশে ওটা কি?
হ্যা, সূর্য্যই তো। এ কি করে মানা যায়?
যাক মানতে রাজী আছি যদি আগের সব ঘটনা সত্যি হয়।
........................................................
(প্রিয়,মডারেটর পড়ার উপযোগী না হলে প্রকাশ করবেন না)
প্রীয়ক
মন্তব্য
নতুন মন্তব্য করুন