আয়ুবিন্দু

ফকির ইলিয়াস এর ছবি
লিখেছেন ফকির ইলিয়াস (তারিখ: বিষ্যুদ, ০৩/০১/২০০৮ - ৯:০৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

আয়ুবিন্দু
ফকির ইলিয়াস
----------------
আলোর অস্তিত্ব খুঁজি রোদে ভরা জলের পশমে
তুমিও কি এই বেলা রোদ্দুরে সাজাও নামতা
তারপর হেঁটে হেঁটে ভূমিতৃণে ভাঙো সব প্রথা
ভাঙাই বিবর্তন জানি , নির্ভুলে - যতির মরমে।

যাতনাকে ভালোবেসে এ নগর আরো বহুকাল
থেকে যাবে গ্রহমুখী , কামে- প্রেমে নমস্যপ্রবণ
কালের বদ্বীপে যারা নামলিপি করেছে খনন
আয়ুবিন্দু জমে জমে গড়া সেই প্রতীক পাতাল।

পাতালের প্রান্ত ধরে যদি যাও প্রান্তিক শরতে
দেখবে ফুলের ঘ্রাণে আজো আছে শেষতম কলা
কুশল বিরহে গাঁথা মানবের প্রিয় বীজতলা
মানবী দাঁড়িয়ে আছে উৎসের মুখ খুলে দিতে।

আবারো রহস্য ভেদে ডাকো কাছে সমুদ্র প্রবর
এখানেই ঢেউ ভেংগে যুগে যুগে জাগে নয়াচর।
===================================


মন্তব্য

ঝ.পা. এর ছবি

আপনার লেখাগুলি নিয়মিত পড়ি, মন্তব্য করা হয়ে ওঠে না। কবিতাটা ভালো লেগেছে খুব।

এরশাদ আলমগীর এর ছবি

চম‌ৎকার লাগলো আপনার লেখা। আরো পড়ার আশা রইল।‍

অতিথি লেখক এর ছবি

ধন্যবাদ , পড়ার জন্য।
--ফকির ইলিয়াস

শেখ জলিল এর ছবি

কবিতা পড়ছি।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।