ইন্টারনেটে প্রাকৃতিক সপ্তাশ্চর্য নির্বাচন নিয়ে একটি আগ্রহ দেখা যাচ্ছে অনেকের মধ্যে। ইতোমধ্যে এই তালিকায় সুন্দরবন প্রথম ও কক্সবাজার দ্বিতীয় স্থানে উঠে এসেছে। প্রথম আলো, সামহোয়্যার ইন ব্লগসহ আরো কিছু ওয়েবসাইট ও মিডিয়া এ ব্যাপারে প্রচারণা চালাচ্ছে। ব্যক্তিগত উদ্যোগেও অনেকে এই প্রচারণায় অংশ নিচ্ছেন। কিন্তু সচলায়তনে এ ব্যাপারে কোনো প্রচারণা দেখতে পাচ্ছি না।
সুন্দরবন ও কক্সবাজার এই তালিকায় থাকতে পারলে আর কিছু না হোক, বাংলাদেশের নেতিবাচক ইমেজের বিপরীতে কিছুটা হলেও ইতিবাচক ইমেজ তৈরি হবে। দেশ-বিদেশের অনেক পর্যটকই আসবেন এলাকাদুটো দেখতে। তাতে কিছু আয়উপার্জনের পাশাপাশি এই দুটোকে রক্ষার করার একটু হলেও তাগিদ জন্মাবে কর্তৃপক্ষের মনে। আস্তে আস্তে বিকশিত হবে পর্যটন শিল্প, গড়ে উঠবে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা। পাশাপাশি পরিবেশগত দিকটি মাথায় রেখে জাতীয় ও আন্তর্জাতিকভাবে এই দুটো সাইটকে রক্ষার জন্য উদ্যোগেরও অভাব হবে না আশা করি। অর্থাৎ যেভাবেই দেখি না কেনো, বিষয়টি আমাদের জন্য ইতিবাচক।
সচলায়তন কর্তৃপক্ষ এ ব্যাপারে উদ্যোগ নিতে পারে।
যারা ভোট দিতে চান, তারা নিচের লিংকের গিয়ে ভোট দিতে পারেন:http://www.new7wonders.com/nature/en/
গৌতম
মন্তব্য
আমি ব্যক্তিগতভাবে মনে করি, প্রথম আলো বা সামহোয়্যার বা ইন্টারনেটভিত্তিক গ্রুপে যা হচ্ছে এই ব্যাপারে, পুরোটাই হুজুগ।
এই নামহীন প্রতিষ্ঠানটির এইসব হুজুগের নির্বাচন দিয়ে কী হবে?
আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি
আবার লিখবো হয়তো কোন দিন
তার পরেও কিছু একটা হলে খারাপ না। সারা বিশ্বেই তো একটা শোরগোল হচ্ছে। সেখানে আমাদের বসে থাকাতে লাভ নেই। সবাই ভোট দিন। আমিও দিব।
বিস্তারিত লিখবো আলাদা ভাবে ।
তবে একটা কথা মনে রাখা দরকার , ভোট গ্রহন করা হবে আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত ।
বাঙ্গালীর হুজুগ পুরো একবছর থাকলেই হয় ।
আরিফ জেবতিকের সাথে সম্পূর্ণ একমত।
====================
অবিরাম ছুটে চলায় হঠাৎ থমকে যাওয়া
'
=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা
আরিফ জেবতিক ও প্রকৃতিপ্রেমিকের সঙ্গে একমত।
নতুন মন্তব্য করুন